বিল্ডিং নির্মাণ বিধিমালা 2008। ঢাকা শহরে যত বাড়ি হয় বা হবে তা এই বিধিমালা অনুসারেই করতে হয়। কত টুকু জমি ব্যবহার করা যাবে। মোট আয়তনের ব্যবহার উপযোগি করে বানানো যাবে। তা এই বিধিমালাতে দেয়া আছে।
বিশেষ করে অনেক সময় প্রায়ই চিন্তায় পড়ে যান যে তার জমির উপরে মোট কত ক্ষেত্রফল বিল্ডিং বানানো যাবে।
Excel এ করা এই ফাইল দিয়ে সহজেই আপনি আপনার জমির থেকে প্রয়োজনীয় তথ্য পেতে পারেন।
যেমন
1. FAR বা ফ্লোর এরিয়া অনুপাত কত
2. MGC বা সর্বোচ্চ ভুমি আচ্ছাদন কত
3. Setback বা চতুর্দিকে কতটুকু ছাড়তে হবে
4. প্রতি তলাতে কতটুকু ব্যবহার করলে কতগুলি তলা করা যাবে
5. কত তলা করবেন তা দিলে প্রতি তলাতে সর্বোচ্চ কতটুকু এরিয়া পাওয়া যাবে
এই সকল তথ্য জানতে আপনাদের আর বই পড়ে, কষ্ট করে দেখতে হবেনা। এই কাজটি স্বয়ংক্রিয়ভাবেই হয়ে যাবে এই ফাইল দিয়ে।
ফাইলটি পাওয়া যাবে এই লিংক এ http://goo.gl/ySTGK
আমি arctushar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালই লাগলো ভাই, বাট কাজ করে না, একটু চেক করে দেখুন, না হয় ছবি দিয়ে দেখিয়ে দিন।