উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য একটি অতি জনপ্রিয় আর্কাইভ ম্যনেজমেন্ট সফটওয়ার হচ্ছে WinRAR । সাধারণত এই সফটওয়ারটির মূল্য $২৯ ডলার অর্থাৎ প্রায় ২০০০ টাকা। কিন্তু আমি এমন একটি বিষয় লিখছি যেখান থেকে আপনি এই সফটওয়ারটি বিনামূল্যে এবং বৈধ লাইসেন্স সহ ডাউনলোড করতে পারবেন।
“PC Welt” নামে একটি জারমানী টেক মেগাজিন এর পাঠকদের জন্য এটি সম্পুর্ণ ফ্রি প্রদান করছে।
আপনি নিচের ধাপগুলো অবলম্বন করে WinRAR এর ফ্রি লাইসেন্স গ্রহণ করুন আজই
১। প্রথমে এই লিংক থেকে WinRAR 3.80 ডাউনলোড করুন।
২। এবার এই লিংক থেকে রেজিষ্ট্রিশন ফরম পুরন করুন First name তারপর Last name এরপর ইমেইল এ্যড্রেস এবং আবারও ইমেইল এ্যড্রেস দিন Abschicken ক্লিক করুন।
বিঃদ্রঃ-আমাদের দেশের জন্য এই অফার প্রযোজ্য নয়।
ভয় পেয়েছেন? ভয় পাওয়ার কিছুই নেই নিচের স্টেপ গুলো দেখুন।
ক) প্রথমে এইলিংক এ ক্লিক করে জারমান প্রক্সি সাইট ওপেন করুন।
খ) এবার টেক্সট বক্সে http://covermount.win-rar.com/pcwelt0310/এই লিংক টি কপি করে পেস্ট করুন এবং এন্টার চাপুন। দেখুন রেজিষ্টিশন ফরম ওপেন হয়ে গেছে।
৩। ফরমটি পুরুন করে Abschicken বাটনে ক্লিক করুন। কিছুক্ষনের মধ্যে WinRAR টিম থেকে একটি মেইল পাবেন যেখানে আপনার রেজিষ্ট্রিশন কি ডাউনলোডের জন্য একটি লিংক দেওয়া থাকবে।
৪। মেইল ওপনে করুন ২য় লিংক টি তে ক্লিক করুন লিংকটি এরকম https://covermount.win-rar.com/pcwelt0310/download.php?email=আপনার ইমেইল এড্রেস
৫। এখন rarkey.rar নামে একটি ফাইল ডাউনলোড হবে, এটি যে ফোল্ডারে wrar380.exe এই ফাইলটি ডাউনলোড করেছেন সেই ফোল্ডারে কপি করে রাখুন এবং wrar380.exe ফাইলটি রান করুন। শেষ!!!
এবার উপভোগ করুন একটি ওরিজিনাল লাইসেন্স ধারী সফটওয়ার।
আমি জাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি নিয়মিত http://zcwbd.com এই ঠিকানায় ব্লগ লিখি।
Thanks, I will try now.