শেষ হয়ে গেলো একুশে বইমেলা। আশা করি ঢাকার সবাই অন্তত একবার গিয়েছেন, যারা ঢাকার বাইরে আছেন তারা অন্তত একবার মিস করেছেন !
যাইহোক আজকে আমি একুশে বইমেলার কিছু জনপ্রিয় লেখকের বই শেয়ার করব। আগেই বলে রাখি সব ক্রেডিট মূল আপলোডকারীর যিনি/যারা কষ্ট করে বইগুলো স্ক্যান+আপলোড করেছেন। তো শুরু করা যাক,
১। দেয়াল-হুমায়ুন আহমেদ
এবারের বইমেলার সবচেয়ে আলোচিত বই যা প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের শেষ বই।
ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক এখানে।
২। হিজিবিজি-হুমায়ুন আহমেদ
কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের আত্নজীবনীমুলক বই।
৩।ইস্টিশন-মুহাম্মদ জাফর ইকবাল
মুহাম্মদ জাফর ইকবাল-এর নতুন বই, স্ট্রীট চাইল্ডদের নিয়ে লেখা একটি কিশোর উপন্যাস।
৪।গাব্বু-মুহাম্মদ জাফর ইকবাল
মুহাম্মদ জাফর ইকবাল-এর আরও একটি কিশোর উপন্যাস।
box ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক এখানে।
৫।একাত্তরে একদল দুস্টু ছেলে-আনিসুল হক
আনিসুল হকের মুক্তিযুদ্ধ বিষয়ক নতুন উপন্যাস।
৬।ভালোবাসি আশ্চর্য মেঘদল-আনিসুল হক।
৭।নিউইয়র্কে হুমায়ুন আহমেদের চিকিতসা ও অন্যান্য প্রসঙ্গ-প্রবীর বসু।
box ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক এখানে।
৮।অশ্বডিম্ব-আনিসুল হক।
আনিসুল হকের নতুন রম্যরচনা।
Mediafire ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক এখানে।
৯।সিসেম দুয়ার খোলো-নাসরীন জাহান
১০। দ্যা ব্ল্যাক অবিলিস্ক- এরিক মারিয়া রেমার্ক অনুবাদঃ শেখ আব্দুল হাকিম
আরও বই পেতে নিচের সাইটগুলো ভিজিট করতে পারেন। বর্তমানে এই তিনটি সাইটে মোটামুটি নিয়মিত নতুন বই আপলোড হচ্ছেঃ
১। আমারবই.কম
আজ এ পর্যন্তই। অফিসে কাজ ছিল না বলে বসে বসে একটু খই ভাজলাম।
সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন।
আমি রনি০৬০০০৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 356 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ share করার জন্য