গান শোনা যাবে এখন ভিন্ন মাত্রায় না পড়লে সব Miss করবেন

টিউন বিভাগ নির্বাচিত
প্রকাশিত
জোসস করেছেন

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আমার পরীক্ষা থাকায় এত দিন টিউন করতে পারি নাই। এখন থেকে ইনশাআল্লাহ আবার নিয়মিত টিউন করবো।

আজকে আমি আপনাদের একটা প্লাগইনের কথা জানাবো। যা সত্যি জটিল একটা জিনিষ। এই প্লাগ-ইন দিয়ে গান শুনে বা ছবির শব্দ শুনে এক কথায় ফিদা হয়ে যাবেন। আপনি যদি একবার এই প্লাগ-ইন দিয়ে গান শুনেন তারপর আর এই প্লাগ-ইন ছাড়া গান শুনে মজা পাবেন না।

এই প্লাগ-ইন আপনার সাউন্ডে কিছু ইফেক্ট দিবে যা সত্যি চমৎকার। শুধু ইফেক্টই না আপনার সাউন্ড কোয়ালিটি বাড়ানোর সাথে সাথে সাউন্ডের ভলিউমও বাড়াবে। আপনি এটি স্পিকার ছাড়াও হেডফোনেও ব্যবহার করতে পারবেন।

এসব সহ আরো যেসব সুবিধা পাবেন তা হলোঃ

  • - Advanced audio enhancement effects DSP
  • - Speakers and Headphones Optimization
  • - Finely tuned, Customizable Music Presets
  • - Spectrum analyzer dynamic sound
  • - Powerful audio processing modes
  • - Design, shapely Skins
  • - Space Saving Mini-mode Interface Presets
  • - Backup and Restore
  • - Preset Song Associations
  • - 5.1/7.1 Surround Sound Support
  • - 64-bit Windows Support
  • - 3D Surround Sound - Immerse yourself inside the music
  • - Ambient Stereo - renew lost stereo depth High Fidelity Restoration
  • - Dynamic Gain Boosting - pump up the volume
  • - Headphones Optimization - hear more pleasant, natural sounds with headphones
  • - Customizable Music Presets - Select finely-tuned settings for many styles of music
  • - Rise HyperBass - produce deep, rich bass sounds
  • - High Fidelity Restoration - eliminate that "muffled" sound
  • - Spectrum Analyzer - "See" DFX enhance your sound
  • - Music and Speech Modes - Get optimized sound for any audio
  • - Customizable Skins - Choose from hundreds of skins

এখানে সব বলা আছে তারপরও বলছি এই প্লাগ-ইন দিয়ে 3D Sound ইফেক্ট দিতে পারবেন। হেডফোন দিয়ে গান শুনে মজা এবং আরাম দুইটাই পাবেন। বিভিন্ন কালারের স্কিন পাবেন।

এই প্লাগ-ইন যে সব প্লেয়ারে সাপোর্ট করে তা হলোঃ

  • * Windows Media Player (32-bit)
  • * Windows Media Player (64-bit)
  • * Winamp
  • * RealPlayer
  • * J. River Media Center
  • * Musicmatch Jukebox
  • * iTunes New!

প্রত্যেক প্লেয়ারের জন্য আলাদা আলাদাভাবে প্লাগ-ইন দেয়া আছে। আপনার যেটা দরকার সেটা ইন্সটল করে নিবেন। আমি Windows Media Player & Winamp এ ব্যবহার করে দেখেছি। আর বাকি গুলার কথা বলতে পারছি না।

আরো বিস্তারিত জানুন এখানে।

যে সব অপারেটিং সিস্টেমে সাপোর্ট করেঃ

Windows NT/2000/XP/Vista/ Win7 (32/64-bit) and Windows 8

এটির কার্যকারিতা বুঝতে চাইলে একবার এই প্লাগ-ইন দিয়ে গান শুনে দেখুন আর আরেকবার প্লাগ-ইনটি off করে শুনে দেখুন। তাহলেই পার্থক্য বুঝতে পারবেন। 😛

