হেল্লো ভাই ও বোনেরা।
সবাইকে সালাম/আদাব জানিয়ে আমার ২য় টিউনটি শুরু করতেছি। সবাইকে বলতেছি আমি খুব নতুন Tuner, তাই অনেক ভুল হতে পারে, প্লীজ ভুল গুলা আমাকে ধরিয়ে দিবেন তখন আমি সব ভুল Solve করার চেস্টা করব। আগের টিউন এ অনেক ভাইয়ারা বানান ভুল এর জন্ন্যে আমাকে কম্মেন্ট করেছেন, So এই টিউন এ বানান শুদ্ধ করার চেস্টা করতেসি। এখন টিউন এর আসল কথায় আসি।
আজকে আমি সবাইকে একটা ফ্রি সফটওয়ার শেয়ার করব। আমরা অনেকে Email Marketing এর কাজ করি। তখন আমার অনেক কষ্ট করে eMail কালেক্ট করতে হয় যদি কাজটা eMail Collection and Sending এর নরমাল কাজ হয়। আমরা অনেকে আবার নিজের সাইটএ টারগেটেড ভিসিটর এর জন্ন্যে eMail কালেক্ট করে সাইট এর Advice সেন্ড করি। তখন এক এক করে eMail কালেক্ট করতে আমাদের অনেক টাইম এন্ড পরিশ্রম হয়। এর জন্ন্যে আমরা সফটওয়ার দিয়ে খুব তারাতারি এন্ড সহজে অনেক ইমেইল কালেক্ট করতে পারি।
আমি যে সফটওয়ারটা শেয়ার করব তার নাম হচ্ছে- Atomic Email Hunter ।
এই সফটওয়ার এর মূল্য ৭৯.৮০$ কিন্তু আমি এখানে ফ্রি Crack ভারশন টা শেয়ার করেছি Full Free.
ডাউনলোড কমপ্লেট হলে Rar ফাইলটাকে UnRar করুন। তারপর UnRar ফাইলটা ওপেন করুন এন্ড সাধারাণ ভাবে Install করুন। Install Successfully কমপ্লেট হলে। দেখন এখন দেখাচ্ছে যে, "UNREGISTERED Version"।
এখন আমাদেরকে ওই সফটওয়ারটা REGISTERED Version বানাতে হবে। এর জন্ন্যে আপনাকে প্রথমে- UnRar ফাইলটা ওপেন করতে হবে তারপর দেখেন যে, ওইখানে এই"double click for reg entries" নাম এর একটা ফাইল আছে। ওই ফাইলটা ওপেন করেন। এখন দেখেন Crack নামের একটা ফাইল আছে। ওই ফাইলে Double ক্লিক করেন REGISTERED Version তৈরী করার জন্ন্যে।
নিচের Skin-Shot টা দেখেন।
উপরের নিয়ম মেনে কাজ করলেই সাথে সাথে পেয়ে জাবেন $৭৯.৮০ এর সফটওয়ার বিনা মূল্ল্যে মানে ফ্রি...।
আজ আমার হাত পুরা টাইট হইছে, সহজ ভাষায় খুব বেথা করতাছে আসলে আপনারা ভাবতে পারেন এই সামান্য লেখেই হাত বেথা হে বস আমি ভাল করে বাংলা লেখতে পারিনাহ তাই আগের টিউনে লেখা ভুল এর জন্ন্যে কয়েকটি কমেন্ট পাইছি এন্ড এই টিউনটা খুব খেয়াল করে করেছি তারপরেও যদি কোন ভূল থাকে তাহলে ক্ষমার চোখে দেখবেন। আশা করি ভাল Response পাব।
আমি John। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 87 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Working on SEO
thank you so much vai apnar tuner jonno..accha vai apnar kase adobe acrobat xi pro ei soft ase vai plz thakle aktu share korun..khub dorkar vai….