আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আমরা অনেক সময় নেট এবং কম্পিউটারের কাজে এমন ব্যাস্ত হয়ে যাই, আজান দিলে ও তার শব্দ আমাদের কানে আসে না । যার কারনে আমাদের অনেকেরই জামাতের সাথে নামাজ পড়তে পারি না, আর এমন হবে না আজ আপনাদের জন্য নিয়ে আসলাম আযান দেওয়ার অসাধারন এক সফটওয়্যার যার মাধ্যমে আপনি আপনার এলাকার নামাজের টাইম সিলেক্ট করে দিন তাহলে আজানের সময় হলে অটোমেটিক আজান দেওয়া শুরু হবে। তাহলে আপনার আর জামাতে নামাজ মিস হবে না। আরো অনেক সুন্দর ফিচার রয়েছে যেমন, কেবলা নির্নায়ক, হিজরী ক্যালেন্ডার এবং পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন মসজিদের সুন্দর সুন্দর আযান।
এখন নামাজের সময় হলে আপনাকে স্বরণ করিয়ে দিবে আপনার পিসিতেই ।
কম্পিউটার চালু করার সময় বিসমিল্লাহির রাহমানির রাহীম তেলাওয়াত করবে।
আপনি নির্দিষ্ট ওয়াক্তের জন্য আযান সিলেক্ট করে দিতে পারবেন।
এছাড়াও এটা আপনাকে পরবর্তী নামাজের কত ঘন্টা কত মিনিট এবং কত সেকেন্ড বাকী আছে তা জানিয়ে দেবে। পৃথিবীর যে কোন স্থানের নির্দিষ্ট দিন, মাস ও বছরের নামাজের স্থায়ী সময়সূচী আপনি এর মাধ্যমে জানতে পারবেন।
তাহলে আর দেরী না করে এখান থেকে ডাউনলোড করে নিন। সাইজ-৮ মেগাবাইট
আমার কাছে অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছে ভাল লাগবে আমার
বিশ্বাস।
বিঃ দ্রঃ আযান শেষে আযানের দোয়া পড়তে ভুলবেন না।
আল্লাহ হাফেজ
ফেইসবুকে আমি
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
@ হোছাইন ভাই, এটা নিয়ে আগে টিউন হয়েছে তারপর ও আগে যারা দেখেন নাই তাদের কাজে লাগবে।
টিউনের টাইটেল টা নতুন আযান না বলে আযান দেওয়ার অসাধারন এক নতুন সফটওয়্যার (অবশ্যই আপনার কাজে লাগবে) লিখলে ভালো হয়। আশা করি বিষয়টা পজিটিভলি নিবেন।