ডাউনলোড লিঙ্কঃ

DFX.Audio.Enhancer.v11.200

Full version করবেন যেভাবেঃ

  • প্রথমে ফাইলটি আনজিপ করে নিন।
  • এখন প্লাগ-ইনটি install করে নিন।
  • তারপর প্লাগ-ইনটি ক্লোজ করে দিন।
  • এরপর keygen নামের ফাইলটি ওপেন করুন।
  • এখানে আপনার প্লেয়ারটি select করে Generate বাটনে ক্লিক করুন।
  • এছাড়াও আরো অনেকভাবেই ফুল ভার্সন করার ফাইল দেয়া রয়েছে।
  • ব্যস হয়ে গেল Full version। আর হ্যা এটি মাত্র 7MB।

তাহলে আর দেরি কেন? এখনই মজা লুটুন 😉 আশা করি সবার কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।

বাংলা ভিডিও টিউটোরিয়াল দেখতে ভিজিট করুন প্রযুক্তিটিম ওয়েবসাইট।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জটিল জিনিস, থ্যান্ক ইউর সাথে ধন্যবাদ দিলাম।

    আপনাকেও ধন্যবাদ। তবে ধোকা দিলেন না তো? 😉 😛

আসলেই না পড়লে মিস করতাম।ধন্যবাদ।

পড়লাম এবং মিস করার হাত থেকে বেচে গেলাম।ডাউনলোডের পরে আরেকটা কমেন্টস দেবো।

    ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

খুব ভালো সফটওয়্যার একেবারে 5 Star.আরও ভালো ভালো টিউন চাই।আপনাদের সবার অংশগ্রহনে টেকটিউনস হয়ে উঠবে প্রাণবন্ত।

    হা হা….
    মামুন ভাইকে আবার ধন্যবাদ।

    আপনার সফটওয়্যার তাদের কাছে ভালো লাগলে তারা অবশ্যই আপনাকে অবশ্যই ভালো বলবে।আমার সাথে তারা সুর মিলানোর কোন কারন দেখছিনা।
    প্রত্যেকেরই নিজস্ব পাসোর্নালিটিজ আছে।

    ধন্যবাদ মামুন ভাই। আমি আসলে সিরিয়াস কিছু বলি নাই শুধু মজা করে বলছি।

    সিরিয়াস লি না বললেও।
    বলাটা উচিত হয়নি।
    আরো ভালো ভালো টিউন আশা করি।

    ঠিক করে দিলাম।
    ধন্যবাদ সাম্য ভাই।

আগেই ছিলো… তবুও শেয়ার করার জন্য ধন্যবাদ।

    আগে ছিল যখন টিউন করলেন না কেন?
    মন্তব্যের জন্য ধন্যবাদ।

    আপনি দিবেন তাই:)

Level 0

আমার কাছেও ছিল , DFX 6 পর্যন্ত ভাল ইউজ করেছি । 8 অনেক জামেলা করছে তাই বন্ধ করে দিছি , আপনার 9 টা অনেক ভাল লাগল । ” ধন্যবাদ “

    এইটা আশা করি ঝামেলা করবে না।
    ধন্যবাদ।

    Level 0

    ভাই কি যে বলেন ঝামেলা !!!!!! আপনার জিনিস তাও আবার চেক করা ।

    হা হা
    মজা পাইলাম 😛

কি জিনিস দিলা রে ভাই….এক্কেবারে ঝাক্কাস…. A+ দিলাম…

সবাই এত জোশ বলছে যখন তখন ডাউনলোড দিলাম। দেখি। খারাপ হইলে কিন্তু মাইর পাওনা থাকলো তোমার।

    হা হা
    শেষ পর্যন্ত ডাউনলোড করতেছেন। 😉
    তা ব্যবহার করে জানাবেন মাইর প্রাপ্য কিনা।
    ধন্যবাদ।

কি জিনিস দিলেন রে ভাই একদম ফাটাফাটি।

Level 2

moja moja….

আসলে জটিল জিনিস। 🙂

Level 0

tomar jonnoo mair na

dimond A++ paba………………….

thnx…………

Level 0

ভাই আপনেরা A+ B+ না দিয়া Hasan Jubair (Al-fatah) ভাইএর মোবাইলে টাকা পাঠানো শুরু করেন ।

    হা হা
    না ভাই টাকা লাগবে না। আপনাদের ভাল লাগাই আমার কাম্য।
    ধন্যবাদ।

    Level 0

    এক্কেবারে হাচা কতা কইচেন।

ভাল জিনিস বেবহার করে মজা পাচ্ছি,ধন্নবাদ

বস বস বস জটিল জটিল জটিল

    আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। 😛 😛 😛

মডারেটোরদের কে ধন্যবাদ আমার টিউনটি সুন্দর করে সাজিয়ে দেয়ার জন্য।

Level 0

এক কথায় জটিল

বাপরে জনগনের রায় হল জটিল জিনিষ। ব্যাবহারতো করতেই হয়!

