অনেক সময় পেন ড্রাইভ বা মোবাইল বা যেকোনো কিছু কম্পিউটার এ কানেক্ট করলে এই বার্তা আসে DEVICE DRIVER NOT FOUND উইন্ডোজ এ অনেক ড্রাইভার প্রি ইন্সটল থাকে। কিন্তু দীর্ঘদিন উইন্ডোজ আপডেট না করানর কারনে নতুন এক্সেছরি গুলো কানেক্ট হয় না। আবার উইন্ডোজ আপডেট করান অনেকে ঝামেলা মনে করে। প্রচুর মেগাবাইট খরচ হয়।
এছাড়া পুরনো ড্রাইভার কম্পিউটার এর পারফরমেন্স অনেক কমিয়ে দেয়, অনেক ক্ষেত্রে ড্রাইভার আপনার হার্ডওয়্যার এর সাথে ম্যাচ না করলে ক্ষতিও হতে পারে।
আবার আপনার হার্ডওয়্যার এর সাথে সামঞ্জস্য ড্রাইভার পাওয়া দুষ্কর না, প্রায় অসম্ভব।
এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন আজকেই। নিয়ে এলাম অসাধারন একটি সফটওয়্যার DRIVER AGENT ।
ব্যাবহার করা খুব সহজ। নিচের ছবি গুলো দেখে নিনঃঃ
১) প্রথমে ফাইল টি ডাউনলোড করুন।
২) এর পর আনজিপ করে ফাইল টি রান করুন। রান করলে সাথে সাথে স্ক্যান করা শুরু হবে। আপনার ইন্টারনেট কানেকশন অবশই অন থাকতে হবে।
৩) ৫-১০ সেকেন্ড এর মধ্যেই কাজ শেষ হবে। এরপর নিচের মত স্ক্যান এর ফলাফল দেখাবে। এবার প্রয়োজন মত ডাউনলোড করে নিন DOWNLOAD বাটনে ক্লিক করে। যদি পূর্বে কোন ডিভাইস এর জন্য Dirver Not Found দেখায়, তাহলে ফলাফল থেকে খুজে ডাউনলোড করে নিন। সোজা না?
*আপনার উইন্ডোজ আপডেট করুন, আপনার পিসির স্বাস্থ্য ভাল রাখুন।
কার কার এই সমস্যা ছিল, কমেন্ট করে জানান?
আমি Abu Sayem। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যদিও টিউন টি অত্যন্ত চমত্কার, টিউনার কে একটি প্রশ্ন করতে চাই, এই সফ্টওয়্যার টি অফলাইন based না হবার কারণে, অনলাইন ছাড়া ড্রাইভার ডাউনলোড shomvob না। এখন যদি ড্রাইভার ই না থাকে তখন নেট এ ঢোকা অনেক সময় নাও possible হতে পারে। এজন্য অফলাইন based ইউনিভার্সাল ড্রাইভার এর যুগ অনেক আগে থেকেই শুরু হয়েছে। Size টা বড় 2.5 -3 জিবি। কিন্তু পুরো নিশ্চিন্ত। সবচেয়ে সুখের কথা: এটা Distributed for FREE
Under the GNU GPL license.