আপডেট - ৩ ডিসেম্বর ২০০৮ : এই অফারটির সময় বাড়ানো হয়েছে।
আপডেট - ২০ ডিসম্বর ২০০৮ : সাইট পয়েন্টের এর অফারটি শেষ হয়ে গিয়েছে। যারা অফারটি মিস করে ফেলেছেন তারা নিচের লিংক থেকে ডাউনলোড কর নিন।
ওয়েব ডিজাইনে এখন ক্রিয়েটিভিটির ছড়াছড়ি। সেই নন স্ট্রাকচার্ড, আর এলোমেলো লেআউট একদিকে যেমন বিদায় নিয়েছে তেমনি বেড়েছে শৈল্পিক, নান্দনিক আর নতুন ইউজার এক্সপিরিয়েন্সের ছোঁয়া। যার অনেক ছিটেফোটা টেকটিউনসেও পড়েছে। ওয়েব ডিজাইনারদের মেধা চিন্তা আর শৈল্পিক রূপ ওয়েবে প্রকাশ করার সবচেয়ে অপটিমাইজড ( ফ্ল্যাশ, জাভাস্ক্রিপ্ট ইত্যাদি ও আছে ) প্রযুক্তিটির নাম হল CSS. টেবিলবেইজড লেআউট এর সবচেয়ে বড় Backward হচ্ছে tr td কোড জঞ্জাল বাড়িয়ে দেওয়া এবং সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি না হওয়া। অর্থাৎ ওয়েব ডিজাইনারদের জন্য সিএসএস এখন আর কোন অপশন নয় ( টেবিল বেইজইড লেআউটের বদলে ) বরং একজন ভাল আর তুখড় ওয়েব ডিজাইনার হবার জন্য একমাত্র প্রযুক্তি।
আপনাদের নিশ্চই মনে আছে যে গত জুন মাসে আমি আপনাদের Site Point এর প্রায় ২১০৬ টাকা মূল্যের ফটোশপের উপরে দারুন ও অসাধারণ একটি বই The Photoshop Anthology এর একদম ফ্রি ডাউনলোডের খবর দিয়েছিলাম। এই টিউনটি তুমুল জনপ্রিয় হয়েছিল যা এখন পর্যন্ত প্রায় ১৬০০ বারের উপরে পড়া হয়েছে এবং বইটি প্রায় ৫০০ জনের বেশি ডাউনলোড করেছে।
সাইট পয়েন্টের বইয়ের মান সর্বজন স্বীকৃত। ওদের বইয়ের মূল বৈশিষ্ট্যই হচ্ছে নতুন পাঠকদের একদম সহজ করে বুঝিয়ে দেওয়া আর ঝানুদের আরও প্রোডাক্টিভ হতে সাহায্য করা। আর তাই ওয়েব প্রফেশনাল, ডিজাইনার আর ডেভেলপারদের কাছে সাইট পয়েন্টের বইয়ের আলাদা একটা ক্রেজ রয়েছে। তাদের কথা চিন্তা করেই সাইটপয়েন্ট এবার দিচ্ছে আরও একটি বই একদম ফ্রি। এই বইটির নাম The Art & Science of CSS যার মূল্য প্রায় ২৮০৯ টাকা। আর বইটি স্পন্সর করেছে হোস্ট গেটর।
পুরো ২০৮ পৃষ্ঠার এই বইটি আপনাকে শিখাবে ওয়েব ডিজাইনিং স্ক্রিনিং টেকনোলজি CSS এর N2P (Novice to Professional) কলাকৌশল। তাই এডভান্স আর ইন্টারমিডিয়েট CSS ডিজাইনারা যেমনি পারবেন নিজেদেরকে একটু ঝালিয়ে নিতে তেমনি যারা ভাবছেন CSS বেইজড ওয়েব ডিজাইনিং শিখেই ফেলবেন তাদের জন্য এটা হতে পারে চমৎকার একটা শুরু।
সাইট পয়েন্টের এই ফ্রি বইটি ডাউনলোড করার সময় আছে আর মাত্র ১ দিন ২১ ঘন্টা ৮ দিন ৭ ঘন্টা ( সময় বাড়ানো হয়েছে )। অর্থাৎ অফারটি ২ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে ৯ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হয়ে যাবে। আপনি এই টিউনটি পড়াকালীন হয়ত সময় পাবেন আরও অল্প। যদিও এই অফারটা প্রায় ২ সপ্তাহ ব্যাপি ছিল। কিন্তু আমি জানতে আর আপনাদের জানাতে অনেক দেরি করে ফেলেছি। বইটি দুটি উপায়ে ডাউনলোড করতে পারবেন।
এই টিউনটি জানান আপনার বন্ধু ও আত্মীয়দের। পোস্ট করুন ব্লগে অথবা পছন্দের ফোরামে যেন অফারটি থেকে কেউই বঞ্চিত না হয়। তবে অবশ্যই এই টিউনটি কপি করে বা নিজের মত সম্পাদনা করে এবং সরাসরি সাইটপয়েন্টের লিংক দিয়ে ব্লগে বা ফোরামে লিখবেন না। বরং এই টিউনের লিংকটি https://www.techtunes.io/download/tune-id/2109/ রেফার করে দিন। একজন ব্লগারকে সবসময়ই তার প্রাপ্য Credit দিন।
আপনি এখনও বসে আছেন? দেরি করলেই কিন্তু হাতছাড়া হয়ে যাবে। তাই তাড়াতাড়ি করুন!
আমি মেহেদী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মেহেদি ভাই আমি যেদিন আপনার টিউনটি পরেছিলাম সেদিন ফ্রী বই পাওয়ার সময় শেষ । এখন কিছু কি করা যায়? আপনাকে ধন্যবাদ এতো ভালো টিউন করার জন্য। আমার মেইল টি দিয়ে দিলাম : [email protected]
আপনি হয়ত আমার আগের টিউনটির কথা বলছেন যেটা ফটোশপের উপর ছিল। এটি নতুন অফার। এই বইটি সিএসএস এর উপর। আর আগের ফটোশপের বইটির ডাউনলোডের লিংক কমেন্টের একদম শেষের দিকে দেওয়া আছে।
মেহেদি ভাই আমি টিউনটি পরেছিলাম ফ্রী বই পাওয়ার সময় শেষে । ফটোসপের বই টি আমার বিশেষ প্রয়োজন তানভীর আলম ভাই এর মতো বলব এখন কিছু কি করা যায়?
আমার মেইল টি দিয়ে দিলাম : [email protected] বতর্মান বইটি আমি ডাউনলোড করিছ ।আপনাকে ধন্যবাদ ।
মেহেদি ভাই আমি যেদিন আপনার টিউনটি পরেছিলাম সেদিন ফ্রী বই পাওয়ার সময় শেষ । এখন কিছু কি করা যায়? আপনাকে ধন্যবাদ এতো ভালো টিউন করার জন্য। আমার মেইল টি দিয়ে দিলাম :[email protected]
ধন্যবাদ। আমি বইটি নামিয়ে নিয়েছি।