    আপনার রায় টাও চাই কিন্তু।
    ব্যবহার করে জানাবেন।
    ধন্যবাদ।

ধন্যবাদ হাসান যোবায়ের ভাই,
কাজের একটি জিনিষ।
আপনার আরও এমন টিউন চাই।

you are rock..

হাসান যোবায়ের ভাই আপনের টিউন গুলা বরাবরের মত কঠিন ও জটিল হয় 😛
টিউন টা পড়লাম। আসলেই না পড়লে মিস করতাম 😛

ডাউনলোড করে ইন্সটল করলাম…. আপনারে ১০ / ১০ দেওয়া যায়…. 🙂
ধন্যবাদ সুন্দন টিউনের জন্য 🙂 😆

    নাবিল ভাই নাকি ? চেনা যাচ্ছে না। 😉
    ধন্যবাদ।

Level New

nice

একদম ফাটাফাটি। 😛

সত্যই দারুন। আপনি টিউন করে ফাটিয়ে দিলেন আর আমি এখন গান শুনে ফাটিয়ে দিব।
ধন্যবাদ।

    ভাই বেশী আবার ফাটাইয়েন না।
    ধন্যবাদ।

যাদের রেপিডশেয়ার সমস্যা তাদের জন্য টররেন্ট লিঙ্ক
http://dl.btjunkie.org/torrent/DFX-Audio-Enhancer-9-211-by-HartFM/3130e66449ad47a167d929f0424a784a58297e38b30e/download.torrent

    ভাই আমিতো রেপিডশেয়ারের লিঙ্ক দেই নাই।
    তারপরও আপনাকে ধন্যবাদ।

    বিদ্যুতের এখন যে ভালো(!!) অবস্থা….টরেন্ট ছাড়া ডাউনলোড করার কথা ভাবতেই পারি না….ধন্যবাদ রুপম….
    আর হাসান ভাই….কি বলব আপনাকে!!!! অসংখ্য ধন্যবাদ !!! 🙂

কোন বিশেষনে বিশেষায়িত করবো না শুধু বলবো ভাল টিউন। ধন্যবাদ।

Level 0

Hasan Jubair brother Thanks a lot for you.

keep it again.

যদি কেঊ হট ফাইল থেইকা না নামাইতে পারেন। তাইলে http://www.megaupload.com/?d=DAZC9MYN এখানে থেইকা নামাইয়া লইতে পারেন। আসাকরি হাসান যুবায়ের ভাই আমার উপর মাইন্ড করবেন না 😛

ভাইজান,
আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য। এটি আসলেই চমৎকার।
http://bloggersumon.blogspot.com

জটিল 🙂 thanks

ak kothay jossssssssssssssssssssssssssssssssssssssssssss tune.

ভাই এটা সেটার দেবার পর Winamp এ গান প্লেয়ে করলে এটা ইরোর দিয়ে Winamp বন্ধ হয়ে যাচ্ছে 🙁

    আপনি Winamp একবার আনইন্সটল করে আবার চেষ্টা করুন।

    করে দেখেছি কাজ হয়নি.. প্রথমে ইন্সটল করা ছিল Winamp 2.95 (Full) ভার্সন পরে Winamp 5.08 (Full) ভার্সন ইন্সটল করে দেখেছি..একই সমস্যা ;(

