~~ রিজিউম-এর নিয়ে ভয় !! এবার হবেই জয় ~~

بسم الله الرحمن الرحيم

আসসালামু আলাইকুম, সবাইকে আবারও আজকের পোষ্টের শুভেচ্ছা জানিয়ে লেখা শুরু করলাম। কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে খুবই ভাল আছেন। আমি এই পোস্টটি করার পর অনেকেই আমার ওয়ে ফলো করে উপকৃত হয়েছে ।

বিভিন্ন মাধ্যমে আমাকে ফিডব্যাক জানিয়েছে । এজন্য আমি খুব আনন্দিত । তবে কেউ কেউ এটাও বলেছে তারা ডাউনলোড করতে পারছে কিন্তু রিজিউমের সাপোর্ট পাচ্ছে না । আপনার এ অসুবিধার জন্য আমি দুঃখিত । চেষ্টা করব এই পোস্টের মাধ্যমে তার সমাধান দিতে ।

সাধারনত আমি চেষ্টা করি নতুন কিছু একটু বিস্তারিত ভাবে আলোচনা করতে । আমি ভেবেছি রিজিউমের ব্যাপার সেপার সবার কম বেশি সবার জানা, তাই নতুন করে বলতে গেলে অনেকটা "নানা বাড়ির গল্প মার কাছে বলার" সমান হবে" তাই কিছু বলিনি ।

তাই অনেকটা বাধ্য হয়েই এই পোস্টটি লেখা ।কিন্তু আজকের বিষয় নিয়ে বিস্তারিত বলার কিছু নেই । বলতে গেলে দুই লাইনে শেষ ।

তাছাড়া এই ব্লগে অনেকেই এ বিষয় নিয়ে অনেকে পোস্ট লিখেছে । তারপরেও আমি আপনাদের জন্য নতুন করে লিখছি ।

কিভাবে রিজিউমে ফুল সাপোর্ট পাবেনঃ

দেখতে দেখতে গরমকাল চলে আসছে । সাথে করে নিয়ে আসছে লোডশেডিং কে । আর সবার বাসায় তো আইপিএস লাইন নেই বা থাকলেও পিসির সাথে সংযোগ নেই । UPS-ই বা কতক্ষণ ব্যাকআপ দেয় ??

ধরুন আপনি ৭০০ মেগাবাইটের কোন ফাইল আইডিএম দিয়ে ডাউনলোড করছিলেন । ৫০০মেগাবাইট ডাউনলোড হল মাঝে গেল কারেন্ট চলে , তখন কি করেবন ??

পিসিতেHibernate মুড অন করে দিবেন, কিছুক্ষনের মধ্যে পিসি অফ হয়ে যাবে ।

(এটি শুধু উইন্ডোজ ৭ , ভিস্তা , ৮ এর জন্য)

এখন আসা যাক , Hibernate জিনিসটা কি ??

Hibernate এর সুবিধা হল , আপনি সব কিছু টেম্পোরারি সেভ করে রাখতে পারবেন। আমারা সবাই জানি র‍্যাম একটি অস্থায়ী মেমোরি ,কোন কিছু রান করলে ডেটাগুলো র‍্যামে থাকে ।অর্থাৎ যতক্ষন বিদ্যুৎ প্রবাহিত হয় ততক্ষন এটি মেমোরিতে সংরক্ষন করে । একবার বিদ্যুৎ বিছিন্ন হলেই সব মুছে যায়। যা অনেকটা ব্ল্যাকবোর্ডের সাথে তুলনা করা হয় ।

কিন্তু Hibernate এমন একটা অপশন যার মাধ্যমে পিসি অফ হওয়ার আগে যা যা র‍্যামে কাজ হচ্ছিল তা ফিরে পাবেন পিসি অন করার সাথে সাথে ।

তারপর কারেন্ট আসলো পিসি অন করলে সব কিছু আগের অবস্থায় পেলেন । আইডিএম দিয়ে নামানো ফাইলটা রিজিউম দিলেন কিন্তু ফাইলটা রিজিউম নিচ্ছে না ।

নিচের ছবির মত ম্যাসেজ দেখাচ্ছে 🙁

01

বা

03

তখন ওই ফাইলটা নতুন করে ডাউনলোড করবেন ।

কি আমার কথা পড়ে আঁতকে উঠলেন !! , ভয় পাবার কিছু নেই ।চলুন সামনে যাওয়া যাক O:)

