গত পর্বে আমি আপনাদের টিউনআপ ইউটিলিটিজ ২০১৩ সফটওয়্যারটির ফুলভার্শন দিয়েছিলাম। আজকে আমি আপনাদের জন্য প্রয়োজনীয় কিছু সফটওয়্যার নিয়ে হাজির হলাম। আপনাদের সুবিধার্থে সবগুলো সফটওয়্যারই মিডিয়াফায়ারে আপলোড দিয়েছি।
ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার । এর সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। আমাদের IDMছাড়া একদিনও চলে না। কাজেই তাড়াতাড়ি IDM এর letest ভার্শন ডাউনলোড করে নিন। 😀
IDM download:
Serial/patch download:click here
SUPER RAM একটি ফ্রিয়ওয়্যার সফটওয়্যার। আপনার পিসির র্যাম কে ক্লিন এবং অপটিমাইজ করতে এর বিকল্প নেই। আমাদের যাদের পিসিতে র্যাম কম তাদের জন্য এই সফটওয়্যারটা খুবই কাজে আসবে।
এর বৈশিষ্ট্য: -
SuperRam কম্পিউটার মেমরি সেরা অনুকূল যা সহজ এ ব্যবহার করা যায়।
যুক্তিসঙ্গত মান সিস্টেম স্থিতিশীলতা বজায় রাখে এবং ব্যাকগ্রাউন্ডের কাজ করে.
কম্পিউটার মেমরি উপলব্ধ সিস্টেম প্রদর্শিত মধ্যে ভিসুয়াল উপস্থাপনা করে।
সহজ এবং স্বজ্ঞাত ইউজার ইন্টারফেস, যা বাস্তব সময়ের মেমরি অপ্টিমাইজেশান সঞ্চালিত করে।
ModemBooster 7.00। আমাদের দেশের নেটের অবস্থা যা তাতে চালিয়ে শান্তি পাওয়া যায় না। এই সফটওয়্যারটার মাধ্যমে আপনি আপনার মডেমের স্পিড ৩০০% পর্যন্ত বাড়াতে পারবেন। কাজেই তাড়াতাড়ি ডাউনলোড করে নিন!
Reconnect! যাদের নেট বার বার ডিসকানেক্ট হয়ে যায় তাদের জন্য এই সফটওয়্যারটি িখুবই প্রয়োজন। এটি আপনার ইন্টারনেট কানেকশন ডিসকানেক্ট হলে সঙ্গে সঙ্গে আবার কানেক্ট করে দেবে।যাদের প্রয়োজন এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন।
উইন্ডোজ এক্সপির ড্রাইভগুলোকে ভিসতার মতো করতে এখানে ক্লিক করে ছোট্ট সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এর সাহায্যে আপনি আপনার ড্রাইভের কতটুকু জায়গা রয়েছে তা জানতে পারবেন এবং আপনার ড্রাইভগুলোকে একটু দেখতে আকর্ষনীয় করবে।
আজকের মতো এখানেই বিদায়! সামনে পরীক্ষা তাই আমার জন্য দোয়া করবেন।
আর ভাল লাগলে/উপকৃত হলে কমেন্ট করতে ভুলবেন না। 😥
ModemBooster 7.00 এতে কি বেশী mb কাটবে না।