অপারেটিং সিস্টেম পাল্টিয়েও আপনার অসমাপ্ত ডাউনলোড রিজিউম করুন!!!

হ্যাঁ...বন্ধুরা,আমরা অনেকেই অনেক বড় ফাইল ডাউনলোড দেই। কিন্তু অনেক সময় দেখা যায় যে ডাউনলোড অসমাপ্ত থাকা অবস্থায়েই আমাদের নতুন করে অপারেটিং সিস্টেম সেট আপ দেবার প্রয়োজন পরে। কিন্তু দিতে পারি না ওই অসমাপ্ত ফাইলটি আর রিজিউম করতে পারা যাবে না...মেগাবাইটগুলো জলে যাবে সেই ভয়ে। ভয় নেই...এখন সহজেই অপারেটিং সিস্টেম পাল্টে ফেলেও ফাইল রিজিউম করতে হবে। আর এজন্য যা করতে হবে তা হল কোন বড় ফাইল ডাউনলোড দিলে তা টরেন্ট দিয়ে ডাউনলোড দেবেন।

টরেন্ট দিয়ে ডাউনলোড দেবার জন্য সবসময় U Torrent ক্লায়েন্টটি ব্যবহার করুন। কারণ এই সুবিধাটি শুধু এটার মাধ্যমেই পাওয়া যায়। কোন কিছু এটা দিয়ে ডাউনলোড দিলে লক্ষ্য করে থাকবেন যে যেই স্থানে বা ফোল্ডার এ ওটা ডাউনলোড হচ্ছে সেখানে আগেই ওই ফাইলটি তৈরি হয়ে যায় ডাউনলোড হবার আগেই। তবে সেটা সম্পূর্ণ ডাউনলোড না হওয়া পর্যন্ত ব্যবহার করা যায় না। ওএস সেট আপ দেবার আগে আপনার সেই ফাইলএর জন্য নামানো .torrent ফাইল এবং ওই অসম্পূর্ণ ভাবে তৈরি হওয়া ফাইলটি একটা সেফ স্থানে সরিয়ে রাখুন যাতে ওএস দেবার সময় তা ডিলেট না হয়ে যায়। অর্থাৎ C ড্রাইভ হতে ফাইল গুলো সরিয়ে রাখুন। এবার ওএস সেটআপ দিন। আবার আপনার U Torrent ক্লায়েন্ট টি install করুন। এবার সরিয়ে রাখা .torrent ফাইল এবং অপর ফাইলটি ঠিক যে ফোল্ডার ও ড্রাইভ এ ছিল সেখানে রাখুন। .torrent ফাইলটি U Torrent দিয়ে খুলুন। এবার ফাইলটির উপর Right Click করে Force Recheck এ ক্লিক করুন। এখন আপনি আবার ফাইলটি ঠিক যে পর্যন্ত ডাউনলোড করেছিলেন তার পর হতে ডাউনলোড দিতে পারবেন। অর্থাৎ Resume করতে পারবেন।
ধন্যবাদ সকলকে... কম্পিউটার বিষয়ক সকল ট্রিক্স এর জন্য আমার ফেসবুক পেজ http://www.facebook.com/mbtricks লাইক দিন।

Level 0

আমি Yafi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

khub valo

Level 0

টিউন টা IDM এর জন্য হলে খুশি হতাম

Level 0

ধন্যবাদ