পিসির জন্য প্রয়োজনীয় ফুলভার্শন সফটওয়্যার।নিয়ে নিন আপনারটি (মিডিয়াফায়ার লিংক) পার্ট ১

গত পর্বে আমি আপনাদের টিউনআপ ইউটিলিটিজ ২০১৩ সফটওয়্যারটির ফুলভার্শন দিয়েছিলাম। আজকে আমি আপনাদের জন্য প্রয়োজনীয় কিছু সফটওয়্যার নিয়ে হাজির হলাম। আপনাদের সুবিধার্থে সবগুলো সফটওয়্যারই মিডিয়াফায়ারে আপলোড দিয়েছি।

ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার । এর সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। আমাদের IDMছাড়া একদিনও চলে না। কাজেই তাড়াতাড়ি IDM এর letest ভার্শন ডাউনলোড করে নিন। 😀

IDM download:

Serial/patch download:click here

SUPER RAM একটি ফ্রিয়ওয়্যার সফটওয়্যার। আপনার পিসির র‌্যাম কে ক্লিন এবং অপটিমাইজ করতে এর বিকল্প নেই। আমাদের যাদের পিসিতে র‌্যাম কম তাদের জন্য এই সফটওয়্যারটা খুবই কাজে আসবে।

এর বৈশিষ্ট্য: -

  1. SuperRam কম্পিউটার মেমরি সেরা অনুকূল যা সহজ এ ব্যবহার করা যায়।

  2. যুক্তিসঙ্গত মান সিস্টেম স্থিতিশীলতা বজায় রাখে এবং ব্যাকগ্রাউন্ডের কাজ করে.

  3. কম্পিউটার মেমরি উপলব্ধ সিস্টেম প্রদর্শিত মধ্যে ভিসুয়াল উপস্থাপনা করে।

  4. সহজ এবং স্বজ্ঞাত ইউজার ইন্টারফেস, যা বাস্তব সময়ের মেমরি অপ্টিমাইজেশান সঞ্চালিত করে।

    ModemBooster 7.00। আমাদের দেশের নেটের অবস্থা যা তাতে চালিয়ে শান্তি পাওয়া যায় না। এই সফটওয়্যারটার মাধ্যমে আপনি আপনার মডেমের স্পিড ৩০০% পর্যন্ত বাড়াতে পারবেন। কাজেই তাড়াতাড়ি ডাউনলোড করে নিন! :mrgreen:


    Reconnect! যাদের নেট বার বার ডিসকানেক্ট হয়ে যায় তাদের জন্য এই সফটওয়্যারটি িখুবই প্রয়োজন। এটি আপনার ইন্টারনেট কানেকশন ডিসকানেক্ট হলে সঙ্গে সঙ্গে আবার কানেক্ট করে দেবে।যাদের প্রয়োজন এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন।

    উইন্ডোজ এক্সপির ড্রাইভগুলোকে ভিসতার মতো করতে এখানে ক্লিক করে ছোট্ট সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এর সাহায্যে আপনি আপনার ড্রাইভের কতটুকু জায়গা রয়েছে তা জানতে পারবেন এবং আপনার ড্রাইভগুলোকে একটু দেখতে আকর্ষনীয় করবে।

    আজকের মতো এখানেই বিদায়! সামনে পরীক্ষা তাই আমার জন্য দোয়া করবেন।

    আর ভাল লাগলে/উপকৃত হলে কমেন্ট করতে ভুলবেন না। 😥

Level 0

আমি সংগ্রামী ছাত্র। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সংগ্রামী ছাত্র


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ModemBooster 7.00 এতে কি বেশী mb কাটবে না।

­

জি না ভাই এতে বেশি MB কাটবে না। কমেন্ট করার জন্য ধন্যবাদ।

এই সিরিয়ালগুলো স্থিতিস্থাপকতার সবচেয়ে বড় উদাহরণ। এগুলো দেখে পরকিয়া, কুটনামি আর গীবত ছাড়া আর কিছু শেখার আছে কিনা আমার জানা নেই। ওহ দুঃখিত! যাদের আহাম্মক হওয়ার সাধ আছে তারাও এগুলো দেখে বিশেষভাবে উপকৃত হবেন।

শুনলাম, কোন কোন মহিলা নাকি কুসুমের (কোন এক সিরিয়ালের চরিত্র) সংসার যাতে না ভাঙে এজন্য নফল রোজাও রাখেন। চিন্তা করেন কি অবস্থা! একটু বোকা টাইপের লোকদের সম্পর্কে আমরা বলি মাথায় গোবর ভর্তি। আমার তো মনে হয় এসব সিরিয়াল যারা দেখে তাদের মাথায় গোবরও নাই। পুরোটাই ফাঁকা!

Reconnect সফটওয়্যারটি আমার এন্টিভাইরাস ভাইরাস হিসেবে সনাক্ত করে মুছে দিয়েছে।

আব্দুল মুনতাকীম ভাই! এটা ১০০% ভাইরাস মুক্ত। আপনি কি এন্টিভাইরাস ইউজ করেন?

vai amake drivernavigator er latest version er license key ta deta parben plz.
email: [email protected]

নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন
http://199.91.154.54/795ac7on9fug/z8yo7jp98y8e45j/ReConnect.exe
দয়া করে লিংকটি কপি করে আপনার ব্রাউজারে পেস্ট করুন।

IDM এর Serial/patch টা তো নাই এখন সিরিয়াল পাবকই…

CHANCHAL ROY ভাই আপনি একটু ভাল করে লক্ষ করলে দেখবেন ডাউনলোড বাটনটার ঠিক নিচে একটি লেখা আছে
SERIAL/PATCH DOWNLOAD: CLICK HERE লেখা আছে। এখানে CLICK HERE এ ক্লিক করলে প্যাচ ডাউনলোড হবে।

একটিভ করার জন্য প্রথমে আইডিএম নোটিফিকেশন এরিয়া থেকে exit করুন। তারপর KEYGEN ফাইলটা এডমিনিস্টর দিয়ে রান করুন। তারপর অটো রেজি: ক্লিক করে প্যাচ বাটনে ক্লিক করুন।

ভাই ওখানে তো fill notfound দেখায়

Level 0

modem booster 8 pre-activated.
password-full-version.allursolve.com
https://copy.com/pJwE2w08xYN1/FileID-24413.1-MB8-PA%20by%20full-version.allursolve.com.rar?download=1

ashiq ভাইকে অনক ধন্যবাদ!! আমার কাছে মডেম বুস্টার ৮ ছিল কিন্তু এটা একটিভেট ছিলনা।