আপানাকে নির্বাচিত করা হল,
না আপানার টিউনকে নির্বাচিত করা হল ।

Level 0

মারাত্তক জিনিস দিসেন বস। অনেক অনেক ধন্যবাদ 😀

প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারন ব্যাপারটা অনেকের কাছে ছোট মুখে বড় মনে হবে কিন্তু আমি যা বলব তা যদি কেউ একবার চেষ্টা করেন তাহলে আর মনে হবেনা । আমি অনেক দিন আগে এই প্লাগইনটি পাই ফুল ভার্সন , তাই আমি বলতে চাচ্ছি যে এটি সম্পর্কে বলার মতো অভিজ্ঞতা আমার আছে । আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে যে আপনি যদি WMP এর ইকুলাইজার টা ব্যবহার করেন তাহলে এই প্লাগইন থেকে অনেক গুন ভালো সাউন্ড পাবেন , এজন্য আপনাকে মিডিয়া প্লেয়ারের উপর ডান বাটন চেপে enhancement-graphic equalizer এ যেতে হবে , তারপর 31hz এবং 62hz মোটামুটি ফুল করুন এবং 8kh এবং 16kh মোটামুটি ফুল করুন বাদবাকি গুলো মোটামুটি কমিয়ে দিন তারপর দেখুন সাউন্ড কাকে বলে । ধন্যবাদ।

    ভাই এটা শুধু সাউন্ডই বাড়াবে না সাথে সাথে সাউন্ড কোয়ালিটিও অনেক অনেক স্পষ্ট করবে।
    ধন্যবাদ ভাই।

Level 0

হাসান যোবায়ের ভাই ধন্যবাদ সুন্দন টিউনের জন্য।

কর্তৃপক্ষকে অসীম ধন্যবাদ আমার টিউনটি নির্বাচিত করার জন্য। 😀 😀

টিউনটি যখন করেছিলেন টেকটিউনের সদস্য ছিলাম না তাই কমেন্টস করতে পারিনি । তবে তখন এই প্লাগ-ইনস টি ডাউনলোড করেছি এবং বেশ ভাল লেগেছে । ধন্যবাদ আপনাকে ।

thankyou for tune

ভবিষৎ এ আরও সুন্দর টিউন উপহার দিবেন। এই দোয়া করি

আচ্ছা ভাল কথা, কিন্তু এটা কি আমার ৬৪ কিলোবিটের গান গুলাকে ১২৮ বা ১৯২ এর মত সাউন্ডের শোনাতে পারবে?

টরেন্ট এর জন্যে ভাইকে থ্যাঙ্কস

এটার mediafire ডাউনলোড লিং http://www.mediafire.com/?dnlmjcdxtev আমি এখন ডাউনলোড করবো।

ভাই অনেক জটিল জিনিস। ধন্যবাদ।

ভাই আপনি তো এইচ.এস.সি দিয়েছেন নাকি এবার দিবেন?দাড়ান এইটা আমার কমেন্ট না,কমেন্ট টা হইলো:-

একজনের টিউনে মুগ্ধ হয়ে
টেকটিউনস তাহা করিলো নির্বাচিত
জানি সে কে আর হবে
আমাদের হাসান যোবায়ের ভাই সেই তো

Level 0

ধন্যবাদ হাসান ভাই , জ়টিল জিনিস ।

হাসান ভাই কি হটফাইল দিলেন কছুতেই বুঝতেছি না কোথায় গিয়ে ডাউনলোড
করবো জানাবেন কি? প্লিজ।পরার পর মনে হলো ভালই কিন্তু ডাওনলোদ করতে পারতেছিনা সাহায্য চাই।

মিস করতাম কিনা জানিনা তবে এইটা অনেক আগেই ব্যবহার করেছিলাম , এর অনেক আপগ্রেড ভারশন এখন আছে , সো আপনে আগে নতুন টা ডাউনলোড করে নিবেন প্লিজ

একটা কথা বলি , আপনে কি জেট অডিও ব্যবহার করেছিলেন কখনো ?

যদি না করে থাকেন তবে এগুলা বাদ দিয়া একবার ইউজ করে দেখতে পারেন
তারপর আমাকে একটা কমেন্ট দিবেন

    আরেকটা কথা , আপনার দেয়া প্লাগিংস টা কিন্তু চেক করেছিলাম এবং আমার কাছে জেট অডিও বেস্ট লাগল তাই বললাম , ভাল থাকবেন

    ভাই কিছু মনে করবেন না। এটা আপডেট ভার্শন। তবে নতুন ভার্শন বের হলেও সমস্যা নেই। সাথে যে কীজেন আছে সেটা দিয়ে নতুন ভার্শনেও কাজ করবে। আর জেট অডিও আমিও ব্যবহার করি। এক কথায় বলবো এটা ঠিক মতো ব্যবহার করতে পারলে জেট অডিওর বাপ।
    ধন্যবাদ।

    কার বাপ যে কে সেইটা তো আসলে বলা মুশকিল

    মানে , আমি একসময় মিডিয়া প্লেয়ার খাইতাম তখন মনে হইত এইটাই বেষ্ট তবে ডিএফেক্স আপনার টাই চালাইয়া দেখছি, তবে যার কাছে যা ভালো, মানে বুঝলেন তো ?

