ডাউনলোড করে নিন কয়েকটি ফাটাফাটি ফ্রী মিডিয়া কনভার্টার:

সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন টিউনটি শুরু করছি। আমরা সবাই কমবেশী অডিও, ভিডিও এবং ইমেজ কনভার্টর করতে কনভার্টর ব্যবহার করে থাকি। কিন্তু বেশীরভাগ ভালমানের মিডিয়া কনভার্টর গুলোই পেইড সফট। আর তাই এগুলোর ফুল ভার্সন খুজতে যেয়ে বেশ বেগ পেতে হয়। কিন্তু কিছু উন্নত মানের ফ্রী মিডিয়া কনভার্টরও রয়েছে যা অনেকেই জানে না । এর মধ্যে কিছু কিছু আবার অনেক পেইড কনভার্টরের চেয়েও ভাল। আমি আজ আপনাদের কয়েকটি ফাটাফাটি ফ্রী মিডিয়া কনভার্টর সাথে পরিচয় করিয়ে দেব। সাথে থাকবে এদের ডউনলোড লিংক। এদের মধ্যে কয়েকটি নিয়ে এর আগেও টিউন হয়েছে। কিন্তু তারপরও যারা মিস করেছেন তাদের উদ্দেশ্যেই মুলত এ টিউনটি করা। তাহলে চলুন শুরু করা যাক।

1.Format Factory-

খুবই ভালমানের একটি মিডিয়া কনভার্টর। আমার মনে হয় যারা ফ্রী মিডিয়া কনভার্টর ব্যবহার করেন তার অধিকাংশ ব্যবহারকারীই এই কনভার্টর টি ব্যবহার করে। এটি একটি অল ইন ওয়ান মিডিয়া কনভার্টর যা দিয়ে আপনি য়ে কোন ফর্মেটের অডিও, ভিডিও, ইমেজ কনভার্ট করতে পারবেন। পাশাপশি আপনি এটা দিয়ে অডিও ও ভিডিও ফাইল জয়েন,কাটিং,মাক্সিং ইত্যাদি করতে পারবেন। বোনাস হিসাবে আরও থাকছে রম ডিভাইস/সিডি/ডিভিডি/আইএসও অর্থাৎ-ডিভডি টু ভিডিও ফাইল, অডিও সিডি টু মিউজিক ফাইল, সিডি/ডিভিডি টু আইএসও/সিএসও, আইসও টু সিএসও।

ডাউনলোড লিংক-

http://www.pcfreetime.com/download/FFSetup3.0.1.1.zip

2.Freemake Video Converter-

থুবই উচ্চমানের একটি মিডিয়া কনভার্টর। আমি নিজেও এটা ব্যবহার করি।তবে এটা দিয়ে ইমেজ কনভার্ট করা যায় না।তবে অিডিও ভিডিও ফাইল কাটা ও জয়েন করতে পারবেন।তাছাড়া এর বড় সুবিধা হল আপনি ভিডি ও কনভার্ট করার আগে ফাইলের সাইজ সেট করে দিতে পারবেন। এটা দিয়ে ফটো স্লাইড শো তৈরি করতে পারবেন, ডিভিডি ভিডিও বার্ন করতে পারবেন আরও অনেক সুবিধা রয়েছে। ব্যবহার করে দেখুন নিশ্চই ভাল লাগবে।

ডাউনলোড লিংক-http://www.freemake.com/downloads/

3.Free Studio Manager-

এটি একটি ফ্রিওয়্যার মিডিয়া স্টুডিও।এটি দিয়ে অডিও, ভিডিও কনভারট ও বার্ন করতে পারবেন।

ডাউনলোড লিংক-http://download.dvdvideosoft.com/FreeStudio.exe

4.IW I Soft Video Converter-

চরম একটি ফ্রি অলইন ওয়ান মিডিয়া কনভারেটর।এটা দ্বারা খুব সহজেই যে কোন অডিও ভিডিও এবং ইমেজ কনভার্ট করতে পারবেন, তাছাড়া ভিডিও কাটতেও পারবেন।এটি খুব কম রিসোর্স ব্যবহার করে।

