সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি । এটি আমার দ্বিতীয় টিউন । আমি জানি অনেকেই যাদের মাদারবোর্ড সিডি নেই তারা ড্রাইভার সিডি নিয়ে অনেক চিন্তা করেন । আমি আজ আপনাদের কিছু ড্রাইভার ডাউনলোডার , ব্যাকআপ-রিস্টোর এবং সফটওয়্যার আপডেটার এপ্লিকেশন সম্পর্কে পরিচয় করিয়ে দিব । এগুলোর মধ্যে কিছু ফ্রি-ওয়্যার, কিছু পেইড সফটওয়্যার । পেইড সফটওয়্যার গুলো আপনারা গুগলে সার্চ বা টরেন্ট থেকে খোজ করলে ফুল ভার্সন পেয়ে যাবেন । এর মধ্যে কিছু কিছু সফটওয়্যার নিয়ে আগেও বিস্তারিত টিউন হয়েছে । তাই আগে যারা টিউন করেছেন তারা এই টিউন নিয়ে কিছু মনে করবেন না । আমি আগেই এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি । তাহলে চলুন শুরু করা যাক:
Driver Genius Pro- এটি পিসি ড্রাইভার ডাউনলোড করার জন্য চমৎকার একটি সফট । তবে বটি ফ্রী নয় এটা কিনে ব্যবহার করতে হয় । তবে খুজলে ফুল ভার্সন পাবেন । কিন্তু সমস্যা একটাই যখনই এর নতুন ভার্সন নামবে তখন পুরোনো ভার্সন টা আর ব্যবহার করতে পারবেন না ।
ডাউনলোড লিংক- http://dl.filekicker.com/send/file/146030-EQZB/drvgenpro.exe (Trial Version)
Driver Easy Pro- এটিও চমৎকার ড্রাইভার ডাউনলোডার সফট । আমার দৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ । কারন এটা দিয়ে সকল ড্রাইভার পাওয়া যায় যা অনেক পেইড সফটওয়্যার দিয়েও পাবেন না । তাছাড়া এটি দিয়ে ড্রাইভার ব্যাকআপ ও রিস্টোর করা যায় । কিন্তু এটিও ফ্রীওয়্যার নয় । তবে ফুল ভার্সন পাওয়া যায় । কিন্তু এটারও ঐ একই সমস্যা যখনই নতুন ভার্সন নামবে তখন পুরোনো ভার্সন টা আর ব্যবহার করতে পারবেন না ।
ডাউনলোড লিংক-
http://www.softpedia.com/progDownload/DriverEasy-Download-149695.html (Trial)
Driver Checker- এটিও বেশ ভালোমানের ড্রাইভার ডাউনলোডার সফট । তবে এটিও ফ্রীওয়্যার নয় । তবে ফুল ভার্সন পাওয়া যায় । ডাউনলোড লিংক- http://www.driverchecker.com/DriverChecker.php (Trial Version)
Super Easy Driver Updater- এটিও বেশ ভালো একটি পেইড ড্রাইভার ডাউনলোডার সফট । তবে ফুল ভার্সন পাওয়া যায় ।
ডাউনলোড লিংক- https://www.supereasy.net/en/usd/dld/0018/SuperEasy-Driver-Updater/ (Trial Version)
Driver Magician- এটিও বেশ ভালো একটি পেইড সফট । তবে এটারও ফুল ভার্সন খোজ করলেই পেয়ে যাবেন । এটি দিয়েও ড্রাইভার ব্যাকআপ ও রিস্টোর করা যায় ।
ডাউনলোড লিংক- http://www.drivermagician.com/download.htm (Trial Version)
Driver Detactive- চমৎকার পেইড সফট । তবে ফুল ভার্সনও পাওয়া যায় ।
ডাউনলোড লিংক- http://c4213555.r55.cf2.rackcdn.com/DriverDetective.exe (Trial Version)
Easy Driver Pro- এটিও একটি পেইড সফট ।
ডাউনলোড লিংক- http://www.easydriverpro.com/download.php
Driver Easy Free Edition- আমার দৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ ফ্রী ড্রাইভার ডাউনলোডার সফট । আমি নিজেও এটি ব্যবহার করি । তবে এটা দিয়ে প্রো ভার্সন এর মত ড্রাইভার ব্যাকআপ ও রিস্টোর করা যায় না । তারপরও ভাল ডাউনলোড করে রেখে দিলেই হয় অ ব্যাক আপ দরকার কি।
ডাউনলোড লিংক- http://www.drivereasy.com/DriverEasy_Setup.exe
3DP Chip- সবচেয়ে ক্ষুদ্র ড্রাইভার ডাউনলোডার সফট । তবে এটা দিয়ে সব ড্রাইভার পাবেন না । আর একটি সমম্যা হল হল ল্যান বা ওয়াইল্যান ড্রাইভার নামাতে গেলে 3DP Net নামে 55mb এর একটি ফাইল নামাতে হয় । যদিও 3DP Net ফাইলটিতে সকল পিসির ল্যান ও ওয়াইল্যান উভয় ড্রাইভারই থাকে ।
ডাউনলোড লিংক- http://www.3dpchip.com/3dpchip/3dp/chip_down_en.php