    আমার কাছে জেট অডিও বেষ্ট লাগছে , আমার স্পিকার সিস্টেম ৫:১ , সো আমার কাছে জেট অডিও দিয়েই বেষ্ট লাগে, সবার কাছে সেম লাগবে এটা কিন্তু আমি বলি নাই

Level 0

A+++

Level 0

ডাওনলোদ করতে পারতেছিনা সাহায্য চাই।

Level 0

আমি তো install করতে পারতেছি না।সাহায্য চাই।

Miss করি নাই ।

হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাই Keygen কে NORTON Virus Detect করে, এখন আমি কি করব? সাহায্য চাই?

    ভাই আমি ক্যাপারস্কি ব্যবহার করি। কোন ভাইরাস পাই নাই। তাছাড়া ভাইরাস থাকলে এখানে অনেকেই তা বলতো।
    বাকিটা আপনার ইচ্ছা।
    ধন্যবাদ।

bhai amar dfx for winamp install kore kono lav hoy nai karon er por amar winamp a r kono gaan clole nai play korley of hoye jai er somadhan janaben. robin

winamp uninstall kore abar install kore dekci ki hoy.

আপনার এতগুলো comments আমাকে plag in টি ডাউনলোড করতে অতি আগ্রহী করেছে।

হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাই Keygen কে ক্যাপারস্কি update 10-08-2010 Virus Detect (trojan dropper.win32.TDSS.ewy) করে so সবাইকে সাবধান কোইরা please

    ক্ষতির পরিমান কেমন হইছে আপনার শেয়ার করুন, বেশি না হলে কিছুক্ষন ক্যাসপারস্কাই পুস রাখুন

    ভাই এত ভয় পাইলে কি আর করা। আমিতো ব্যবহার করছি কোন সমস্যা ছাড়াই।
    ধন্যবাদ।

    still virus drop করছে।

    আর ভাই এখানে ওনেকেই দেশের বাইরে থাকে যারা online banking করে ফলে তাদের অনেক এলার্ট থাকতে হয় identity theft এর জন্য ধন্যবাদ ।

Level 0

i need to get further like for this software download, pls help.

Level 0

i need to get further link for this software download, pls help.

আসাধারণ থেকে বেশি কিছু থাকলে সেটা…। এখন গান শুনতেছি…

টিউন টা না দেখলে মিস করতাম, ঠিক আছে। কিন্তু আরো মিস করতাম সুন্দর সুন্দর মন্তব্যগুলো…!!!!
টিউন পড়তে না যত সময় লেগেছে তার চেয়েও বেশী সময় লেগেছে মন্তব্যগুলো পড়তে !! হা হা হা।
সবাইতো ধন্যবাদ আর থ্যাংকস দিলো আমি না হয় আপনার শুভ কামনা করি। আর নিয়মিত পাবার আশা করি। কি বলেন ??

    ভাই আপনার সাথে আমার একটা মিল আছে। আমিও টিউনের সাথে সাথে সব মন্তব্য পড়ি।
    আর হ্যা ইনশাআল্লাহ নিয়মিত থাকবো।
    ধন্যবাদ।

নতুন ভারসন: DFX.Audio.Enhancer.Plus.9.301
লিংক:
http://www.mediafire.com/?nndhxo4nwm2

Level 0

অসাধারন

Level 0

VAI KI DILEN. AMI TO AGE WINDOWS M PLAYER USE KORTAM NA, AR EKHON WM PLAYER SARA GAN OPEN KORI NA, JOTIL JINIS DISEN. TNXX

Level 0

HASAN VAI NXX
UPNAR DEWA LINK EKHON AR KAJ KORTESE NA. PARLE ABAR UPLOAD DEN. T

Level 0

Invalid Link

Level New

tarpare o link e problem hole bolben ami upload kore dibo.Again thanks হাসান যোবায়ের (আল-ফাতাহ্)

আন জিপ করার পর আমার নরটন বেবাক ফাইল ভাইরাস ডিটেকট করে খায়া ফেলসে। ভাই কিতা করাম?????

