আপনার কম্পুকে বানিয়ে ফেলুন সুপার Spy, মাত্র ১MB সফটওয়্যার দিয়ে, কাজে লাগবেই!

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? প্রযুক্তি আজকাল মানুষের কাজকে এতো সহজ করে দিয়েছে যে আমাদের সকল চিন্তা ভাবনা এখন বাস্তবে রুপ নিতে শুরু করেছে। আপনি এখন যেই অগ্রগতির কথা চিন্তা করছেন, খোঁজ নিয়ে দেখুন তা হয়ত অনেক আগেই অন্য কেউ গবেষণা করে ফেলেছে বা সফলও হয়ে গেছে সেটা আবিষ্কার করতে। তাই আমাদের চিন্তা ভাবনার পুরনো গণ্ডি এখন পার করতে হবে। নতুন করে ভাবতে হলে আমাদের অনেক কিছু জানতে হবে। তাই আমিও জানতে এবং জানাতে আগ্রহী.....................

আজকে আপনাদের কাছে যে সফটওয়্যাটি নিয়ে কথা বলব সেটার নাম Total Spy. আমরা বাঙালি আর আমাদের সবচেয়ে বাজে অভ্যাস হচ্ছে আমরা সব ভাল জিনিশকেই খারাপ কাজে ব্যাবহার করতে পারি। তাই মূল পোস্ট শুরু করার আগে আমি বলতে চাই যে,

এই সফটওয়্যারটি কোন খারাপ উদ্দেশ্যে ব্যাবহার করবেন না, করলে তার জন্য আমি দায়ি থাকব না।

উপকারঃ

১) আপনার ভুলে যাওয়া পাসওয়া‌‌র্ড আপনি এই সফটওয়্যারের সাহায্যে ফিরে পেতে পারেন।

২) আপনি আপনার কীবোর্ডে যা-ই টাইপ করবেন তা এই সফটওয়্যার ষ্টোর করে রাখবে।

৩) নির্দিষ্ট সময় পর পর আপনার ডেক্সটপ এর স্ক্রীনশট নেবে।

৪) আপনি কি কি ওয়েবসাইট ভিসিট করছেন তার লিস্ট পাবেন ১ বছর পরেও (নতুন করে OS Setup না দিলে)।

নিচের স্ক্রীনশট দেখলে সফটওয়্যার এর কাজগুলো আরও ভালো করে বুঝতে পারবেন।

সফটওয়্যারটি চালো হওয়ার দিন থেকে বর্তমান পর্যন্ত যেকোনো তারিখ সিলেচক্ট করে নিচের "Recorded Keystrokes"/"Screen Shots"/Visited Websites" -এ ক্লিক করুন এবার দেখুন মজা!

এখন কথা হল সফটওয়্যারটি স্পাই হল কিভাবে...............

কিছু বিশেষ সুবিধার আছে যে কারনে সফটটি একটি আদর্শ স্পাই,

১) আপনাকে না জানিয়ে কীলগার রাখবে, আপনার ডেস্কটপের স্রীনশট নেবে।

২) আপনি আপনার ইচ্ছে মত হট-কী দিয়ে সফটওয়্যারটি হাইড করে রাখতে পারবেন।

৩) সফটওয়্যারটির ফাইল স্টার্ট মেনুতে দেখাবে না।

৪) আপনি ছাড়া অন্য কেউ Uninstall করতে পারবে না।

৫) সিস্টেম চালো হওয়ার সাথে সাথে সফটওয়্যারটি হিডেন মুডে চালো হবে, কেউ জানবে না যে সফটওয়্যারটি চালো আছে।

হট-কি ভুলে গেলে সফটওয়্যারটি ক্লোজ করার জন্য Task Manager থেকে Processes ট্যাবে যান, তারপর tsman.exe তে ক্লিক করে End Process এ ক্লিক করেন।

আপনার যদি সন্দেহ হয় যে কোন কম্পিউটারে এই Spying সফটওয়্যার থাকতে পারে তাহলেও Task Manager থেকে Processes ট্যাবে যান, তারপর tsman.exe খুঁজুন, থাকলে ক্লিক করে End Process -এ লাত্থি মারেন, কাহিনী খালাস। 😀

Total Spy ফুল ভার্সন ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ

Dropbox ডাউনলোড

4Shared ডাউনলোড

ইনস্টলের নিয়ম ফাইল এর সাথে দেয়া আছে।

সফটওয়্যারটি কোন খারাপ উদ্দেশ্যে ব্যাবহার করবেন না, করলে তার জন্য আমি দায়ি থাকব না।

ছোট মানুষ তাই অনেক ভুল হতে পারে.........দয়া করে ক্ষমা করে দিয়েন...............আপনার ভালো মন্তব্য আমার পরের টিউনের উৎসাহ তাই ভালো লাগলে মন্তব্যে জানান।