Driver Agent- একটি ফ্রী ছোট ড্রাইভার ডাউনলোডার সফট ।
ডাউনলোড লিংক- http://driveragent.com/c/instructions
Device Doctor- এটিও একটি ফ্রী ড্রাইভার ডাউনলোডার সফট ।
ডাউনলোড লিংক- http://devicedoctor.com/device-doctor-download.php
Driver Identifier- এটিও ফ্রী ছোট বেশ ভালো ড্রাইভার ডাউনলোডার সফট ।
ডাউনলোড লিংক- http://www.driveridentifier.com/download.php
Smart Driver Updater- ফ্রী ড্রাইভার ডাউনলোডার সফট ।
ডাউনলোড লিংক- http://www.smartpctools.com/driver_updater/
Slim Driver- বেশ উন্নত ফ্রী ড্রাইভার ডাউনলোডার সফট । অনেকেই এটা ব্যবহার করে থাকে ।
ডাউনলোড লিংক- https://www.slimwareutilities.com/slimdrivers.php
Driver Manager- ফ্রী ড্রাইভার আপডেটার , ব্যাকআপ-রিস্টের সফট ।
ডাউনলোড লিংক- http://downloads.drivermanager.com/DriverManager.exe
Driver Max- এটিও ফ্রী ড্রাইভার ডাউনলোডার , ব্যাকআপ-রিস্টের সফট ।
ডাউনলোড লিংক- http://small.drivermax.com/soft/dmx/drivermax.exe
Driverskit- এটিও ফ্রী ড্রাইভার ডাউনলোডার । ডাউনলোড লিংক- http://www.driverskit.com/stw_lp/umd/
Double Driver- এটি একটি জনপ্রিয় ফ্রি ড্রাইভার ব্যাকআপ-রিস্টোর সফট ।
ডাউনলোড লিংক- http://www.boozet.org/download.htm
Dreiver Backup- ফ্রি ড্রাইভার ব্যাকআপ-রিস্টোর সফট ।
ডাউনলোড লিংক- http://www.softpedia.com/progDownload/DriverBackup-Download-90152.htm
Driverspack- এটা দিয়ে ড্রাইভার সিডি তৈরি করতে পারবেন । কিভাবে করা য়ায় তা নিয়ে পূর্বের এই টিউন টি হয়েছে । ডাউনলোড লিংক- http://driverpacks.net/
Driver Magician Lite (Portable)- ফ্রী ড্রাইভার ব্যাকআপ-রিস্টোর সফট ।
ডাউনলোড লিংক- http://www.softpedia.com/progDownload/Windows-Portable-Applications-Portable-Driver-Magician-Lite-Download-103696.html
File Hippo Update Checker- এটি ইনস্টল করে আপনি আপনার পিসিতে যেসব সফটওয়্যার ইনস্টল করেছেন সেগুলোর আপপেডেট ভার্সন নেমেছে কিনা তা দেখতে ও আপডেট ভার্সনটি ডাউনলোডও করতে পারবেন । এটি নিয়েও পূর্বে এই টিউন টি হয়েছে ।
ডাউনলোড লিংক- http://fs40.filehippo.com/7016/58b4201734044125b2f8acc3ed7849fd/FHSetup.exe
এখানে উল্লেখ্য যে পেইড ড্রাইভার ডাউনলোডার সফটগুলোর ট্রায়াল ভার্সন গুলো দ্বারা আপনি শুধুমাত্র ড্রাইভার গুলো দেখতে পারবেন তবে নামাতে পারবেন না ।
ড্রাইভার ডাউনলোডার সফট ছাড়া ইচ্ছা করলে সংশ্লিষ্ট পিসি উৎপাদনকরীর ওয়েব সাইট থেকেও আপনার ড্রাইভার নামাতে পারবেন । তাছাড়াও গুগলে আপনার পিসি মডেল নং দিয়ে সার্চ করেও বিভিন্ন ওয়েব সাইট হতে ড্রাইভার নামাতে পরেবেন ।
তাছাড়াও ড্রাইভার ডাউনলোডের জন্য নিম্নলিখিত ফ্রি ড্রইভার ডউনলোড সাইটগুলোতেও ঢু মেরে দেখতে পারেন:
. 1. http://drivers.softpedia.com/ 2. http://www.driverzone.com/
. 3. http://www.drivers.com/ 4. http://www.nodevice.com/driver/category/
. 5. http://www.driverstock.com/ 6. http://www.directron.com/drivers.html
. 7. http://www.driverguide.com/
এছাড়াও এরকম আরও অনেক সাইট খোজ করলেই পেয়ে যাবেন ।
আপনাদের উদ্দেশ্যেই টিউনটি করা । কারও কাজে লাগলেই টিউনটি স্বার্থক হবে । টিউনে কোন ভুল-ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এ পয্যর্ন্তই রাখি । পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোন টিউন নিয়ে । সবাইকে ধৈয্য ধরে টিউনটি পড়ার জন্য ধন্যবাদ ।
আমি Syed Mahatab Uddin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব ভাল লাগলো টিউন টি পড়ে । আমি ড্রাইভার ইসি সফটওয়্যার টি ব্যবহার করি , জটিল কাজের একটি সফটওয়্যার