নিয়ে নিন বাংলা হাদিস সফটওয়্যারের ০.২ ভার্সন

আসসালামুআলাইকুম,

সুপ্রিয় পাঠক আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। সামনে পবিত্র মাস রমজান। ইবাদত ও রোজা পালনের মাধ্যমে অনেকেই সময় পার করবেন। রোজা ও ইসলামের বিভিন্ন বিষয নিয়ে অনেকেরই অজানা । আপনাদের সুসংবাদ জানাচ্ছি আমাদের 0.2 ভার্সন বের হয়েছে বেশ কয়েকদিন আগে Download.com আপডেট লোড করতে দেরি করায় আপনাদের জানাতে কয়েকদিন দেরি হলো বলে দুঃখিত। DBHT-হাদিস সফটওয়্যারের যারা কাজ করছেন বেশির ভাগই টিউনার এবং আপনারা জেনে খুশি হবেন ৫৭৭ টি রিলিজিয়াস সফটওয়্যারের মধ্যে আমারা ইতিমধ্যে ৮ম পজিশনে চলে এসেছি ও আমাদের এ সফটটি মুসলিম ও অমুসলিমগনের মধ্যে বেশ সাড়া জাগিয়েছে। কারন এর মাধ্যমে ইসলামের বিভিন্ন খুটিনাটি বিষয় জানা সহজ হয়ে গেছে। আমাদের নতুন ভার্সনে যা যুক্ত হয়েছে তা হলো-

বুলুগুল মারাম, ইবনে মাজাহ, ইমাম নওবীর ৪০ হাদিস ও সহিহ হাদিসে কুদসি যুক্ত হয়েছে।

ইনশাআল্লাহ রমজানেরর আগে তিরমিজি ,নাসাঈ (সম্পূর্ন), ইবনে মাজাহ, আবু দাউদ, মুসনাদে আহমদ যুক্ত হবে

ইনষ্টলেশন .exe করা হয়েছে আপনাদের ষ্টার্ট বাটনে প্রোগ্রামটি যুক্ত হবে ও ডেস্কপটে লাঞ্চ আইকন থাকবে।

র্সাচ অপশনকে আরো শক্তিশালী করা হয়েছে কিওয়ার্ড যুক্তের মাধ্যমে।

ইংলিশ মেনু ও তিনটি ভাষায় সফটটি পেতে “English Hadith” আইকনে ও বাংলা মেনু ও তিনটি ভাষায় সফটটি পেতে “বাংলা হাদিস” আইকনে ক্লিক করে সফটটি ডাউনলোড করে নিন।

আমাদের অনলাইনের কাজ দ্রুত চলছে। আলহামদুলিল্লাহ বুখারীরি কাজ প্রায় শেষ। ভিজিট করুন-

আমাদের অনলাইনের সাইট

যা আছে

১. এটা HTML format(বাংলা) chm format (English)--0.2 version

২. বাংলা (27 MB) & ইংলিশ মেনু (37 MB)

৩. তিনটি ভাষায় হাদিস পাবেন যথাক্রমে-আরবী,বাংলা ও ইংলিশ

৪. হাদিস থোঁজার জন্য শক্তিশালী সার্চ অপশন

৫. সহিহ বুখারী, মুসলিম, রিয়াযুস স্ব-লিহীন , বুলুগুল মারাম, ইবনে মাজাহ, ইমাম নওবীর ৪০ হাদিস ও সহিহ হাদিসে কুদসি।

৬. রিয়াযুস স্ব-লিহীন হাদিসের ইংলিশ ব্যাখ্যা

৭. হাদিস নেভিগেশন পয়েন্ট

৮. ইউনিকোড হাদিস কপি ও পেষ্ট করা যাবে বিভিন্ন ওয়েব সাইট ও সোশাল ওয়েব সাইটের জন্য

৯. হাদিস সহজে প্রিন্ট করা যাবে

১০. যেকোন অপারেটটিং সিষ্টেম সাপোর্ট করবে।

১১. কোন আলাদা সাপোর্টেড সফটওয়্যার লাগবেনা

১২. ৩০,০০০-এর বেশি হাদিস

১৩. সহিহ ,যয়িফ, জাল , দূর্বল হাদিস নিয়ে কাজ চলছে।

আমাদের এ কাজে আন্তরিকভাবে কাজ করতে চায় এমন সেচ্ছাসেবক প্রয়োজন যারাঁ কমপক্ষে ১০০ হাদিস পিডিএফ হতে ওয়ার্ডে টাইপ করে দেবেন।আশা করি আপনারা এ মহান কাজে অংশ গ্রহন করবেন।কমপক্ষে ১০০ হাদিসের ডাটা এন্ট্রি করে DBHT সদস্য হয়ে যান।পিডিএফ হাদিসের জন্য যোগাযোগ করুন।

DBHT-( ডিজিটাল বাংলা হাদিস টিম)

শাহরিয়ার আজম

মেইল এড্রেস-  [email protected]

[email protected]

Mob-01714351057

http://www.facebook.com/pages/DBHT/603417713008497

Level 0

আমি Sharear Azam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 365 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

THANK YOU EVER SO MUCH

এনড্রয়েড ভার্সন বের করেন।

এ উত্তম কাজের প্রতিদান আল্লাহ্ প্রদান করবেন । এনড্রয়েড ভার্সন বের করেন।

অনেক ধন্যবাদ। আল্লাহ এই কাজকে কবুল করুন।

android ভার্সন চাই। নিসন্দেহে এটি ভালকাজ আপনাদেরকে অনেক ধন্যবাদ

Level 0

Android version hole valo hoi

Attach to you new download link—-https://www.dropbox.com/s/gi5avuk3hs60d30/Hadith%20software-Bangla%20Menu.exe?m

Level 0

Vai, Mediafire link den.