আমাদের পিসি কে সুস্থ রাখতে আমাদের পিসি এর সফটওয়্যার গুলো নিয়মিত আপডেট করা উচিত । কিন্তু প্রতিটা সফটওয়্যার এর আপডেট Available কিনা সেটা খোঁজা খুব সময়সাপেক্ষ ব্যাপার । তাই আজ আপনাদের জন্য আজ আমি একটা অসাধারন সফটওয়্যার নিয়ে এসেছি যেটা দিয়ে আপনি খুব সহজেই Available আপডেট গুলো দেখতে পাবেন । সফটওয়্যারটার নাম File Hippo Update Checker . আপনি যখনই নেট কাণেক্ট করবেন তখনই সফটওয়্যারটা চেক করে নেবে কোন আপডেট Available আছে কিনা । আর আনন্দের কথা যেটা হল সফটওয়্যারটা পুরো ফ্রি আর ভাইরাস ফ্রি । তাহলে এখুনি Download করে নিন সফটওয়্যারটা । Download করতে এখানে ক্লিক করুন । কি ? Download করা হয়ে গেল ? তাহলে চলুন এবার ইন্সটল করি সফটওয়্যারটা । .exe ফাইলটা রান করুন । এরপর নীচের মত একটা উইন্ডো পাবেন । সেখান থেকে সিলেক্ট করুন আপনার ভাষা । আমি English সিলেক্ট করেছি । এরপর NEXT এ ক্লীক করে I agree তে ক্লিক করুন । এরপর আপনার যে গুলো দরকার সেগুলো সিলেক্ট করে নিন । আমার তিনটেই দরকার তাই আমি তিনটে সিলেক্ট করেছি । এরপর আপনি কোথায় সফটওয়্যারটা ইন্সটল করতে চান সেটা সিলেক্ট করুন । তারপর ইন্সটল এ ক্লিক করুন । ব্যাস কাজ শেষ আপনি সফটওয়্যারটা ইন্সটল করে ফেলেছেন । এরপর দেখবেন টাস্ক বার এ একটা ছবি চলে এসেছে । সেটা আপনাকে বলে দিবে আপডেট Available আছে কিনা । যদি থাকে তাহলে ছবিটাতে দুবার ক্লীক করুন । এরপর একটা নতুন Window খুলবে আপনার Default ব্রাউজার এ । সেখান থেকে সিলেক্ট করে নিন আপনি কোনগুলো ডাউনলোড করবেন । আজ আর বেশী কিছু লিখবো না । ভালো থাকবেন । অসুবিধা হলে কমেন্ট করবেন , কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন । ধন্যবাদ । শুভ রাত্রি । আর পারলে আমার আগের একটা গুরুত্বপূর্ণ টিউন পড়ে নিতে পারেন ।
আমি Raja Banerjee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 264 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
xp te to taskbar a icon asche na