ডাউনলোড লিংক-

http://download.iwisoft.com/videoconverter.exe

5.Xmedia Recorde-

এটিও বেশ কাজের অলইন ওয়ান ফ্রি মিডিয়া কনভারেটর।ব্যবহার করে দেখতে পারেন।

ডাউনলোড লিংক-

http://www.videohelp.com/download/XMediaRecode3149_setup.exe

6.Sothink Video Converter- এটিও বেশ কাজের অলইন ওয়ান ফ্রি মিডিয়া কনভারেটর।

ডাউনলোড লিংক-

http://www.myconverters.com/download/videoconverter.zip

7.Quick Media Converter- অলইন ওয়ান ফ্রি মিডিয়া কনভারেটর।

ডাউনলোড লিংক-

http://www.softpedia.com/progDownload/Quick-Media-Converter-Download-93217.html

8.Free Media Converter-এটিও ভাল অলইন ওয়ান ফ্রি মিডিয়া কনভারেটর।

ডাউনলোড লিংক-

http://www.softpedia.com/progDownload/Free-Media-Converter-Download-208590.html

9.E-Z Media Converter-তেমন পরিচিত না হলে এটি ভাল অলইন ওয়ান ফ্রি মিডিয়া কনভারেটর।

ডাউনলোড লিংক-

http://www.planetalsh.com/download/E-Z_Media_Converter_2.0.3_Setup.exe

10.Pazera Video Converters Suite- ফ্রি মিডিয়া কনভারেটর।

ডাউনলোড লিংক-

http://www.pazera-software.com/download.php?id=0023&f=Pazera_Video_Converters_Suite.zip

1 1.Any Video Converter- খুবই পরিচিত একটি অল ইন ওয়ান ফ্রি ভিডিও কনভারেটর। অনেকেই এটা ব্যবহার করে থাকে। এটা দিয়ে ইউটিউব হতে ভিডিও ডউনলোড করতে পারবেন।

ডাউনলোড লিংক- http://www.any-video-converter.com/download-avc-free.php

12.Kigo Video Converter-চমৎকার একটি ফ্রি মিডিয়া কনভারেটর ব্যবহার করলেই বুঝতে পারবেন।

ডাউনলোড লিংক- http://www.kigo-video-converter.com/KigoVideoConverter.exe

13.Handbreak Video Ripper-

এই সফট টা মূলত ভিডিও রিপার।অর্থাৎ এটাদ্বারা আপনি বড় আকারের ভিডিও ফাইলকে কোয়লিটি ঠিক রেখে ছোট আকারে রিপ করতে পারবেন। এর ব্যবহার খুবই সহজ। সফটটির বিস্তারিত ব্যবহার জানতে এই টিউনটি দেথুন-

https://www.techtunes.io/tutorial/tune-id/86573

ডাউনলোড লিংক-

http://handbrake.fr/rotation.php?file=HandBrake-0.9.8-i686-Win_GUI.exe

12.MeGui Video Ripper-

এটিও উন্নতমানের একটি ফ্রি ভিডিও রীপার।তবে এটি দ্বারা ভিডিও রীপ করতে এর সাথে আরও দুটি সাহায্যকারী সফট ইনস্টল করতে হয়। এর ডাউনলোড লিংক ও এটি দ্বারা কিভাবে ভিডিও রীপ করতে হয় তা জানতে হলে এই টিউনটি দেখুন-

https://www.techtunes.io/tutorial/tune-id/86462

যার যেটা ব্যবহার করতে ভাল লাগে সেটা ডাউনলোড করে নিয়ে কাজ করতে থাকুন।আজ এ পর্যন্তই রাখি। আবার অন্য টিউনে দেখা হবে।ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি Syed Mahatab Uddin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই হাই কুয়ালিটির মুভি কনভার্ট করার কোন সফট আপনার জানা থাকলে বলবেন। আর এর মধ্যে যদি কোন টা থাকে তবে বলবেন কারন সব গুলা ডাউনলোড করি নি

Thanks

Apni Free Make Use Korte Paren Eta Valoi Kaj Kore. Tobe Vai Kichu Kichu HD Movie Emon Vabe Rip Kora Thake Jegulo Kono Converter Diye Puro Convert Kora Jai Na.

egulo ki reg & full version ?

Sobguloi Full Version. Free Tai Registration Korar Dorkar Nai.