    Level 0

    @জাবের আহমেদ: antivirus 10 minute er jonno disable koren. then rar/zip extract koren. > install koren > crack folder theke dfx.exe copy koren & 32 bit operating systemhoile c://program files/dfx/ e paste means dfx.exe replace koren. > system tray theke antivirus enable koren or, 10 minutes por nije e enable hoia jaibo.

অনেক ধন্যবাদ।আপনাকে টেকটিউনন্স এ পেয়ে ভালো লাগছে।

সিরাম হইছে কাকা !!!

আসলেই অসাধারন সুন্দর একটি প্লাগিন!!!!!!!!

Level 0

Sound dekhi normal obostha theke onek beshi.

Level New

ইনভালিড দেখাই আপলোড দেন,যত লিংক দেওয়া আছে কোনটাই কাজ করেনা

Thanks bor….. apnar shob tunes amar onek valo lage,

Level 0

কঠিন ভাইরাস।ডাউনলোড হবার আগেই ডিলিট করে দিল অ্যাভাস্ট

অসাধারন. আমার 2000 takar সাউন্ড বক্স 5000 taka র বক্স এর কাজ করছে. Thanks a lat.

@সবাই কিছু মনে করবেন না ভাই আমি ফুল করতে পারলাম না আমি কেজেন এ কাজ করার আগে টাস্ক বার থেকে এই প্রোগ্রাম টা ইন্ড করেছিলাম তবুও আমি সফল হইনাই একটু হেল্প প্লিজ । আর আমি ক্রাক দিয়েও ট্রাই মারলাম কিন্তু ভিতরে লিপ্লেস করতে পারলাম বলে যে পারমেশন লাগবে আমি এখন কি করতে পারি প্লিজ হেল্প করেন্না ……।

Level 0

ভাই এইটা কি XP তে সাউন্ড ভ্রাইভারের বিকল্প হিসেবে কাজ করবে ।

Chorom 1ta Softwer Bro….

ভাই আমি কিছুতেই ফায়ার ড্রাইভ থেকে ডাউনলোড করতে পারছিনা। এমনকি আমার ফায়ারড্রাইভ একাউন্টেও লগ-ইন করতে পারছিনা। একটা বিকল্প লিন্ক দিলে উপকার হতো।

Level 0

vai. download korte parlam na link ta update kore diben please…

ধন্যবাদ…

Just Awesome….

ধন্যবাদ অসাধারণ টিউনের জন্য…
আমি একটি এন্ড্রয়ড এপ তৈরি করেছি, বিক্রয়[ডট]কম এর অল্টারনেটিভ হিসেবে। ইচ্ছে হলে ট্রাই করে দেখতে পারেন।
এপটির ফীচার সমূহঃ
* কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এড পোস্ট করতে পারবেন
* দিনে আনলিমিটেড এড পোস্ট করতে পারবেন
* লোকেশন বেইসড এড সার্চ করতে পারবেন
* কোন হিডেন চার্জ নেই, একদম ফ্রী
* ইনশা আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকব, অতদিন সার্ভিসটা ফ্রী রাখব
* ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস
* ছোট APK সাইজ ( মাত্র ৩ এমবি)
.
গুগল প্লে ডাউনলোড লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=p32929.buysellbd
APK ডাউনলোড লিঙ্কঃ http://tiny.cc/buy_sell_bd
.
এপটি ডাউনলোড করে দয়াকরে একটি হলেও এড পোস্ট করুন। অনেক খুশি হব। আগাম ধন্যবাদ…

জটিল জিনিসI

Level 2

অত্যন্ত আনন্দিত ও ব্যাথিত হলাম। আনন্দিত এই জন্য যে বহুদিন পর টিটিতে আসলাম আর এসেই সেই পুরোনো দিনের ফাত্তাহ ভাইকে পেলাম। কিন্তু লিংক কাজ না করায় ডাউনলোড করতে পারলাম না এ জন্য ব্যাথিত হলাম। তবুও ফাত্তাহ ভাইকে ধন্যবাদ।