ডাউনলোড শুরু হলে একটু পর ক্যানসেল করেদিবেন ।

02

এবার আইডিএম ওপেন করেন , লাস্টে যে ফাইলটা ক্যানসেল করে দিলেন ওটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে properties ওপেন করেন ।

এখন Address এর পুরো লিঙ্কটা কপি করেন ।

04

তারপরে আগের ফাইলটা অর্থাৎ ৫০০ মেগাবাইট ডাউনলোড হয়েছিল যেটা ওটার properties -এ যান , এবার Address এর লিঙ্ক টা ফুল সিলেক্ট করে ব্যাকস্পেস চাপুন । তারপর Ctrl + V প্রেস করুন । ওকে দিয়ে বের হয়ে আসুন । এখন রিজিউমে প্রেস করে ম্যাজিক দেখুন 😀 ।দেখবেন ফাইলটা ৫০০মেগাবাইটের পর থেকে ডাউনলোড শুরু হয়েছে ।

05

আজ এপর্যন্তই । সবাই ভাল থাকুন সুস্থ থাকুন । সুন্দর রাখুন আপনার পরিবেশকে ।

Have a happy downloading with IDM .

আমাকে ফেসবুকে পাবেন http://www.facebook.com/TheHearBlue

Level 0

আমি Heart Blue। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 72 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai eto kahini na kore refresh download address dilei to hoi :/

    Level 0

    @unknown2: ভাই হয় না বলেই এই way টা বলা , তাছাড়া IPS সার্ভার একবার পরিবর্তন হলে এরপর যদি আপনার ফাইল ডিটেক করতে না পারে তখন রিফ্রেশে কাজ হবে না । আপনাকে তখন এক মাত্র এই পথটাবেছে নিতে হবে ফাইল রিজিউম করতে হলে । ধন্যবাদ ।

Level New

HA HA 😀

ভাই কানের উপর দিয়া ভাত খাওয়ার দরকার কি?

Level 0

আপনাদের এই এক দোষ । বলে দিন ভাই এই না এই । এত গালাগালের দরকার কি ? অনেকেই আছে নিতান্তই অজ্ঞ/নতুন। তারা দেখে একটু শিখুখ ।

কষ্ট করে টিউন করার জন্য ধন্যবাদ ।

    Level 0

    @Ajmir Alam: ভাই ওনাদের বকে লাভ নেই , ওনারা হল জ্ঞানির নাম ধারি নিতান্তই মূর্খ । নিজের ভাল নিজে বুঝে না । এতদিন তো তোরা একটা মাত্র পথ দিয়ে চলতি এখন আরেকজন যখন আরেকটা পথের আলো দেখাচ্ছে উল্টা তাকে বাজেবকা দিচ্ছে । যখন দেখবে ১ জিবি ফাইল ডাউনলোড করতে ৯০০এমবি হয়ে আর রিফ্রেশ নেয় না তখন আমার পোস্ট হন্যে হয়ে খুজবে । ধন্যবাদ আপনাকে ।

      @Heart Blue: ভাই হয়ত আপনি এই সমস্যায় পরছেন কিন্তু আমার আমার হয় নাই । তারপরেও শেয়ার করার জন্য ধন্যবাদ ।

        Level 0

        @নামহীন: দুঃখিত , আমি পোস্টে একটা বিষয় উল্লেখ করতে ভুলে গেছি , আমার লেখা দরকার ছিল , যারা নিজেকে জ্ঞানি , চালাক , বুদ্ধিমান , অ্যাডভান্স , আপডেটেট ভাবেন তারা আমার এই পোস্ট থেকে ১০০০ হাত দূরে থাকবেন ।

        আমার এই পোস্ট তাদের জন্যই শেয়ার করা যারা এধরনের ফাঁদে পরেছে কিন্তাতু জানে না কি করে এ থেকে নিস্তার পাওয়া যায়, যারা জ্ঞান পিপাসু ,যারা নতুন ইউসার শুধু মাত্র তাদের জন্য ।

        ঠিক বলেছেন , আমি এই সমসায় পড়েছিলাম তবে আজ না আরো ৫ বছর আগে , তখন জানতাম না রিজিউম কি জিনিষ , কি করে রিজিউম করতে হয় ইত্যাদি ইত্যাদি । হতে পারে আপনি অনেক কিছু জানেন তাই বলে অন্যকে হেয় করে দেখার অধিকার ও সুযোগ আপনার নেই । ধন্যবাদ আপনাকে ।

      Level 0

      @Heart Blue: heh jara 1 gb namai tara pd chalai na.. lol

        Level 0

        @xShohagh: lol … আপনার কমেন্ট পড়ে অনেকক্ষন হাসলাম । আপনি শুধু একটি গোত্রকে কেন্দ্র করে বিবেচনা করছেন ।

          Level 0

          @Heart Blue: ooops.. aida to pd na… je hare pd resume er tune hosce ami vabcilam aida o pd..

      vi thik bolesen.

