(সংগৃহীত)
আমি ফাহিম আহ্মেদ। Manager, Transcom Electronics Ltd., Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 480 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ফাহিম আহ্মেদ। ভাল লাগে বিভিন্ন বিষয়ে লেখালেখি করতে, গান শুনতে আর প্রচুর বই পড়তে। আমি মুক্ত মনের স্বাধীন মানুষ হতে চাই, চাই লেখার স্বাধীনতা। স্বপ্ন দেখতে ভালবাসি। স্বপ্নের মাঝেই আমি বাস্তবতার খোঁজ করি। স্বপ্নের রঙ্গিন ভেলায় ভেসে, আমি সত্য জগতে পাড়ি জমাতে চাই। চাই স্বপ্নীল আলোতে নিজেকে উদ্ভাসিত করতে।...
ভাই, আপনাকে ধন্যবাদ। আসলে আমি কখনো Nod32 ব্যবহার করিনি। তাই ভাল করে জানি না। তবে যতটুকু শুনেছি মনে হয় আপনারটা আমারটার চেয়ে ভাল। আর তাছাড়া আইয়োবিট সিকিউরিটি ৩৬০ হচ্ছে একটি ফ্রী সফটওয়্যার, ফলে আপনারটার চেয়ে এটার তো কিছুটা সীমাবদ্ধতা থাকাটাই স্বাভাবিক। তবে ফ্রী হিসেবে এটা বেশ কার্যকরী এবং সাবলীল।