• প্রয়োজনীয় কিছু সফটয়্যার ফ্রি ডাউনলোড করে নিন এক্ষুনি (পোর্টেবল ভার্সনে)!!! (পার্ট-০৬)

সবাইকে স্বাগতম... আমার ধারাবাহিক টিউনে।

এটি ৬ষ্ঠ পার্ট, আজ আপনাদের আরো দারুন কিছু সফটয়্যার দিবো সবগুলোই পোর্টেবল ভার্সনে তাই ইন্সটলের জামেলা নেই, সিরিয়াল কী খোজার জামেলা নেই। ডাউনলোড করে এপ্লিকেশনটি'তে ক্লিক করলে সরাসরি চালু হবে সফটয়্যারটি। এছাড়া ফাইলের সাইজ ৩ থেকে ১০ মেগাবাইটের মধ্যে। আশা করি ডাউনলোড করতেও তুলনামুলক কম সময় লাগবে।

এক নজরে দেখে নিন আজকের সফটয়্যারগুলো :-

  • Wise Registry Cleaner Professional
  • Super MP3 Download PRO
  • Photo Makeup Editor
  • Any TV 2.47 Portable
  • Digital Audio Editor v7.6.0.103
  • Error Repair Professional
  • I Screen Recorder
  • Automatic Wallpaper Changer
  • Eximious Soft GIF Creator
  • Splash HD Player Lite 1.30

আজকের টিউনে আরো ১০ টি সফটয়্যার থাকছে। সবগুলো ফাইল মিডিয়া ফায়ারের লিঙ্কে দেয়া আছে

এক্ষুনি নামিয়ে নিন সব গুলো সফটয়্যার...

Wise Registry Cleaner Professional :-

সফটয়্যারটির কাজ হলো আপনার কম্পিউটারের রেজেষ্ট্রি জনিত Error গুলো ফিক্স করে এবং আপনার কম্পিউটারের গতি বৃদ্ধিতে সহায়তা করবে। এছাড়া কম্পিউটারের অপ্রয়জনীয় ফাইল গুলো ডিলেট করে সহজেই। বিস্তারিত জানতে পারেন সফটয়্যারটি'র হোম পেজ থেকে

Wise Registry Cleaner Professional

Super MP3 Download PRO :-

নাম শুনেই হয়তো বুঝেছেন সফটয়্যারটি'র কি কাজ হতে পারে... ১০০ মিলিয়নের বেশি ফ্রি ডাউনলোড করতে পারবেন সফটয়্যার'টি দিয়ে এবং অনলাইনে ফ্রি গান শুনতে পাবেন। আরো জানতে হোম পেজ'টি ভিজিট করুন।

Super MP3 Download PRO

Photo Makeup Editor :-

আপনার ছবিকে আরো আকর্ষনীয় করে তুলতে পারেন সফটয়্যার'টি দিয়ে। আপনার ইচ্ছেমত ছবি এডিটিং করতে পারেন। এছাড়া বিভিন্ন ইফেক্ট ব্যবহার করতে পারবেন সফটয়্যার'টি দিয়ে।

Photo Makeup Editor 1.2010.02.17+(Portable

Photo Makeup Editor

Any TV 2.47 Portable :-

সফটয়্যার'টি দিয়ে আপনি বিশ্বের অনেক দেশের ২৬৩০ টি অনলাইন টিভি, ৬৯০০ ভিডিও ক্লিপ দেখতে পাবেন এবং ৪৭৫০ টি রেডিও চ্যানেল শুনতে পাবেন ।

হোম পেজ'টি ভিজিট করতে পারেন আরো জানার জন্য।

Any TV 2.47 Portable

Digital Audio Editor :-

সাউন্ড এডিটিং, মিক্সিং করার জন্য দারুন একটি সফটয়্যার। আপনার কম্পিউটারের সাউন্ড রেকর্প করতে পারবেন এছাড়া বিভিন্ন এফেক্ট ব্যবহার করতে পারবেন। বিস্তারিত হোম পেজ'এ...

Digital Audio Editor v7.6.0.103

Error Repair Professional :-

সফটয়্যারটি দিয়ে আপনার কম্পিউটার স্ক্যান করে দেখে নিন সিস্টেম Error গুলো এবং তা সহজেই ফিক্স করতে পারবেন সফটয়্যার'টি দিয়ে।

হোম পেজ'টি আরো তথ্য দেয়া আছে।

Error Repair Professional

I Screen Recorder :-

স্ক্রন রেকর্ডার দিয়ে আপনি কম্পিউটারের স্ক্রিন ভিডিও ফরমেটে রেকর্ড করতে পারেবন এটা অনেক সময় কাজে যখন আপনি কোন টিউটোরিয়াল ভিডিও রেকর্ড করতে চান।

বিস্তারিত জানতে হোম পেজ'টি ভিজিট করতে পারেন।

I Screen Recorder

Automatic Wallpaper Changer :-

সফটয়্যার'টি দিয়ে আপনি অটোমেটিক ভাবে ডেস্কটপের ওয়ালপেপার বদলাতে পারবেন। সফটয়্যার'টি চালু করে নিবাচির্ত ছবি গুলো দেখিয়ে দিন তারপর নিজে নিজেই বদলাতে থাকবে ডেস্কটপের ওয়ালপেপার।

সফটয়্যার'টির হোম পেজ'এ আরো জানতে পারবেন।

Automatic Wallpaper Changer

Eximious Soft GIF Creator :-

ইচ্ছেমত এনিমেটেড থ্রিডি পিকচার বানাতে পারবেন সফটয়্যার'টি দিয়ে। অনেক রকম এফেক্ট পাবেন ছবিতে প্রয়োগ করার জন্য।