    @Ajmir Alam: ভাই আপনি কই দেখলেন যে এখানে গালাগালি করতেছে

      Level 0

      @নামহীন: আমি কমেন্টে কোথায় গালাগালির কথা বলিনি । বলেছি বাজেবকা, যার মানে হচ্ছে কটূউক্তি ।ধন্যবাদ ।

ভাই স্ক্রিন সট গুলো আসে না।

    Level 0

    @Reaz Ul Islam:অন্য ব্রাউজার দিয়ে একটু ট্রাই করেন । ধন্যবাদ ।

ভাই স্ক্রিন সট গুলো আসে না।

ভাই hybernet টা না করলে হবে না?

    Level 0

    @অর্ধশুন্য: কেন হবে না !! অবশ্যই হবে । তবে রিজিউম না নিলে তখন আমাকে বলতে পারবেন না । তাছাড়া হাইবারনেট করতে সমস্যা কি ?? এতে তো আপনার পকেট থেকে বাড়তি খরচ হচ্ছে না । আপনাকে ধন্যবাদ ।

Level 0

মাঝে মাঝে এটা কাজ করে আবার মাঝে মাঝে কাজ করে না। এটা সম্পু্র্ণ সার্ভারের উপর নির্ভর।

    Level 0

    @nosrabd: হুম , আমিও তাই বলেছি সবাই প্রথম কমেন্টে ।ডিটেক করতে পারলে রিফ্রেশে কাজ হবে অন্যথায় হবে না । কিন্তু অনেকেই না জেনে অনেক কথা বলে । ধন্যবাদ আপনাকে ।

আপনাকে ধন্যবাদ । কাজ হয়েছিল, হচ্ছে এবং হবে । কিন্তু মাঝে মাঝে নাও হতে পারে, এটা সম্পু্র্ণ সার্ভারের উপর নির্ভর করে । আশাকরি আবারও লিখবেন জানা অজানা কোন বিষয় নিয়ে । শেষ কথা “আমার ভাল লাগছে”

    Level 0

    @Hasib.cse.pstu: একমত পোষণ করছি । হুম চেষ্টা আছে আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করার । আমার জেনে ভাল লেগেছে যে , আমার পোস্টটি আপনার ভাল লেগেছে । ধন্যবাদ আপনাকে কমেন্ট করে জানানর জন্য । 🙂

Level 0

Thanks For Nice & Usefull Post
My Blog You Can Visit:
School of Blogging Providing with Blogger widgets, blogger tips, blogger tricks, help, hacks and Blogger resources with great blogger tutorials also.

    Level 0

    @MD SOHAG: হুম আপনার ব্লগে ঘুরে আসলাম , ভাল লেগেছে । ধন্যবাদ কমেন্টের জন্য ।

refresh way ta agei jantam. Ebar aro akta way janlam. Thanks for a nice tune.

    Level 0

    @অনিক: এটাও একপ্রকার রিফ্রেশ ,তবে আপডেট ভার্শন 😛 । আপনাকেও ধন্যবাদ ।

Level 0

403 Forbidden
vai download korte parci na..ei lekha ta ase help koren

    Level 0

    @uddom1992: আপনি যে ওয়েবসাইট থেকে ফাইল টা ডাউনলোড করছে ওরা যদি রিজিউম এর ফিচার দেয় ইউসাদের জন্য তবে এটা কার্যকরী । যেমনঃ 4shared.com এ এটা কাজ করবে না । কারন ওরা রিজিউম সাপোর্ট দেয় না ফ্রী ইউসাদের জন্য । ধন্যবাদ কমেন্ট করার জন্য ।

ভাই যখন আমি পিসির সামনে থাকবো না তখন কি পিসি হাইবারনেট করতে হবে? একটু বুঝিয়ে বলুন। আর আপনার টরেন্ট পোষ্টে ও একটা কমেন্ট করেছি যদি পড়ে আমাদের একটু হেল্প করেন তবে অনেক উপকার হবে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি বিষয় টিউন করার জন্য। যারা হার্ডকোর ডাউনলোডার তারা রিজিউম সমস্যায় পড়ে নি এটা আমি মানতে পারলাম না। মাঝে মাঝে 150-200 মেগা ফাইলেই রিফ্রেস কাজ করে না, সেক্ষেত্রে মনে হয়ে এই টিউনটা কাজে লাগবে।

