Stellarium – পিসিতে Planetarium

এটি আমার প্রথম টিউন।  একটি নতুন টিউন সংযোজিত করার চেষ্টা করলাম। আপনাদের মত অভিজ্ঞ প্রজুক্তিবিদদের মাঝে এটা আমার ক্ষুদ্র প্রয়াস । ভুল ত্রুটি থাকলে তার জন্য আগে থেকেই একটু self defence করে রাখলাম আর কি?

আপনারা হয়তো অনেকেই stellarium সফটওয়্যার সম্পর্কে জানেন । এটি যারা জানেন না তাদের জন্য এই টিউনটি।

010-constellations.jpg

আকাশের অসংখ্য তারা, গ্রহ, ধুমকেতু এই সব মহাজাগতিক বস্তু গুলো প্রাচীন কাল হতে আমাদের আকর্ষণ এর খোরাক হয়ে আসছে। প্রযুক্তিগত উন্নয়ন এর ধারাবাহিকতায় আমরা হয়ত অনেক অজানাকেই আমাদের জ্ঞানের দ্বারা সংকলিত করতে পেরেছি। তবুও মহাজাগতের অসীমত্বের সিকি ভাগও সংকলিত করতে পারি নি। এই অসীম অজানা আমাদের জিজ্ঞাসু তৃষ্ণাকে ক্রমশ বারিয়ে চলেছে। কোন ক্লান্তি নেই এই তৃষ্ণার । তাই মহাজগৎ এক অপার বিস্ময়, সবার কৌতুহলের বিষয় ।

planetarium বাংলায় তারাগৃহ। stellarium  আপনার পিসির জন্য একটি ওপেন সোর্স তারাগৃহ হিসেবে আপনাকে দেখাবে আপনার মাথার উপরের আকাশ, অনেকটা সেভাবেই যেভাবে আপনি খালি চোখে, বাইনকুলার না হয় স্বয়ংক্রিয় টেলিস্কোপের মাধ্যমে দেখে থাকেন। ওপেন সোর্স সফটওয়্যার হিসেবে এর জন্য কোন ইন্টারনেট সংযোগের ও প্রয়োজন নেই। এই সফটওয়্যারটি মাত্র ৩৯.৭৮ মেগা বাইটের। তবে আপনার পিসির ram সর্বনিম্ন ২৫৬ মেগা বাইটের হতে হবে ।

আপনার পিসিতে ব্যবহৃত operating system অনুসারে বেছে নিন stellarium সফটওয়্যারটি। এর পর আপনি যেখানে অবস্থান করছেন তার অক্ষাংশ এবং দ্রাঘিমা নির্দিষ্ট করে দিন, এরপর শুরু করুন আকাশ ভ্রমন। আপনি আপনার বাসার ছাদে গেলে যে আকাশটি দেখবেন এটি সে ভাবেই আপনাকে দেখাবে আপনার মাথার উপরের অপার বিস্ময়ের এই মহাকাশকে।

আপনি এখানে প্রায় ২১০ মিলিয়ন তারার তালিকা পাবেন । প্রতেকটি গ্রহ এবং তাদের উপগ্রহ দেখতে পারবেন । এতে রয়েছে বিভিন্ন নিহারীকার ছবি । এছাড়া বিভিন্ন সংস্কৃতি ভেদে বিভিন্ন নক্ষত্রের নামও এতে সংযুক্ত রয়েছে । নক্ষত্র সর্ম্পকে কিছু বর্ণনাও এতে  রয়েছে। সঠিকভাবে ব্যবহার করার জন্য এখানে গিয়ে users guide টি নামিয়ে নিন।

সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য stellarium এর homepage এ যান।

Level 0

আমি বিভ্রান্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আসলে আমি বিভ্রান্ত। অনেক কিছু করতে গিয়ে সব কিছু নষ্ট করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি গুগল স্কাইয়ের কথা জানতাম কিন্তু এটার কথা জানতাম না। প্রথম টিউন হিসেবে খুবই ভাল। টেকটিউনসের এই ভুবনে আপনাকে স্বাগত। আরও ভাল টিউন লেখার চেষ্টা করুন ধন্যবাদ।

টিউনটা আমার খুব পছন্দ হয়েছে। টেকটিউনসের ভুবনে আপনাকে স্বাগতম। আশাকরি ভবিষ্যতে আরও দারুণ ও চমৎকার টিউন পাব। ধন্যবাদ।

ওয়াও! মনে হইতেছে পুরো আকাশটা আমার পিসিতে। এই সফটা এত জনপ্রিয় আর আমি জানতাই না? ধন্যবাদ বিভ্রান্ত ভাই.. বিভ্রান্ত না করার জন্য.. 🙂

dhonnobad comment er jonno… ekhon eid er chuti te barite…. net connection hin obosthai….:-(