আপনাকে অনেক ধন্যবাদ আমার ক্ষুদ্র লেখাটি পরার জন্য।

সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগে।

আমার ব্লগ

ফেসবুকে আমি।

Level 0

আমি সোহাগ মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 694 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 32 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম সোহাগ। টেকনোলজির প্রতি চরম আকর্ষণ থাকা সত্ত্বেও পড়েছি বিজনেস নিয়ে। একটু একটু গাইতেও পারি, মাঝে মাঝে গীটার বাজাই। এক কথায়, টেকনোলজির সাথে প্রেম করি আর গানকে বিয়ে করেছি :D । আমার ইউটিউব চ্যানেল। আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার ব্লগে। আমার গাওয়া গানগুলো শুনতে ভিসিট করুন: গানের ইউটিউব...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

খুবি কাজের জিনিস ভাই । ভালো থাকবেন

    Level 0

    @nirobtouch: আনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য, ভালো থাকবেন!

এই সফটওয়্যার কেউ ভালো কাজে ব্যবহার করবে তা আমি বিশ্বাস করি না। সাইবার ক্যাফে মালিকদের হাতে পরলে আমজনতার অবস্থা টাইট হয়ে যাবে। এই টিউন প্রত্যাহারের জোড় দাবী জানাচ্ছি।

    Level 0

    @দ্যা ডেডলক: আমি আগেই বলেছি ভাই, ভালো কাজে ব্যাবহার করার জন্য। খারাপ কাজ করতে মন চাইলে কেউ তাকে আটকাতে পারবে না। এর জন্য আমরা ভালো দিকটা তো প্রত্যাহার করতে পারি না!! আর সফটওয়্যারটা যিনি বানিয়েছেন তিনি হয়তো জানেন না যে আমরা নিজেদের ভালো চাই না…………:(

    Level 0

    @James: ধন্যবাদ কষ্ট করার জন্য……

ভালো …

সুন্দর হয়েছে আপনার টিউনটি। অভিনন্দন আপনাকে। সফটওয়ারটা Install দেওয়ার পর Open করব কিভাবে বা কোথায় গিয়ে…?? আর “হট কী” টা কী বুঝলাম না। চালু করার সময় যদি পাসওয়ার্ড চাইত তবে মনে হয় ভাল হত। এই ব্যবস্থা আছে কী…??

    Level 0

    @সাহীদুজ্জামান সাহীদ: সফটওয়ারটি Install দেওয়ার পর C:\Program Files\TSS Manager\tsman.exe তে ক্লিক করতে হবে। হট কী অনেকটা পাসওয়ার্ড এর মতই, আপনি ইচ্ছা মত একটা কী কম্বিনেশন সফটওয়্যারটি ওপেন করার জন্য ব্যাবহার করেত পারেন………যেমন Ctrl+Alt+Shift+R বা আপনার ইচ্ছা মতো ২-৩ টা কী। “Hidden Mode hotkey:” নামক বক্সটিতে ক্লিক করে আপনার ইচ্ছে মতো কী কম্বিনেশন দিতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য!!!

Level 0

eta ki email er maddhome log pathate pare?

    Level 0

    @YIFY: দুঃখিত, এইটাতে মেইলের মাধ্যমে লগ পাওয়া যায় না। 🙁

ভাই সফটওয়ারটি uninstall কিভাবে করবো?

    Level 0

    @kamrulbhuiyan: Go to your menu, then go to programs and devices, then find the program and right click it and press uninstall. Hope it helped.

    Level 0

    @ashiq: @kamrulbhuiyan: সফটওয়্যারটি Uninstall করতে হলে প্রথমে আপনাকে সফটওয়্যারটি ওপেন করে “Hide Uninstall List” টা আনচেক করতে হবে। তারপর Sunalisiri ভাইয়ের প্রসেসটা অনুসরন করুন। কাজটা সহজে করতে আপনার My Computer ওপেন করে উপরে “Uninstall or change a program” ক্লিক করে “Total Spy” তে ডাবল ক্লিক করুন…………হয়ে যাবে!!!

      Level 0

      @Sohag: দুঃখিত Sunilsiri নয়, Ashiq ভাইয়ের প্রসেস অনুসরন করুন। 😀

Level 0

ami key combination korte parsina,

    Level 0

    @sonalisiri: “Hidden Mode Hot key” বক্স স্ক্রীন শটে দেখুন Ctr+Alt+C দেওয়া আছে, ওই বক্সে ক্লিক করে আপনার কম্বিনেশান চাপুন। উদাহরণ স্বরূপ আপনি যদি Ctr+V দিতে চান, তাহলে বক্সে ক্লিক করে Ctr চেপে ধরে V তে ক্লিক করুন…………ধন্যবাদ মন্তব্যের জন্য!!!

