সবাইকে সালাম জানিয়ে আমার আজকের টিউন শুরু করছি।
WinRAR কে চিনে না বা ব্যবহার করে না এমন কাউকে হয়তো এখানে খুজে পাওয়া যাবে না। তাই আর বিস্তারিত বললাম না WinRAR সম্পর্কে। আর যারা জানেন না তাদের জন্য বলছি WinRAR হলো RAR বা ZIP File খোলার জন্য একটি অসাধারন সফটওয়্যার। যা দিয়ে খুব সহজেই ফাইল কম্প্রেস করা যায়। যাই হোক আজকে শুধু WinRAR এর কার্যকারিতার কথা বলছি না সাথে এর বিভিন্ন থিমের কথাও জানাবো। আমরা যারা WinRAR ব্যবহার করি তারা হয়তো আমার মতো WinRAR এর এক রকম চেহারা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পরেছেন। তবে আমি আপনাদেরকে এর থেকে মুক্তি দিচ্ছি। এখন থেকে আপনারা ইচ্ছা করলেই খুব সহজেই WinRAR এর থিম পরিবর্তন করতে পারবেন।
এর জন্য যা যা করতে হবে তা হলোঃ
প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন।
WinRar 4.65
তারপর আনজিপ করে নিন।
এখন WinRar 4.65 নামের ফাইলটি Install করে নিন। আর Full Version করার জন্য keygen ফাইলটির Generate বাটনে ক্লিক করুন। ব্যস Full Version হয়ে গেল।
এখন থিম পরিবর্তন করার জন্য যা করবেন তা হলো WinRAR_VistaV7_48x48.theme নামের ফাইলটিতে ক্লিক করুন। তারপর yes বাটনে ক্লিক করুন।
এখন WinRAR menu এর Options>Themes এ যান। এখানে
Default themes এর নিচে WINRAR VistaV7 48x48 এ ক্লিক করলেই আপনার WinRAR এ ভিস্তার লুক দেখতে পাবেন।
আমি শুধু এই একটাই এখানে দিয়েছি। এমন আরও বিভিন্ন থিম ডাউনলোড করে নিতে পারেন।
যদি আরও চান তাহলে যান এখানে।
আশা করি সবার ভাল লাগবে।
ধন্যবাদ সবাইকে।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
ভাইয়া আসলেই winrar একটা ধারুন সফটওয়্যার। আমিও কিছু এই বিষয়ে জানি। এই নিয়ে আমি পরে লিখব। আপনার টিউনটি সুন্দর হয়েছে।