নিজের আইকন নিজেই বানান আর কম্পিউটারকে সাজান

আসসালামু আলাইকুম, কি খবর? কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমরা যারা কম্পিউটার চালাই তারা সবাই চেস্টা করি যেকোন ভাবেই কম্পিউটারকে সুন্দর করতে, আমরা ব্যবহার করি নানা রকম আইকন। আর এই আইকন ডাউনলোড করতে খুজে বেড়াই নানা ওয়েব সাইট। তাই আজ দেখাবো কিভাবে নিজেই আইকন বানানো যায়।
আজ আইকন ডাউনলোড করতে বলবো না বা কোন আইকন ডাউনলোড পেকেজ দিব না। আজ সরাসরি দেখাবো কিভাবে নিজের ইচ্ছে মত করে আইকন বানানো যায় খুব সহজেই। আমি আজ যেই সফটওয়্যারটির মাধ্যমে আইকন বানানো দেখাবো তাই দিয়ে কাজ করা একবারে সহজ। যেকোন বাচ্চাও এ দিয়ে কাজ করতে পারবে। আপনারা অনেক কেই মনে মনে বলছেন এই লেখটা একবারে লুল বেশী লেখে। তাই লুল বালার আগেই আমি কাজে ফিরে যাই। চলুন কি, কেন এবং কিভাবে কাজ করার যায়ঃ
  সফটওয়ারের নাম  AxialisIconWorkshop v6.50.Professional Edition  
এই সফটওয়্যার দিয়ে কি কি কাজ করা যাবেঃ
·         নিজের ইচ্ছে মত আইকন তৈরী করা যাবে;
·         যেই কোন আইকনকে আবার নিজের ইচ্ছে মত করে সাজানো যাবে;
·         এই সফটওয়্যার দিয়ে MAQ আইকন এবং Windows আইকন তৈরী করা যায়;
·         যেকোন ছবিকে কনভার্ট করে আইকন তৈরী করা যায়;
·         যেকোন সাইজের আইকন তৈরী করা যায়;
·         বিভিন্ন ডিজাইন সফটওয়ারের মত এখানেও সেই সব ডিজাইনার সফটওয়ারের টুল আছে।
এই সফটওয়্যারটি খুব ছোট একটি সফটওয়্যার যার কারণে কম্পিউটারে তেমন কোন প্রেশার পরবে না। এই সফটওয়ারটি মাত্র ৩২ মেগাবাইট। এই সফটওয়ারটির সাথে পাবেন এর সিরিয়াল এবং সাথে কিছু আইকন কালেকশন যা এই সফটওয়্যার দিয়ে তৈরী।
এই সফটওয়্যার সেটাপ কিভাবে দিবেনঃ
·         প্রথমেই এইখান থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
·         তারপর আপনার ডাউনলোড করা ফাইলটি ডাবল ক্লিক করে খুলুন এবং
·         এবার শুধু NEXT বাটনে ক্লিক করতে থাকেন এবং Finish বাটনে ক্লিক করে সেটাপ শেষ করুন।
অনেক কষ্ট করে লিখেছি এবং আপলোড করেছি ভাল লাগলে অবশ্যই কমেন্ট ও লাইক করবেন

Level 0

আমি eftakher alam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি প্রযুক্তিকে ভালবাসি তাই নিত্য নতুন খোজ করি, আর এই জন্যই ব্লগিং করি আপনাদের জন্য, নিজের শিখা জিনিস গুলো শেয়ার করার জন্য। http://www.projuktirkhela.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Onk dhonno bad..Sundor ekta soft share korar jonno.Many many Tnks

    @Rugal hashan: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমার পোস্টি পড়ে মন্তব্য করার জন্য।

আপনাকেও পড়ার জন্য ধন্যবাদ।

দরকার ছিলো এটার

very nice…thanks for share

Level 0

ডাউনলোড হয়ে না ভাই এই লিংক এ

ডাউনলোড চলছে ধন্যবাদ। এটা দিয়ে কি 512*512 আইকন তৈরী করা যায়?

ভাল লাগল ধন্যবাদ আপনাকে