নিয়ে নিন ফায়ারফক্স সর্বশেষ ভার্সন (Firefox 22.0 Beta 1)

বেশী কিছু লিখবোনা। অনেকেই হয়তো ফায়ারফক্স ব্যবহার করেন।বিশ্বের দ্রুততম ব্রউজারের মধ্যে ফায়ারফক্স অন্যতম। ফায়ারফক্স এর অনেকগুলো ভার্শন আছে, প্রতিনিয়ত এটা আপডেট হতে থাকে। মাত্র কয়দিন আগে  Firefox--EN-21.0b1 এইটা লেটেস্ট ভার্সন ছিল। প্রতিবার ই কিছু নতুন ফিচার যোগকরা হয়।

এখন সর্বশেষ ভার্সন হলো Firefox 22.0 Beta। আর কথা বাড়াবোনা। যাদের সর্বশেষ ভার্সনটি প্রয়োজন তারা এইখান থেকে ডাউনলোড করে নিন।

পারলে আমার ব্লগ এ ঘুরে আসতে পারেন...... মজা পাইবেন।

ব্লগ এ যেতে এইখানে ক্লিক করুন।

Level 0

আমি এস কে মিরাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 482 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি এস কে মিরাজ। আমি একজন ছাত্র এবং পাশাপাশি একজন ফ্রীল্যান্সার । আমি ভিডিও এডিটিং , ভি এফ এক্স , গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি কাজ করে থাকি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস