আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তাদের প্রতিনিয়ত কোন না কোন গান, মুভি, গেইমস্, সফটয়্যার ইত্যাদির লিঙ্ক খুজতে হয় ডাউনলোড করার জন্য। কিন্তু সে সব কি খুব সহজে পাওয়া যায়। মাঝে মাঝে অনেক মেজাজ খারাপ হয় যখন তা পাওয়া না যায় 🙁 আপনি যদি গুগলে সার্চ দেন তাহলে দেখা আপনার মনের মত লিঙ্ক পাচ্ছেন না। আর যদি এমন হয়... মনে করুন আপনি কোন মুভি ডাউনলোড করবেন তখন সার্চ দিলে শুধু সেই মুভিরই ডাউনলোড লিঙ্ক আসবে এমনকি রেপিডশেয়ার, মিডিয়াফায়ারম, মেগালোড, হটফাইল ইত্যাদি ফাইল হোস্টিং সাইটের ডাউনলোড লিঙ্ক হয় তবে কেমন হয় 🙂 এমন একটি সাইট আছে যেখানে আপনি এই কাজটি সহজে করতে পারবেন... সাইটি হলো ফাইলস্ টিউব ( FilesTube.com )
এই সাইটে আপনি জনপ্রিয় ফাইল হোস্টিং সাইট গুলো থেকে ডাউনলোড লিঙ্ক পাবেন। সাধারনত ফাইল হোস্টিং সাইট গুলো সার্চ অপশন দেয় না। আপনি চাইলে এই সাইট থেকেও ফাইল হোস্টিং সাইট গুলোর লিঙ্ক খুজতে পারেন। আপনি যদি রেপিডশেয়ারের ডাউনলোড লিঙ্ক খুজতে চান তবে আপনাকে সার্চ অপশনে যা খুজতে চান তা লিখে সার্চ দেয়ার পর দেখবেন তার বাম পাশে ফাইল রেপিড শেয়ার সহ আরো নানা রকম সাইট আছে... তবে সব সাইটে সার্চ করা ভালো। এছাড়া আপনি কি ধরনের ফাইল সার্চ করবেন সে সুবিধাও আছে সার্চ বারের সাথে দেখবেন All / AVI, MP3, MPEG, RAR আরো অপশন আছে।
FileTube যে সাইট গুলো থেকে লিঙ্ক সংগ্রহ করা হয় :-
তো আর দেরি কেন এখনি ডাউনলোড করুন আপনার কাঙ্খিত মুভি, গান, গেইমস্, সফটয়্যার আরো অনেক কিছু.. জাস্ট সার্চ করে লিঙ্ক গুলো নিয়ে.. 😉
ধন্যবাদ সবাইকে ...... সেই শুভকামনায়
না বি ল
আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ শেয়ার করার জন্য