সবাইকে সালাম এবং সবার প্রতি ভক্তি রেখে আজকের Tune শুরু করছি।
Internet Download Manager ব্যবহার করেন না এমন মানুষ খুজে পাওয়া দুস্কর।
আমাদের একটা Common সমস্যা হল যখন আমাদের Computer এর System Crash কিংবা অন্য যেকোনো কারনেই হোক যখন আমরা Windows setup দেই তখন দেখা যায় আমাদের সব incomplete File গুলা আর ফিরে পাই না So সব কিছু প্রথম থেকে শুরু করতে হয়।
আর এটা যে কত বিরক্তিকর যে করে সে বুঝে।
যাই হোক সেই সমস্যার সমাধান হিসেবে আজ আমি আপনাদের একটা Software Share করছি।
এর নাম হল IDM Backup Manager। এর মাধ্যমে আপনি আপনার সব incomplete File গুলার Backup নিয়ে রাখতে পারবেন।
আবার Windows setup শেষে সব কিছু Restore করতে পারবেন এবং যেখান থেকে Download Pause হয়েছিল সেখান থেকে শুরু হবে।
Software টার Download Link:-->http://www.mediafire.com/?fpv44mm187ye4cp
" আর সবাই আমার জন্য দয়া করবেন আমি অনেক অসুস্থ গত রবিবার আমার বাম পায়ে অস্ত্রপ্রচার হয়েছে।অনেক অসুস্থতার মাঝে Tune টা করেছি তাই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন "
সবাই ভাল থাকবেন। আল্লাহ্ হাফেয।
আমি Alamin Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানতে চাই -আর- জা জানি তা জানাতে চাই
আপনার কাছে জানতে চাই, এই সফট টা কি IDM এর সব incomplete ফাইল গুলা automatically Backup রাখবে? নাকি আমাকে করতে হবে ?
যদি আমকে করতে হয় তাহলে ঝামেলার। কারণ হটাত কখন উইন্ডোজ চলে যায় বলা যায় না।