গুগল আর্থ গুগল এর অন্যতম জনপ্রিয় একটি সেবা. এটার দ্বারা কৃত্রিম উপগ্রহ (satelite) থেকে তোলা পুরো পৃথিবীর ছবি দেখা যায় . ঠিকানা লিখে খুঁজে বের করা যায় যেকোনো জায়গার ছবি . এটাতে এখন অনেক নতুন ফিচার যোগ করা হয়েছে . যেমন এখন এখান থেকে যেকোনো জায়গার 3D মডেল দেখা যায় .এমনকি যেকোন জায়গার street view ও দেখা যায় এখন এখান থেকে . যে কেউ এই সফটওয়ার টি ইন্টারনেট থেকে ফ্রী কম্পিউটার এ নামিয়ে ব্যবহার করতে পারে . সফটওয়ার টি বিনা মূল্যে সংগ্রহ ও ব্যবহার করা গেলেও এটি ইনস্টল করার পদ্ধতি কিছুটা আলাদা. সাধারণ ভাবে ডাউনলোড করা হলে ছোট আকারের একটি ইনস্টলার ডাউনলোড হয় . তারপর সেটি ইনস্টল দিতে গেলে পুরোটা তখন নেট থেকে ডাউনলোড হতে থাকে .
এভাবে কোনো কারণে নতুন ভাবে ইনস্টল দিতে হলে বা নতুন ভার্সন ডাউনলোড করা হলে প্রতিবার ইন্টারনেট থেকে ডাউনলোড হয় যা প্রচুর বিরক্তিকর এবং ঝামেলা.
তাই আমি আপনাদের সাথে এমন একটি পদ্ধতি শেয়ার করব যাতে এই ঝামেলা থেকে বেচে যাবেন . এবং একেবারে প্রথমেই সম্পূর্ণভাবে ডাউনলোড হবে যার ফলে ইনস্টল দেয়ার সময় আর নেট থেকে ডাউনলোড হবে না .
এজন্য ১. প্রথমেই http://earth.google.com এ যান . তারপর Download Google Earth বাটন এ ক্লিক করুন .
২. এবার যে নতুন পাতাটি ওপেন হবে সেটার একেবারে শেষের অংশে Agree & Download বাটন এর নিচে ছোট অক্ষরে Customize your installation with advanced setup. লিঙ্ক টি দেখা যাবে . ওখানে advanced setup লিঙ্ক এ ক্লিক করতে হবে .
৩. নতুন ওপেন হওয়া পাতা থেকে Agree and download বাটন এ ক্লিক করার আগে Allow Google Earth to Automatically Install Recomended Updates - এর পাশের টিক চিহ্ন টি উঠিয়ে দিতে হবে . অন্যান্য অপশন এ কিছু করার প্রয়োজন নেই .
৪. এবার ডাউনলোড বাটন এ ক্লিক করলে পুরো ইনস্টলার ডাউনলোড শুরু হবে . এভাবে ডাউন লোড করলে পরে ইনস্টল দেয়ার সময় আর নেট থেকে ডাউন লোড হবে না .
৫. Windows ব্যবহার কারীরা সরাসরি http://dl.google.com/earth/client/advanced/current/GoogleEarthWin.exe এই লিঙ্ক এ ক্লিক করে পুরোটা ডাউন লোড করে নিতে পারবেন . এতেও ইনস্টল হবার সময় আর নেট থেকে ডাউন লোড হবে না .
এটা আমার প্রথম টিউন . অনেকদিন থেকে টেকটিউনস এ আসি কিন্তু টিউন করার সাহস পাইনা. আজ অনেক সাহস করে এই টিউন টা করলাম . ভালো লাগলে বলবেন . আমি জানিনা কেউ এটা নিয়ে আগে টিউন করেছে কিনা .করলে আমাকে বলবে প্লিজ . আমি টিউনটা মুছে দেব.
*** তথ্য সুত্র : দৈনিক প্রথম আলো .
আমি জিয়াউস সামাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a professional full stack web developer.
thx……………. 😉