    Level 0

    @Reaz Ul Islam:

    ভাই আমি মনে হাইবারনেট করাটা সেভ , এতে অনাকাঙ্ক্ষিত ক্ষতি হবার চান্স নেই । ধরুনঃ আপনি নোটপ্যাডে কিছু লিখছিলেন পাশাপাশি অন্য কাজ পিসি করছিল হতে পারে সেটা গান শোনা , কনভার্টটিং করা , কোন কিছু ডাউনলোড করা ইত্যাদি , এখন কারেন্ট চলে গেল আপনিও তারাহুরা করে পিসি সাটডাউন করে দিলেন , ভুলেই গেলেন নোটপ্যাডে এর ডেটা সেভ করতে ।তাই আপনি আপনি যদি হাইবারনেট মুডে পিসি অফ করেন তবে অন করার সাথে সাথে সব কিছু আগের অবস্থায় পাবেন ।আশা করি বিষয় টা পরিষ্কার হয়েছে ।

    আমার মনে পড়ে না টরেন্ট পোস্টে এমন কোন কমেন্ট আছে যার কোন রিপ্লাই দেই নি ,আপনি আরেকবার চেক করুন , যদি বাদ পড়ে থাকে আমাকে আপনার সমস্যা ইনফ্রম করুন । সমাধান দেবার চেষ্টা করব । ধন্যবাদ আপনাকে ।

সুন্দর টিউন

thanks brother

Level 0

সত্যিকার অর্থেই একটি ভালো টিউন। ভাই, অনেকবারই এই সমস্যায় পড়ে অযথা অনেক মূল্যবান মেগাবাইট নষ্ট হয়েছে। আপনাকে হৃদয় থেকে ধন্যবাদ এবং অভিনন্দন। জ্ঞানপাপীদের কথায় কর্ণপাত না করাটাই সমীচীন। ওরা অন্যরা সমস্যা থেকে মুক্তি এটা চায় না বলেই এতো ঘ্যানর ঘ্যানর করে। আরেকবার আপনাকে ধন্যবাদ।

    Level 0

    @tanvirbd5: ভাই আমি আপনার কতার সাথে একমত । আপনাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য 🙂

ভাই এটুকু বুঝলাম নাঃ
“এবার আইডিএম ওপেন করেন,লাস্টে যে ফাইলটা ক্যানসেল করে দিলেন ওটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে properties ওপেন করেন।
এখন Address এর পুরো লিঙ্কটা কপি করেন।
তারপরে আগের ফাইলটা অর্থাৎ ৫০০ মেগাবাইট ডাউনলোড হয়েছিল যেটা ওটার properties এ যান,এবার Address এর লিঙ্ক টা ফুল সিলেক্ট করে ব্যাকস্পেস চাপুন। তারপর Ctrl V প্রেস করুন। ওকে দিয়ে বের হয়ে আসুন।”

    Level 0

    @Iron maiden: অর্থাৎ লাস্টে যে ফাইল টা ডাউনলোড করতে গিয়ে ক্যানসেল করে দিলেন ওটার address কপি করবেন । তারপর আগের যে ফাইল টা রিজিউম নিচ্ছিল না ওটার address -এ যান , আগের address বারের address টা মুছে ,কপি করে address টা পেস্ট করেন । তারপর রিজিউম দিলে রিজিউম নিবে ইনশাল্লাহ । 🙂

good tip.

Level New

Jara beshi e oggani tara eita dekhle aro valovabe bujhte parbe asha kori 😀 https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/195092

moja pailam vai :).pd diya ami 1.50 GB file namise kono problem hoilona tooo.kinto apnego hoi ken bojlam na kahine ???

