কেমন আছেন সবাই??
আশা করি ভালো...আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি Acronis True Image Home 2013 এর ফুল ভার্সন।
পিসি ইউজ করে কিন্তু Acronis True Image Home এর সাথে পরিচিত নয় এমন পাবলিক বোধহয় খুব কমই আছে। তার পর ও যারা এই সফটওয়্যারটির সাথে পরিচিত নন, তাদের জন্য বলছি।
"Acronis True Image Home" হল Acronis এর একটি সফটওয়্যার। এটি মুলত পিসির ড্রাইভ ব্যাকআপ ও রিকভার করার কাজে লাগে। এটি খুব দ্রুত ড্রাইভ এর ব্যাকআপ নিতে ও রিস্টোর করতে পারে। আমি এটি ব্যাবহার করে মাত্র ৫ মিনিটেই আমার পিসি সেটাপ দিতে পারি, তাও আবার আমার সকল প্রয়োজনীয় সফটওয়্যার ও সেটিংস সহ। অনেক সময় নানা কারনে আমাদের হার্ডডিস্ক ফরম্যাট হয়ে যায়, আর তখন পরতে হয় মহা বিপদে। কিন্তু আপনি যদি আপনার কম্পিউটার এর প্রয়োজনিও ড্রাইভ এর ব্যাকআপ রাখেন তাহলে আপনাকে আর চিন্তা করতে হবে না। আর এই ব্যাকআপ নেয়ার কাজে অত্যন্ত পারদর্শি একটি সফটওয়্যার হলো Acronis True Image Home। কিন্তু এই সফটওয়্যারটির বাজার মুল্য হলো $49.99 USD। সফটওয়্যারটির অফিসিয়াল সাইট ভিসিট করতে এখানে ক্লিক করুন এবং এই সফটওয়্যারটির সম্পর্কে আরো জানতে এই টিউনটি দেখুন।
আজ আমি আপনাদের জন্য এই সফটওয়্যারটির লেটেস্ট ভার্সন ২০১৩ নিয়ে এসেছি। আমি এর আগে Acronis True Image Home এর ২০১২ ভার্সন ব্যাবহার করতাম। কিন্তু আমি বর্তমানে উইন্ডোজ ৮ ব্যাবহার করছি। আর আমার উইন্ডোজ ৮ এ Acronis True Image Home ২০১২ রান হয় নি। তাই খোজা খুজি শুরু করি আর এক সময় পেয়েও যাই Acronis True Image Home এর লেটেস্ট ২০১৩ ভার্সনটি। আর আজ এটিই আমি আপনাদের সাথে শেয়ার করবো। যারা এর আগে এই সফটওয়্যারটি ব্যাবহার করেন নি, তারা একবারের জন্য হলেও এই টুলটি ব্যাবহার করে দেখবেন। আমি নিশ্চিত যে আপনাদের ভালো লাগবে...
যাক কাজের কথায় আসি। আমি এই সফটওয়্যারটির Crack ভার্সন আজ আপনাদের সাথে শেয়ার করবো।
প্রথমেই এই লিঙ্ক থেকে সফটওয়্যারটির ট্রায়াল ভার্সন টি ডাউনলোড করে নিন। তারপর এখান থেকে Crack ফাইলটি ডাউনলোড করে নিন। Crack করার নিয়ম Crack ফাইলের সাথেই দেয়া আছে একটি রিডমি ফাইলে। তার পরেও যদি কারো Crack করতে সমস্যা হয় তবে নিচের ভিডিও টিউটোরিয়ালটি দেখুন।
https://www.youtube.com/watch?v=qqb_xo5-FCo
আর যারা যারা ইউটিউব থেকে ভিডিও দেখতে পারছেন না বিভিন্ন কারনে, তারা এখান থেকে টিউটোরিয়াল টি ডাউনলোড করে দেখতে পারেন........
আমার ব্লগ ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। ভালো থাকবেন............
আমি নেটিজেন।। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
hello Boss can you give me this soft for windows server 2003