সবাইকে স্বাগতম আমার আজকের টিউনে। আশা করি সবাই ভাল আছেন। কম্পিউটার চালানোর সময় আমরা অনেক প্রয়োজনীয় ফাইল বা তথ্য Delete করে বসি এবং পরে যখন তা প্রয়োজন হয় তখন আমাদের কিছুই করার থাকে না। তাই আজকে আমি আপনাদেরকে একটি অসাধারণ Data Recovery সফটওয়্যার উপহার দেব, যার নাম Easy Recovery Professional V6 । আমার দেখা সবচেয়ে শক্তিশালী এবং বেস্ট Data Recovery সফটওয়্যার এটি। এটি যে কোন Delete অথবা Format করা ফাইল Recovery করতে পারে এমন কি এটি দিয়ে আপনি Format হওয়া পেনড্রাইভ বা মেমরি কাডের ডাটাও Recovery করতে পারবেন ।
এটি এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে Disk Diagnostics, Data Recovery, File Repair এবং E-mail Repairও করা যায়।
এখানে ক্লিক করুন ডাউনলোড করার জন্য ( প্রায় 35.00 MB )
২য় লিঙ্কঃ এখানে ক্লিক করুন ডাউনলোড করার জন্য ( প্রায় 35.00 MB )
আশা করি আপনাদের উপকারে আসবে। উপকারে আসলে আমাকে Comment করতে ভুলবেন না।
আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...
এইটা আমি use করছি। এর চেয়ে EASEUS Data Recovery Wizard 4.3.6 টা অনেক অনেক অনেক ভাল।