ডাউনলোড করবার জন্য আমরা Internet Download Manager ব্যবহার করি না এমন লোক বোধহয় খুব কমই আছেন। আর একটু ট্রিক্স করে আমরা এর ডাউনলোড স্পীড আগের তুলনায় বহুগুন বাড়িয়ে নিতে পারি। যারা জানেন না তারা এই স্টেপগুলো অনুসরণ করে স্পীড বাড়িয়ে নিতে পারেন ৫ গুন পর্যন্ত।
প্রথম কথাটা হল সবসময় IDM এর লেটেস্ট ভার্সন ব্যবহার করুন। তাহলে ভাল হবে।
১। প্রথমে IDM ওপেন করে উপর হতে Download ট্যাব হতে Options এ যান।
২। এবার Connection ট্যাব এ ক্লিক করুন এবং Connection Tab/Speed এ গিয়ে Others সিলেক্ট করুন। Defaule max conn. number এ ১৬ দিন।
৩। Ok করে বেরিয়ে আসুন।
৪। Run এ গিয়ে লিখুন regedit.
৫। বামপাশ হতে HKEY_CURRENT_USER > Software > DownloadManager এ যান।
৬। এবার ডানপাশ হতে Connectionspeed এ ডাবল ক্লিক করুন। Decimal সিলেক্ট করুন এবং বক্সে লিখুন 999999999.
৭। বেরিয়ে এসে প্রথম তিনটি ধাপ আবার করুন। ডাউনলোড স্পীড বেড়ে যাবে।
কাজ হল কিনা জানাবেন কমেন্টে। আর ট্রিক্স এর জন্য আমার ফেসবুক পেজ http://www.facebook.com/mbtricks লাইক দিন।
ধন্যবাদ সকলকে।
আমি Yafi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai ami bsnl broadband use kori,amar to speed kome gelo