Level 0

প্রথমে আপনাকে ধন্যবাদ ।এতদিন এই ঝামেলাই ছিলাম ।ভাল লাগল । আর ভাল ভাল পোস্ট করুন । আল্লাহ হাফেয ।

Level 0

প্রথমে আপনাকে ধন্যবাদ ।এতদিন এই ঝামেলাই ছিলাম ।ভাল লাগল । আরও ভাল ভাল পোস্ট করুন । আল্লাহ হাফেয ।

Level 0

কমেন্ট মুছে ফেলাটা কিন্তু আপনার দুর্বলতাই প্রকাশ করে। এই রিজিউম নিয়ে লেখা দুই বছর আগেই আমি somewherein blog এ পাইসি। আপনি আমার কমেন্ট মুছে কি নিজের দুর্বলতা ঢাকতে চাচ্ছেন। হয়তো এই কমেন্টটাও আপনি মুছে দিতে পারেন। কিন্তু আপনার বিবেক কে প্রশ্ন করে দেখুন আপনি কি নিজেই এটা বের করেছেন না অন্যের লেখা নিজের বলে চালিয়ে দিচ্ছেন। এভাবে লেখার মাঝে তো কোনো কৃতিত্ব নাই। পারলে নিজে ভাল কিছু লিখুন। atleast কোথা থেকে copy – paste করেছেন তা লিখে দিন।

    Level 0

    @fayezul: আপনি কি প্রমান করতে চাইছেন ?? আমি কপি পেস্ট করিছি ?? পারলে লিঙ্ক দিন । আমি প্রমান করবো কে কপি পেস্ট করেছে । আর আমার পোস্ট শুরু দিকে আমি নিজেও বলেছি এটা নিয়ে অনেক আলোচনা করেছেন ।প্রথমত আপনি আমার পোস্টটি ভাল করে পড়েননি ,পড়লে নিশ্চয়ই এমন বাকবিতন্ড মুলক কথা বলতেন না , পোস্টে কোন জায়গায় বলেছি এটা আমার আবিষ্কৃত অভিনব পন্থা ?
    আমি আমার নিজের মত করে লিখেছি আমার ভিজিটর ভাইদের স্বার্থে । কোন ব্লগে কি হল না হল এটা আমার দেখার বিষয় না । কম বেশি অনেক লেখক একই ব্লগে Zbigz.com নিয়ে পোস্ট করেছে তার মানে কি উনি আরেকজনেরটা কপি পেস্ট করেছে ?? কখনই না । তাই বলে আপনি আন্দাজে লেখকের নামে রিউমার ছড়াবেন আর লেখক তা সহ্য করবে না ।
    তাই আমি বাধ্য হয়ে আপনার কমেন্ট ডিলিট করেছি । আর আপনি কপি পেস্টের সংজ্ঞা জানেন তো ?? আপনাকে নিয়ে আমি সন্দিহান । শুধু বল দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন ।

Level 0

ভাই থাঙ্কস সুন্দর একটা পোষ্টের জন্য ।কিন্তু আপনি যে স্কিন শট এর ফটো দিয়েছেন একটাউ দেখা যাই না।আর এডমিন fayezul কে বলব কে কপি করল কি কাট করে পোস্ট করল তাতে আপনার কিছু যাই আসে না। ভালো লাগলে বলবেন ভাল।নইত সরে থাকবেন।খামাকা তর্কে জড়াবেন না ।

    Level 0

    @patoary: আপনাকে ধন্যবাদ । আমি নতুন করে ছবিগুল আপলোড করছি । আশা করি তখন দেখতে এর সমস্যা হবে না । 🙂

Level 0

অনেক সুন্দর পোস্ট ……
কে কি বলল সেটা দেখার দরকার নাই…… আপনে আপনার মতো এগিয়ে যান ……
আর যারা ওলটা পাল্টা কমেন্ট করেন তাদের বলছি আপনারা এত কমেন্ট না করে নতুন কিছু শেয়ার করেন তাহলেই সবার উপকার হবে … আপনারা যদি এরকম কমেন্ট করেন তাহলে যারা পোস্ট করে তারা আগ্রহ হারিয়ে ফেলবে … দয়া করে কেও গালিগালাজ বা অনাকাঙ্ক্ষিত কমেন্ট করবেন না । সবাই কে আমার পক্ষ থেকে অগ্রিম পহেলা বৈশাঁখ এর শুভেচ্ছা রইল … আল্লাহ হাপেজ ।

    Level 0

    @sharif007: প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য । সবাই যেন আপনার মত চিন্তাভাবনা করে , তার মন মানুষিকতা পরিবর্তন করে । 🙂

    আপনাকেও পেহেলা বৈশাখের শুভেচ্ছা । দিনটি কাটুক অনেক সুন্দর , হয়ে থাকুক স্মরণীয় ।

    শুভ কামনা সবার জন্য ।

খুব-ই সুন্দর টিঊন।