বিসমিল্লাহির রহমানির রহিম
আনন্দের সাথে জানাচ্ছি যে IW Shutdown Timer এর ভার্সন ২ এর বেটা ভার্সন উন্মুক্ত করা হয়েছে!
আপনিও চাইলে ব্যবহার করে দেখতে পারেন এবং আমাদের ফিডব্যক দিয়ে এর উন্নয়নে সাহায্য করতে পারেন।
আই-ডব্লিউ শাটডাউন টাইমার আপনাকে নির্দিষ্ট সময়ে কম্পিউটারকে স্বয়ংক্রিয় বন্ধ করতে সাহায্য করবে। এটি একটি ফ্রি সফটওয়্যার, তাই যে কেউ বিনামূল্যে এটি ব্যবহার করতে পারবে।
কেন সফটটি ব্যবহার করবেন?
ধরুন আপনি ছোট কোন কাজে বাইরে যাচ্ছেন, কিছুক্ষন পর আবার ফিরবেন। তাই চাচ্ছেন কম্পিউটার বন্ধ না করতে। কিন্তু আপনার আসতে দেরিও হতে পারে। তাই তখন আপনি শাটডাউন টাইমার চালু করে দিতে পারেন। এতে নির্দিষ্ট সময়ে আপনি না এলেও কম্পিউটার সয়ংক্রিয় বন্ধ হবে। আবার ধরুন আপনি কোন কারনে বাইরে যাবেন। কম্পিউটারে বড় কোন কাজ যেমনঃ ভিডিও কনভার্ট, ডিফ্র্যাগমেন্ট ইত্যাদি করতে দিয়েছেন। কাজ শেষ হতে বেশী সময় লাগবে। আপনার সেই সফটওয়ারটিতে কাজ শেষ হলে সয়ংক্রিয় শাটডাউনের অপশন নেই। তখন আই-ডব্লিউ শাটডাউন টাইমার ব্যবহার করতে পারেন। আবার অনেকে রাতে ডাউনলোড দিয়ে ঘুমাতে চলে যান। তখন আপনি এ সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। আনুমানিক কয়টাতে কাজ শেষ হতে পারে তা হিসাব করে টাইমার চালু করে দিন। ব্যাস! আপনাকে আর কিছু করতে হবে না। সময় হলে টাইমার নিজে নিজে কম্পিউটার বন্ধ করে দেবে।
নতুন কি?
আরো কিছু চান? কমেন্টে জানান..
---
ডাউলোডঃ এখানে ক্লিক করুন (লিঙ্ক পরিবর্তনশীল, তাই এখানে সরাসরি দেয়া হল না)
সাপোর্টের অপারেটিং সিস্টেমঃ Windows XP, Vista, 7 & 8 (32bit & 64bit)
রানটাইমঃ
নতুন IW Shutdown Timer চালাতে ডটনেট ফ্রেমওয়ার্ক ৪ ক্লায়েন্ট প্রোফাইল আপনার পিসিতে ইনস্টল করা থাকতে হবে। না থাকলে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিনঃ
.NET Framework 4 Client Profile Download: http://www.microsoft.com/en-us/download/details.aspx?id=24872
দ্রষ্টব্যঃ .NET Framework 4 শুধু মাত্র Windows XP, Vista এবং Windows 7 এ ইনস্টল করতে হবে। Windows 8 এ এটি ইনস্টল করাই থাকে।
---
এখনো তো বেটা ভার্সন, তবুও কেন ব্যবহার করে দেখবেন?
কারন হলো IW Shutdown Timer সংস্করণ ২ এর ডেভেলপমেন্ট লাইভ করা হচ্ছে। অর্থাৎ You need, We add. আপনার কি প্রয়োজন আমাদের জানান, ডেভেলপিং এর দায়ীত্ব আমাদের.. 🙂
আশা করি সকলে ব্যবহার করবেন এবং কমেন্টে আপনার মতামত, সমস্যা, নতুন আইডিয়া ইত্যাদি অবশ্যই জানাবেন।
ধন্যবাদ।
---
আমি মোঃ মাহমুদুল হাসান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 530 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব কিছুর জন্যই প্রস্তুত থাকি, এমনকি মৃত্যুর জন্যও...
khub valo ekti soft, using it for a long time, recommended.