Uniblue DriverScanner 2013 এমন একটি অ্যাপ্লিকেশন আপনাকে খুব চমৎকার এবং সহজ উপায়ে এবং সঠিক ড্রাইভার খুজে দিতে সক্ষম। শুধুকি তাই আপনার পিসির চাহিদা অনুযায়ী লেটেস্ট ড্রাইভারটি খুজে ডাউনলোড এবং ইন্সটল করাই হল এর মুল লক্ষ্য। এবং এর সাহায্য পরিকল্পিত ভাবে, ড্রাইভার আপডেট এবং ব্যাকআপ তৈরিকরে মাত্র কয়েক মিনিটের মধ্যে তাদের পুনঃস্থাপন ও করতে পারবেন।
যে ভাবে ব্যাবহার করবেন
প্রথমে সফটওয়্যার টি ডাউনলোড করে রান করে নিন। তারপর অটোম্যাটিক স্কিন শুরু হবে। এবং স্কিন শেষে আপনার পিসির যতগুলি ড্রাইভার আউটঅফডেট আছে বা মিচিং করা সেগুলি দেখতে পাবেন। এবার ডাউনলোড ড্রাইভারে ক্লিক করা মাত্রই আপনাকে সিরিয়াল কী দিতে বলবে। এবং সিরিয়াল কী দিয়ে এক্টিভ করে নিন। থাকুন এবার লেটেস্ট আপডেট এর সঙ্গে।
নোটঃ Uniblue DriverScanner 2013 হল বিশ্বের সর্ব শ্রেষ্ঠ এবং নাম্বার ওয়ান পিসি ড্রাইভার আপডেটার এবং ব্যাকআপ সফটওয়্যা্র। এটা সিরিয়াল কী সহ মেলানো বেশ দুস্কর হয়ে পড়ে। এবং মেলানো খুব কস্টের। আমার প্রয়োজন ছিল বিধায় আমি অনেক দিন ঘুরে ফিরে সব শেষে দেখা পেলাম। তাই আপনার যদি প্রয়োজন থাকে বা লাগতে পারে বলে ভাবেন। তাহলে পিসিতে সেটআপ দিয়ে রাখতে পারেন।
কারন এখানে যে সিরিয়াল কী আমি দিলাম কখন যে এটা ব্লক হয়েযায় এই গেরান্ট্রি আমি দিতে পারবোনা। তাই পিসিতে আগে থেকে সেটআপ দিয়ে রাখলে বিপদে ব্যাবহার করতে পারবেন।
সফটওয়্যার + সিরিয়াল কী টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। সাইজ ৫.১ এমবি
সবাই ভাল থাকুন
এই প্রত্যাশায়
আল্লাহ হাফিজ
আমি jishan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।