আমি আজ আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে টিউনটি উপস্থাপন করলাম, যেটা কিনা.. হয়তো আমি নিজেও খুজেছি। আর এখন হয়তো আপনারা খুজছেন কেউ কেউ। আমি ওয়ার্ডপ্রেস প্লাটফর্ম এ ব্লগিং করছি প্রায় ১.৫ বছর ধরে। কিন্তু পছন্দের থীম না পাোয়ার কারনে কোন কিছু ঠিকভাবে সাজাতে পারছিলাম না।ফ্রি থীম তো সার্চ করলে অনেক পাওয়া যায়, কিন্তু আপনি যেমন টা চাচ্ছেন, তা কি পাচ্ছেন? উত্তর অবশ্যই হবে না! কারন ফ্রি এসব থীম আপনার চাহিদা পুরোটাই কখনোই পূর্ণ করতে পারবে না। একটা না একটা সমস্যা থাকবেই। তাই আমি ব্যক্তিগত ভাবে শাকিল আরেফিন ভাইকে থিসিস্ থীম এর ব্যপারে বলছিলাম, কারন থিসিস থীমই একমাত্র আপনাকে আপনার চাহিদা পূরনে সহযোগীতা করতে পারে তার ভান্ডার থেকে। কিন্তু সমস্যা একটা, আমরা যারা নতুন ব্লগার তারা $১৫০-$২০০ দাম দিয়ে এসব থীম কিনে ব্যবহার করতে পারার ক্ষমতা রাখি না বললেই চলে। ধরলাম, আমাদের মধ্যে কেউ নাহয় কিনেই ফেললাম...... 🙂 কিন্তু প্রয়োজনে থীম সম্পাদনের সময় যদি কোন কোড ভুলে মুছে যারা বা লিখতে ভুল হয় তাহলে .... 🙁
আচ্ছা, উপরের কথা গুলান এবার ভুইলা যান। আমি আপনাদের এবার এমন একটি থিসিস থীমের সাথে পরিচয় করিয়ে দিবো, যেটি সম্পূর্ণ ফ্রি. । ভাবছেন, ভুয়া মারছি.................. দেখুন....
আমার চোখে দেখা সবচেয়ে সহজ এবং অধিক বৈশিষ্ট্য সম্পন্ন ফ্রি! থীম। এর যত গুলো স্কিন, উইজেক্ট, হেডার পরিবর্তনের সুবিদা, ধৈর্ঘ-প্রস্থ পরিবর্তনের সুবিধা আছে, অন্য কোন ফ্রি! থীম এ এতো বৈশিষ্ট্য আছে বলে আমার জানা নাই। এই থীমটি ব্যহারের অনেক সুবিধা আছে, যারা ইতি মধ্যে ব্যবহার করেছেন, তারা অবশ্যই উপলব্ধি করতে পারছেন। আরা যারা এখনো করেন নাই তারা এখনি সংগ্রহ করুন........
এখানে থেকে থীমটির আপগ্রেড ভার্সন ডাউনলোড করুন। থীমটির সাইটে আরো অনেক ব্লগিং এবং নিত্য নতুন তথ্য পাবেন, যা কিনা আমাদের সবার জন্য অনেক উপকারী। তো শুরু করে দিন আপনার ব্লগিং আর মেতে উঠুন প্রযুক্তির সুরে...
আমি গেলাম আর কিচু কইবার পারুম না..... বেশি কইলে আবার হার্ডফেল করুম! ফ্রি জিনিসে আবার এতো সুবিদা........
ধন্যবাদ সকলকে।
আমি আরিফুল ইসলাম শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 1073 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হ্যালো টেকটিউনার্স!! :) আমি আরিফুল ইসলাম শাওন, ডাক নাম "শাওন" এই বেশি পরিচিত। বিভাগীয় শহর রংপুরেই থাকি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এ্যাকাউন্টিং-এ গ্রাজুয়েশন করেছি। পেশায়আছি গত ৬ বছর থেকে। নিজের ফ্রীলান্স ওয়েব ডেভেলপমেন্ট এবং ট্রেইনিং ইন্সটিটিউট রংপুরসোর্স এর প্রতিষ্ঠাতা, সিইও এবং লিড ডেভেলপারের দায়িত্বে আছি। ব্লগিং করছি আমার অফিশিয়াল ব্লগ বাংলা...
🙂