পরম করুণাময় মহান আল্লাহ নামে শুরু করছি ।
ইউ এস বি পোর্ট কম্পিউটারএর একটি খুবই দরকারি পোর্ট । বর্তমানে কম্পিউটারএর সকল ডিভাইসগুলো ইউএসবি দিয়া তৈরি হচ্ছে। দ্রুত তথ্য পরিবহন এবং দ্রুত কাজ করার জন্য ইউএসবি খুব এ দরকারি একটি জিনিস। মাঝে মাঝে এটি খুবি ঝামেলার কারন হয়ে দারাই যখন আপনার ইউএসবি দিয়া আপনার কম্পিউটারএ ভাইরাস ঢুকসে অথবা আপনার কম্পিউটার এর ইউএসবি দিয়া অন্য কেও অবৈধ প্রবেশ করসে। এটি খুবই বিরক্তিকর হয়ে দাড়াই আর তখন এ দরকার পরে আপানার কম্পিউটারের ইউএসবি এর নিরাপত্তার । আর সেই নিরাপত্তার জন্য আজ আমি আপনাদের পরিচয়ই করে দিব একটি ইউএসবি লক করার সফটওয়্যার যার গিলি সফট ইউএসবি লক সফটওয়ারের ।
এই সফটওয়ারের মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের সকল ইউএসবি কে লক করে রাখতে পারবেন সেই সাথে আপনি আপনার কম্পিউটারের অন্য সব রম গুলো কেও আপানি লক করে রাখতে পারেন। এর ফলে আপানি আপনার কম্পিউটারের ইউএসবি এবং অন্য সকল রম এর নিরাপত্তা দিতে পারবেন খুব সহজে।
আমার লেখাটি ভাল লাগলে পরবর্তী লেখার জন্য উসসাহ দিবেন।
আমি MD.Atikur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বস আমি কি ইচ্ছে মত লক করতে এবং খুলতে পারব?