আমরা Print Screen SysRq কী এর মাধ্যমে কম্পিউটারের পর্দার ছবি তুলে থাকে কিন্তু যদি অনেক লম্বা ওয়েব সাইট এর ছবি প্রয়োজন হয় তখন আপনাকে এর আংশিক ছবি তুলে জোড়া লাগাতে হবে।
এই সমস্যার সমাধান পেতে webshot নামের মাত্র ৬১১ কিলোবাই এর ফ্রি সফ্টওয়ার টি ব্যবহার করতে পারেন। আপনি ওয়েব সাইট ওপেন না করেও এটির মাধ্যমে ছবি তুলতে পারেন।
Url Box এ ওয়েব সাইট এর ঠিকানা দিয়ে Output Box এ কোথায় সেভ করবেন ফাইল নাম সহ প্রদান করুণ এবং Start বাটনে ক্লিক করুণ।
নিচের ছবিটি প্রথম আলো ব্লগ এর এই ভাবে তোলা।
আমি mobileclinic। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফায়ারফক্সের Screengrab প্লাগইন দিয়ে আরো সহজে কাজটা করা যায়