“বিসমিল্লাহির রাহমানির রাহিম”
সবাইকে স্বাগতম আমার আজকের টিউনিং পেজে। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের একটি নতুন অসাধারন ক্লীনিং সফটওয়্যারের সাথে পরিচয় করে দিব। এটি আমার দেখা মতে বেষ্ট একটি ক্লীনিং সফটওয়্যার গুলোর মধ্যে একটি। পিসি ক্লীনিং করার জন্য আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি। এসব সফটওয়্যারের সাথে নতুন মাত্র যোগ করতে যাচ্ছে ‘FixCleaner’।খুবই চমৎকার এই ক্লীনিং সফটওয়্যারটি দিয়ে যে কোন পিসি স্বাভাবিকের তুলনায় অনেক খানি দ্রুতগতি সম্পন্ন করে ফেলতে পারবে দুই মিনিটেরও কম সময়ে। যারা আমার মতন দূর্বল পিসি ব্যবহার করেন তাদের নিকট বেশ উপকারী বলে আমি বিবেচনা করি।
আসছে ১৭ই এপ্রিল আমার ১ম পর্ব পরীক্ষা তাই খুব সংক্ষিপ্ত ভাবে টিউনটি করলাম তবুও আসা রাখি টিউনটি আপনাদের কাজে লাগবে। আর কাজে লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন।
( সিরিয়াল নম্বরটি আমাদের সোহেল ভাই। )
সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন সেই শুভ কামনায় আপনাদের মাইক্রোহ্যাকার
--- “ আলমাস”
আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...
thanks