বাংলা ভাষায় এপর্যন্ত যত গুলো কুরানের অনুবাদ internete এ বের হয়েছে তার অধিকাংশই PDF ফাইল। দুয়েকটি সফটওয়্যার জাতীয় থাকলেও তার আনুষঙ্গিক সুযোগ সুবিধা খুবই নগণ্য। আমি এখন আপনাদের সাথে যে সফটটি শেয়ার করবো, আল্লাহর রহমতে তা আপনাদের প্রায় সকল চাহিদা পুরন করবে বলে বিশ্বাস করি।
এই সফটটির সবচেয়ে বড় সুবিধা হল এখান থেকে আপনি বাংলা, ইংরেজি ও আরবি সহ প্রায় ৪০টি ভাষায় কুরআন পড়া ও Search করার সুবিধা পাবেন। যেমনঃ কুরআন থেকে আপনি জানতে চান যে নামাজ সম্পর্কে কি কি আয়াত আছে। এর জন্য আপনি নামাজ লিখে সার্চ দিলে নামাজ সম্পর্কিত সকল আয়াত মুহূর্তেই পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। যেই সফটওয়্যারটির মাধ্যমে এই কাজগুলো করবেন তার নাম Zekr বা জিকর। এটি নিয়ে যদি এর পুরবে এমন টিউন হয়ে থাকে তবে আমাকে বলবেন আমি এটি ডিলিট করে দেব।
প্রথম ধাপ : Zekr ডাউনলোড ও ইন্সটল :
Zekr ইন্সটল করতে আপনার জাভা রানটাইম -এর প্রয়োজন হবে। এখান থেকে তা ডাউলোড করে ইন্সটল করে নিন। আপনার পিসিতে পূর্বে থেকেই তা থাকলে নতুন করে ডাউনলোড করার প্রয়োজন নেই।
এরপর ‘Zekr‘ ডাউনলোড করে নিন। লিংক : http://zekr.org/quran/quran-for-windows । এখান থেকে ‘ডাউনলোড’ -এ ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এরপর স্বাভাবিক নিয়মেই তা ইন্সটল করুন।
তারপর বাংলা Translation ফাইলটি যেখানে ডাউনলোড করেছেন, সে জায়গাটি নির্দেশ করুন। ব্যস, বাংলা অনুবাদটি ইন্সটল হয়ে যাবে।
View>Translation>bn_BD মাউলানা মুহিউদ্দিন খান -সিলেক্ট করুন।
ব্যস, বাংলা অনুবাদ আপনার সফটওয়্যারে ডিফল্ট হিসেবে থাকবে। এরপর কখনো ইংরেজি অনুবাদ দেখার প্রয়োজন হলে একই নিয়মে ইংরেজি অনুবাদ সিলেক্ট করে নিন।
Tools>Options>View এ ক্লিক করুন। চিত্রের মতো করে শেষ দুটি ভ্যালু যুক্ত করুন।
ভ্যালু দুটি যুক্ত করতে প্রথমে নিচে Add (+) ক্লিক করুন। নতুন উইন্ডো আসবে। সেখানে নিচের চিত্রের মতো করে ‘trans_bn_fontName’ লিখুন। এরপর Ok দিন।
একই ভাবে আরেকটি ভ্যালু যোগ করুন। Add এ ক্লিক করে ‘trans_bn_fontSize’ লিখে Ok দিন।
এরপর trans_bn_fontName এর ডানে ‘Value’ ঘরে ক্লিক করে ‘SolaimanLipi’ লিখুন। আর ‘trans_bn_fontSize’ এর ডানে ‘Value’ ঘরে ’12′ লিখুন। এরপর Apply দিয়ে Ok দিন। বাংলা ফন্টগুলো এখন স্মুথ দেখাবে।
তবে হ্যাঁ, Solaiman Lipi ফন্টটি আপনার সিস্টেমে না থাকলে অন্য কোনো ইউনিকোড ফন্ট নির্দেশ করতে পারেন। আবার যে ফন্ট আছে তা রেখেই শুধু সাইজ বড় করে নিতে পারেন। এ ক্ষেত্রে কেবল দ্বিতীয় ভ্যালুটি Add করলেই হবে।
এই সফটওয়্যারটি বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারবেন আপনি।
১. বাঁ পাশ থেকে সূরা ও আয়াত সিলেক্ট করে Go ক্লিক করুন।
২. বাঁ পাশে নিচে Search বক্সে Quran সিলেক্ট করে আরবিতে লিখে সার্চ করতে পারেন।
ফলাফল :
৩. Search বক্সে Translation সিলেক্ট করে বাংলায় লিখে সার্চ করতে পারেন।
ফলাফল :
৪. সার্চ রেজাল্টে আরবি ও অনুবাদে আয়াতের শেষে সূরার নাম ও আয়াত নম্বরের ওপর মাউস ধরলে রেফারেন্সে ব্যবহারের জন্য সূরা ও আয়াতের সংখ্যাদ্বয় দেখতে পাবেন।
৫. আবার তাতে ক্লিক করলে সংশ্লিষ্ট সুরার সংশ্লিষ্ট আয়াতে চলে যাবেন।
এছাড়া আরো বিভিন্ন ভাবে সফটওয়্যারটি থেকে উপকৃত হতে পারবেন। আশা করি এর মাধ্যমে কুরআন সহজে বোঝা, কুরআন নিয়ে গবেষণা করা এবং তার উপর আমল করা সহজ হবে। আল্লাহ তায়ালা এর সাথে সংশ্লিষ্ট সবাইকে উত্তম প্রতিদান দিন। আমীন। সেই সাথে সবার মন্তব্য আশা করছি।
একটু সময় পেলে সদ্য তৈরি করা আমার ব্লগ আপনি জানেন কি থেকে ঘুরে আসার দাওয়াত রইল।
আমি Maars। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুবই সাধারণভাবে একজন মানুষ আমি। তবে একটু ব্যাতিক্রম। ব্যাতিক্রম জিনিস সবাই একটু পছন্দ করেতো তাই আরকি।
জিকির সফটি কি ফুল ভার্সন ?