ডিয়ার টেকি ভাইয়ারা কেমন আছেন 😀 , ভাল নিশ্চই । আমার ইস্টাইল আলা ভাইয়া রা যারা নিজের মত করে নিজের পিসি টা কে অল টাইম সাজাইতে চান তারা সামনে আগাইয়া বসেন , আর বাদ বাকি সবাই সাইড এ চাপ দেন 😀 , 😛 । আজ আমি আপনাদের জন্যে নিয়া আইছি এক অসাধারন সফটওয়্যার যা দিয়া আপনি আপনার পিসি এর এক ডেস্কটপ কে ৬ ডায় রুপান্তর করতে পারবেন । মানে ভারচুয়াল ভাবে আপনার ১ ডেক্সটপ ৬ টা হইয়া যাইব , মাগার ক্যামতে ??? :O খারান কইতাসি 😀 । সফটওয়্যার টার নাম হইল deskspace এইটা দিয়া আপনি আপনার পিসি কে ৬ টা ডেক্সটপ এ বানাবেন । যারা জানেন , তারা ব্যাক স্পেশ চাপেন অহনি , আর যার , জানেন না তারা মাউস এর ভলিউম 😀 ঘুরাইয়া নিচে নামেন , জাউকগা ফাত্রা পেচাল পাইরা লাভ নাই কামের কথায় আহি , আসেন দেখি ক্যামনে বানামু >>>>>>>>>>
এখন কথা কম কইয়া , চামে এইখানে গুতা দিয়া নামাইয়া লন 😀
এর মধ্যাকর্ষণ ক্ষমতা ১১ এম্বি
তারপর সেট আপ দেন ,
এর পরে ডেক্সটপ থাইকা ওপেন কইরা সেটিং এ যান
নিচের চিত্রের মত টিক দেন , ওকে করেন
এরপর মাউস এর কারসর চামের উপরে নিচের যে কোন এক কর্নার এ নিয়া যান , আর মজা দেখেন 😀
আপনার ইচ্ছা মত সেটিং করে নেন ,
এইবার আজাইরা কিছু বয়ান দেই ।
আমি ব্লগার ফ্লগার কিছু না । বাপের অঢেল মেগাবাইট , তাই সারাদিন আন্দাজে ইন্টারনেট এ চইরা বেরাই । নতুন কোন জিনিশ এর প্রতি আমার বরাবর এ অনেক টান তাই সবসময় নতুন কিছু খজার নেশায় থাকি ।
নেক্সটে desktop customization লইয়া আরো পোস্ট দিমু
কনো সমস্যা হলে জানাবেন অবশ্যই ।
ফেইসবুক এ আমারে পাইতে পারেন
ভালো থাকবেন সবাই , আজকের মতো আলবিদা ।
আইজকার ক্যাপচার করা ফটু , তাই ভাব্লাম সবাইরে ফ্রি দিয়া দেই 😀 😀 😀
আমি vampierboy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 90 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i am littel boy but cute and wise
ভাইজানের লিখনের স্টাইল টা চরম। জাউকগা আন্নের পোস্টের লাইগা ধন্যবাদ দিলাম। লিলে লন না নিলে ফুটেন। 😀 😀