হোম পেজ দেখতে পারেন বিস্তারিত জানতে।

Eximious Soft GIF Creator

Splash HD Player Lite :-

স্টালিস প্লেয়ার'টি দিয়ে আপনি মুভি বা ভিডিও দেখতে পাবেন। তবে মনে রাখবেন প্লেয়ার'টি দিয়ে শুধু AVI, MKV, MOV, M2TS, MTS, M2T, MP4, MPG, TS ফরমেটের ভিডিও চলবে।

হোম পেজ'টিতে আরো বিস্তারিত জানতে পারবেন।

Splash HD Player Lite 1.30

পোষ্ট রিভিউ :-

আমার পুরোনো পোষ্টগুলো যদি মিস করে থাকেন তবে এক্ষুনি দেখে নিন…

এবার সহজেই ভাইরাস, স্পাইওয়্যার কে বিদায় জানান আপনার কম্পিউটার থেকে !!!

সুন্দর করে সাজিয়ে নিন আপনার ছবিগুলোকে !

১ মিলিয়ন সফটয়্যার সিরিয়াল কী (Serial key)… এক্কেবারে ফ্রি !!!

• ম্যাজিক !!! সাদা-কালো ছবিকে রঙ্গিন করুন মাত্র ৩ মেগাবাইটের সফটয়্যার দিয়ে…

Yeni• ভাইরাস দ্বারা আক্রান্ত কম্পিউটারের জন্য মোস্ট ওয়ান্টেড ১২ টি ফিক্সিং টুল !!!

- – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - –

আশা করি টিউন'টি সবার ভালো লাগবে এবং অনেকেই উপকৃত হবে।

সবাই ভালো থাকবেন সেই শুভ কামনা সবসময়ের।

শুভ কামনায় -

নাবিল

Level 0

আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thanks vai for shearing many software

ধন্যবাদ নাবিল ভাই।আপনাকে মেইল পাঠালাম।দেখে নেবেন।

Level 0

ধন্যবাদ নাবিল ভাই। খুবই সুন্দর টিউন হইসে . আর বর্তমানে নাবিল মানেই জটিল টিউন

Nabil vai ar tune mane high quality tune.thanks keep itup…………

অনেক ধন্যবাদ ভাই আপনাকে

টিউন দেখে বলবো কি ভাষা খুজে পাইনা————————————-
ধন্যবাদ নাবিল সুন্দর টিউনের জন্য।

টেকটিউনের সবচেয়ে জনপ্রিয় সিরিজ টিউন এইটা।
নাবিল ভাই আবার টিউন করলেন। এবং আবারো হিট মারলেন।

Level 0

ধন্যবাদ আপনাকে।

জটিলসসসসসসস……….. এ ছাড়া আর কিছু বলার ভাষা নেই

ধন্যবাদ। আরো কিছু কাজের সফটওয়ার পেলাম।

Level 0

নাবিল.আমিন ভাই,আমার বাসাটা আকুয়া হাজিবাড়ি , অনেক দিন পরে দেশী ভাইয়ের গন্ধ পাইলাম ,হা হা হা হা হা হা ।
ময়মনসিংহে আসলে নাবিল.আমিন ভাই আশা করি য়ে দেখা হবে, নাবিল.আমিন ভাই ময়মনসিংহের পোলা ৮০ টেহা তুলা কেউ বেশি চুধুরবুধুর করব মাইরা হুতাইলবাম কাইলাম ,হা হা হা ।
স্যরি একটু মজা করলাম ,নাবিল.আমিন ভাই ভাল টিউন ভাই আপনে চালিয়ে যান

    ভাল বলেছেন ………. হ্যা হাজিবাড়ী অনেকবার যাওয়া হয়েছে আমার। বিডি গেলে দেখা হবে….

    Level 0

    লিজেন্ডবয়-নাবিল ভাই,আপনার আসার আশায় রইলাম।

নাবিল ভাই জোসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসস টিউন করছেন কিন্তু পরবর্তিতে সফটওয়ারগুলো কাজ লিখলে ভাল হবে, মানে সহজেই বুঝতাম আরকি।

    সংক্ষিপ্ত ভাবে তথ্য দেয়া আছে, সাথে প্রতিটি সফটয়্যারের নিজেস্ব হোম পেজ দেয়া আছে … আর সফটয়্যারগুলো শিরোনাম দেথেই কি বুঝা যায় কোনটা কি কাজের। আশা করি একটু চেষ্টা করলেই বুঝে যাবেন।

Ami ekta upay bolun ja die ami GIf image er sathe Audio ba gaan add korte parbo.
Please Help me .
Thanks.

আমি আপনার দেয়া ফ্রি ডাউনলোড সফটয়্যার খুজছিলাম ডাউনলোড বিভাগে কিন্তু পেলাম না। পরে দেখি প্রোগ্রামিং বিভাগে। আপনার ডাউনলোড রিলেটেড টিউনসগুলোর বিভাগটা মনেহয় ডাউনলোড হলে ভালো হয়। এটার বিভাগ : প্রোগ্রামিং মানানসই না। টিউনসটা যেহেতু ডাউনলোড রিলেটেড। তাহলে সবাই খু্ব সহজে রিলেটেড লিংন্ক খুজে পাবে। ধন্যবাদ।

ভাইজান অতি দুক্ষের বিষয় হলেও সত্য যে Any TV 2.47 Portable সফট টি তে কোনো বাংলা চ্যানেল আসে না .