@Sohag ভাইয়া, আপনি বললেন (আপনার ভুলে যাওয়া পাসওয়া‌‌র্ড আপনি এই সফটওয়্যারের সাহায্যে ফিরে পেতে পারেন) কিন্তু এই ভুলে যাওয়া পাসওয়া‌‌র্ডগুলো পাব কোথায়?

    Level 0

    @সাখাওাত হুসেইন: আপনি কীবোর্ডে যা টাইপ করবেন সফটওয়্যারটি তা ষ্টোর করে রাখবে, আপনি যদি সফটওয়্যারটি চালো থাকা অবস্তায় এক বার আপনার পাসওয়ার্ড টাইপ করেন তাহলে পরে ওই তারিখ সিলেক্ট করে “Recorded keystrokes” এ ক্লিক করলেই Notepad ওপেন হবে এবং ওই দিনের সব Keystrokes পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ মন্তব্যের জন্য!

অনেক ধন্যবাদ share করার জন্য।

আর একটা কথা, আমার মনে হয় “অন্যের পিসিতে এর অস্তিত্ব কিভাবে টের পাব” আর “একে কিভাবে temporary disable করা যায়” -এর কোনো উপায় যদি থাকে তাও post এ share করলে ভাল হত(সাধারণ মানষের privacy রক্ষার স্বার্থে)।

    Level 0

    @Rubayet sadman: আপনার সন্দেহ হলে “Task Manager” ওপেন করে “Process” tab এ গিয়ে “tsman.exe” তে ক্লিক করে “End Process” এ ক্লিক করলেই Exit হয়ে যাবে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

@Sohag,অনেক ধন্যবাদ ভাই

sohag bro @সফটওয়্যারটি Uninstall করতে হলে প্রথমে আপনাকে সফটওয়্যারটি ওপেন করে “Hide Uninstall List” টা আনচেক করতে হবে। তারপর Sunalisiri ভাইয়ের প্রসেসটা অনুসরন করুন। কাজটা সহজে করতে আপনার My Computer ওপেন করে উপরে “Uninstall or change a program” ক্লিক করে “Total Spy” তে ডাবল ক্লিক করুন…………হয়ে যাবে!!!< ai system aply korlam bt programs nd features e to pai na…vai help me…

    Level 0

    @ANTAHEEN VALOBASA: ভাই আরেকটু ভালো করে খেয়াল করে চেষ্টা করে দেখুন। “Hide at Uninstall Lis” থেকে ঠিক চিন্হ উঠিয়ে তারপর Programs and Features -এ গিয়ে Total__Spy খুঁজেন। আমার এখানে এভাবেই হচ্ছে। কষ্ট করে আরেকবার চেষ্টা করে দেখুন। ধন্যবাদ!!

Sohag vai ami fb te ad disi acpt koro… Id dustu biral …

Level 0

ভালো লিখেছেন, সাইবার ক্যফেতে অসদুপায় ধরতে বেশ কাজ দিবে………

    Level 0

    @Rabbi_EEE: ধন্যবাদ ভাই আপনাকে।

মজার সফটওয়্যার।কাজে লাগার সম্ভাবনা কম,কিন্তু অফিস এনভায়রণ্মেন্টে কাজে লাগতে পারে।ব্রাউজার থেকে কি এটা পাস ক্যাপচার করতে পারবে?যদি অন স্ক্রীণ ব্যাংকিং কীবোর্ড ব্যবহার করা হয় তাহলে সেটার পাসও কি ক্যাপচার হয়ে যাবে?

    Level 0

    @Ochena Balok: হ্যাঁ, এটা অন স্ক্রীন কীবোর্ড স্ট্রোক ও ক্যাপচার করতে পারে। ধন্যবাদ।

Level 0

ডেঞ্জার জিনিস! মজা লাগতেসে সাথে ভয়ও! অনেক ধন্যবাদ!!

    Level 0

    @nazzztech: ভয়ের কোন কারন নাই, ভাল পথে ব্যাবহার করুন তাহলেই ওকে।

Level 0

ভাই। অনলাইন Registration Key চাচ্ছে।

>>কি করব।??

    Level 0

    @sajzad: Crack করার পরও হইলে ভার্সন বদলাতে হবে।

Level 0

vai crack kora version ta ki dewa jae,please??
[email protected]

    Level 0

    @shabbir: Bro, eta crack kora but ekhon block hoye geche….google koren latest ta peye jaben. Sorry!

SRVR create kore dite parle valo hoto. r apna apni bashai boshe dekhe moja luta jaito 😀

ধন্যবাদ জানানোর জন্য লগিন করলাম। বুঝতেই পারছেন… কেমন দরকার ছিলো…. একরাশ থ্যাংক্স আপনার জন্য 😀 😀 😀