ভাইরাসের ঝামেলা থেকে মুক্তি পেতে Deep freeze ব্যবহার করুন

ভাইরাস হচ্ছে কম্পিউটারের সবচেয়ে বড় একটি সমস্যা । ভাইরাসের সমস্যা সমাধানে ব্যবহৃত এন্টিভাইরাসগুলোতেও রয়েছে নানাবিধ সমস্যা । প্রায় সব করয়টি এন্টিভাইরাসই কম্পিউটারের স্পীড স্লো করে দেয় । Deep freeze এমনি একটি সফ্টওয়ার এর ব্যবহারে windows নিরাপদ থাকবে ১০০% । কম্পিউটারের স্পীড কখনোই স্লো হবে না । এ ছাড়া Deep freeze থাকলে ভাইরাস স্কেন করার ঝামেলও থাকে না ।

Deep freeze কিভাবে কাজ করে

Deep freeze থাকা অবস্থায় কম্পিউটারে কোন ফাইল সেভ করে restart করলে সে ফাইলটি আর থাকবে না । কম্পিউটারে জমা আছে এমন কোনো ফাইল ডিলিট করে restart করলে সে ফাইলটি আর ফিরে পাওয়া যাবে । মোটকথা Deep freeze অবস্থায় কম্পিউটারের যতকিছুই পরিবর্তন করুন না কেন restart করার পর কম্পিউটার আবার আগের অবস্থায় ফিরে আসবে । একারণে কম্পিউটার চালু আবস্থায় যদি কখনো ভাইরাস ঢুকে পড়ে restart করার পর সেটি আর থাকে না ।

Deep freeze setup

  • যে ড্রাইভে windows setup করা আছে সে ড্রাইভে Deep freeze setup করুন ।
  • কম্পিউটার ফরমেট করার পর Deep freeze setup করে নেয়া উত্তম । Deep freeze setup করার সময় কিম্পউটারের সব কয়টি ড্রাইভ ( C drive, D ddrive, E driver ) টিক চিন্থ সহকারে দেখা যাবে । কম্পিউটারের যে ড্রাইভে windows setup করা আছে সে ড্রাইভ ছাড়া বাকী ড্রাইভগুলোর টিক চিন্হ সরিয়ে দিয়ে সেটাপ কমপ্লিট করুন । ফাইল সেভ করার প্রয়োজনা না হলে সব কয়টি পার্টশানে ডীপ ফ্রীজ সেটাপ করতে পারেন ।
  • সেটাপ শেষ করার সাথে সাথে কম্পিউটার restart হবে । Restart হবার পর একটি ডায়ালগ বক্স আসবে । Ok করে পাসওয়ার্ড দিয়ে লক করুন ।
  • Deep freeze setup করার পর সেটিকে আর Remove করা যাবে না । তাই সেটাপ করার আগে ভাল করে এর ব্যবহার জেনে নিন । প্রয়োজনে আপনি Deep freeze open করে প্রয়োজনীয় ফাইল সেভ আথবা সেটাপ করতে পারেন অথবা যে ড্রাইভে ফ্রিজ করা নেই সে ড্রইভে প্রয়োজনীয় ফাইল সেভ করতে পারেন ।
  • shift কী চেপে ধরে টাস্কবারে Deep freeze এর আইকনে ক্লিক করুন । একটি ডায়ালগ বক্য আসবে । Password দিয়ে ok করুন ।
  • Boot thawed সিলেক্ট করে দু’বার ok করে Restart করুন ।
  • প্রয়োজনীয় ফাইল সেটাপ অথবা সেভ করে আগের নিয়মে Deep freeze ওপেন করে frozen সিলেক্ট করুন । Restart করার পর কম্পিউটার আবার ফ্রীজ অবস্থায় ফিরে আসবে ।

Deep freeze ওপেন করার পর যে সমস্ত ফাইল Save করতে চান সেগুলোতে যদি ভাইরাস থাকে তাহলে Deep freeze ব্যবহার করে কোন লাভ হবে না । কোন ফাইল Save করতে চাইলে সেটিকে এন্টিভাইরাস দিয়ে স্কেন করে ভাইরাস Remove করে নিন । কিছু কিছু ট্রায়াল সফওয়ার আছে যেগুলোক ১ সপ্তাহ , ১০ দিন, ২০ দিন, ১ মাস পর্যন্ত ব্যবহার করা যায় । ঐ সব সফ্টওয়ার সেটাপ করে Deep freeze করলে সেটিকে সব সময় ব্যবহার করা যাবে ।

ডাইনলোড DeepFreeze 5.০ ফুল ভার্সন

Level 0

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডিপ ফ্রিজ ব্যবহার টা অনেকের কাছেই জটিল …………. আরেকটু ডিটেইলে টিউটোরিয়াল আকারে লিখলে ভালো হত মনে হয়।

Level 0

আমি এটা ব্যবহার করতে ভূই পাই।

ব্যাপারটা আরও একটু পরিষ্কার হওয়া প্রয়োজন।

Level 0

কম্পিউটার ভাইরাসের গতিবিধি বোঝার জন্য এন্জেলরা (এন্টি-হ্যাকার) এই সফটওয়্যারটি ব্যবহার করে। এছাড়া হ্যাকারদেরও এই সফটওয়্যারটির দরকার হয়। সাইফুল ইসলাম ভাইকে অনেক ধন্যবাদ এই সফটওয়্যারটি নিয়ে লেখার জন্য।
বিদ্র: কেউ যদি সফটআইস (SoftIce) ব্যবহার করে থাকেন, তবে এর ব্যবহারবিধি নিয়ে বিশদভাবে লেখার অনুরোধ রইল।

Level 0

maf chai dua o chai

আমি এইটা অনেকদিন থেকে ব্যবহার করছি… অনেক ভালো কাজ করে ।

Level 0

প্রিয় বন্ধু, খুবই কাজের পোষ্ট……….. শেয়ার করার জন্ন ধন্নবাদ…………….

ভাই এটা আমি জানি ও ব্যাবহার করি। মারাত্বাক উপকারী সফটাওয়ার। আর যারা ইনটারনেট ক্যাফে খুলবে এটা তো তাদের জন্য ভীষন জানা জরুরী।
আপনাকে অসংখ্য ধন্যবাদ

Level 0

কেও কি আমাকে এমন কোনো সফটওয়্যার দিতে পারেন যেটা দিয়ে শুধুমাত্র নতুন কোন সফটওয়্যার ইন্সটল করা বন্ধ করা যায়। আমার ছোট ভাই কিছুদিন পরপর গেম ও হাবিজাবি সফটওয়্যার ইন্সটল করে। আমি এইটা কন্ট্রোল করতে চাই।

Level 0

Password কোথায়??