আইয়োবিট সিকিউরিটি ৩৬০ (সিকিউরিটি সফটওয়্যার)

IObit-Security-360 bIObit-Security-360 cIObit-Security-360 dআইয়োবিট সিকিউরিটি ৩৬০ হচ্ছে এমন একটি ফ্রী সফটওয়্যার যা দিয়ে খুব সহজে আপনি আপনার কম্পিউটারের নিরাপত্তা বৃদ্ধি করে নিতে পারেন। এই সফটওয়্যারটির সবচেয়ে বড় গুণ হচ্ছে এটি আপনার কম্পিউটারের নিজস্ব যে অ্যান্টিভাইরাস আছে তার সাথে মানিয়ে নিয়ে একসাথে কাজ করতে পারে। এতে আছে “ডুয়েল কোর” ইঞ্জিন। এই সফটওয়্যারটি দিয়ে ভীষণ ক্ষতিকারক স্পাইওয়্যার, এ্যাডওয়্যার, ট্রোজান, কীলগার্স, বোটস্‌, ওয়ার্মস এবং হাইজ্যাকার হতে আপনি আপনার প্রিয় কম্পিউটারটিকে রক্ষা করতে পারবেন। এই সফটওয়্যারটি আপনার কম্পিউটারের জটিল ও একদম ভিতরে লুকিয়ে থাকা  স্পাইওয়্যার এবং মেলওয়্যারকে খুব সহজে এবং সঠিক উপায়ে খুঁজে বের করতে পারে। এতে রিয়েল টাইম মেলওয়্যার প্রোটেকশনের ব্যবস্থা আছে। এই সফটওয়্যারটিতে অটোমেটিক আপডেটের ব্যবস্থা আছে, যাতে করে সর্বোচ্চ নিরাপত্তা বিধান করা সম্ভব।

(বিশেষ দ্রষ্টব্যঃ কোনো কারণে ভাইরাস মনে করে কোনো প্রয়োজনীয় ফাইল ফেলে দিলে এবং পরে তা দরকার হলে Quarantine-এ যেয়ে তা আবার Restore করা যায়)

IObit-Security-360 eডাউনলোড করুন এখান থেকেঃ   http://download.cnet.com/3001-20_4-10967594.html?spi=67d1674b97201c91a5115d471722b5e5

(সংগৃহীত)

Level 3

আমি ফাহিম আহ্‌মেদ। Manager, Transcom Electronics Ltd., Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 480 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ফাহিম আহ্‌মেদ। ভাল লাগে বিভিন্ন বিষয়ে লেখালেখি করতে, গান শুনতে আর প্রচুর বই পড়তে। আমি মুক্ত মনের স্বাধীন মানুষ হতে চাই, চাই লেখার স্বাধীনতা। স্বপ্ন দেখতে ভালবাসি। স্বপ্নের মাঝেই আমি বাস্তবতার খোঁজ করি। স্বপ্নের রঙ্গিন ভেলায় ভেসে, আমি সত্য জগতে পাড়ি জমাতে চাই। চাই স্বপ্নীল আলোতে নিজেকে উদ্ভাসিত করতে।...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, আপনাকে ধন্যবাদ। আসলে আমি কখনো Nod32 ব্যবহার করিনি। তাই ভাল করে জানি না। তবে যতটুকু শুনেছি মনে হয় আপনারটা আমারটার চেয়ে ভাল। আর তাছাড়া আইয়োবিট সিকিউরিটি ৩৬০ হচ্ছে একটি ফ্রী সফটওয়্যার, ফলে আপনারটার চেয়ে এটার তো কিছুটা সীমাবদ্ধতা থাকাটাই স্বাভাবিক। তবে ফ্রী হিসেবে এটা বেশ কার্যকরী এবং সাবলীল।

খুব কাজের জিনিস দিলেন ভাই

আমার windows vista 64bit operating system(4gb ram) ।আমাকে কেউ পারলে নোড ৩২ ভাইরাস এর লিনক ডিন।