যে কোন ওয়েব সাইটে প্রবেশ নিয়ন্ত্রণ করুন, একটি ছোট্ট সফটওয়্যার দিয়ে

বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভাল। আজ আমি আপনাদের এমন একটি সফটওয়্যার উপহার দেব, যার মাধ্যমে আপনি ইচ্ছে করলে আপনার কম্পিউটার থেকে যে কোন ওয়েব সাইটে অনাকাঙ্খিত কারো প্রবেশ নিয়ন্ত্রণ করতে পারবেন। যেমন, আপনি যদি চান আপনার কম্পিউটার থেকে বিশেষ কিছু সাইটে কেউ প্রবেশ করতে না পারুক, তাহলে আপনি এই সফটওয়্যারটি ব্যবহার করে তা করতে পারবেন। এটি একটি ছোট্ট সফটওয়্যার (মাত্র ৬০১ কে.বি.)।

ডাউনলোড লিংক:

এখানে ক্লিক করুন

ব্যবহার বিধি:

সফটওয়্যারটি ডাউনলোড করে সেটআপ করে নিন। ডেস্কটপে এর একটি শর্টকাট আইকন যুক্ত হবে। আইকনটিতে ডাবল ক্লিক করুন। নিম্নরূপ পাসওয়ার্ড বক্স প্রদর্শিত হবে।

Pic0

যেহেতু আপনি প্রথম বারের মত সফটওয়্যারটি ব্যবহার করছেন, তাই এর জন্যে কোন পাসওয়ার্ড প্রয়োজন হবে না। Ok বাটনে ক্লিক করুন। প্রোগ্রামটি চালু হবে। এবার আপনি ইচ্ছে করলে Set Password এ ক্লিক করে আপনার ইচ্ছামত পাসওয়ার্ড সেট করতে পারেন।

প্রোগ্রামটি চালু হলে নিম্নের মত একটি উইন্ডো দেখতে পাবেন।

Pic2

লক্ষ্য করুন, এখানে দু’টি সাইট যুক্ত করা আছে। এখন আপনি যদি এ সাইটগুলোর কোনটিতে প্রবেশ বন্ধ করতে চান, তাহলে এর বামপাশের চেক বক্সে ক্লিক করে টিক চিহ্ন দিন। তারপর Save and Exit বাটনে ক্লিক করুন। এরপর ব্রাউজারে গিয়ে ব্লক করা সাইটটি ব্রাউজ করার চেষ্টা করুন। দেখবেন, এটি ওপেন হচ্ছে না।

তালিকায় সাইট যুক্ত করা:

Pic1

আপনি ইচ্ছা করলে যে কোন সাইটকে ব্লক করার জন্য লিস্টভূক্ত করুন। তবে লিস্টভূক্ত করলেই সাইটটি ব্লক হবে না। লিস্টভূক্ত করার পর এটিতে টিক মার্ক যুক্ত করতে হবে। অর্থাৎ যে টাইটেলগুলোতে টিক মার্ক থাকবে, শুধু সেগুলোই ব্রাউজ করা যাবে না। তালিকায় নতুন সাইট যুক্ত করার জন্যে Title বক্সে সাইটটির জন্য একটি শিরোনাম দিন। এই শিরোনামটি তালিকায় প্রদর্শিত হবে, যাতে আপনি পরবর্তীতে সাইটটি সনাক্ত করতে পারেন। এরপর Address এর বক্সে http:// অংশটুকু বাদ দিয়ে ঠিকানার বাকী অংশ লিখুন বা পেস্ট করুন। এবার Add বাটনে ক্লিক করলে, সাইটটি আপনার তালিকাতে যুক্ত হবে। এখন যদি আপনি এই সাইটটি ব্লক করতে চান, তাহলে এর বামপাশে ক্লিক করে টিক চিহ্ন দিন। আপনি তালিকা থেকে যখন যে টাইটেলটি নির্বাচন করবেন, সে টাইটেল এর ঠিকানাটি তালিকার নীচে প্রদর্শিত হবে।

তালিকা থেকে সাইট বাদ দেয়া:

Pic3

আপনি যদি তালিকা থেকে কোন সাইট বাদ দিতে চান তাহলে, সে সাইটটি নির্বাচন করে Remove বাটনে ক্লিক করুন। তবে কোন সাইটের ব্লক বাতিল করতে হলে, সাইটটি Remove না করে, শুধু তার টিক চিহ্নটি তুলে দিলেই হবে।

সবশেষে Save and Exit বাটনে ক্লিক করুন।

কৈফিয়ত:

আমি সময় স্বল্পতা তথা ব্যস্ততার কারণে সাদামাটাভাবে সফটওয়্যারটি তৈরী করেছি। আমি জানি, এর ইন্টারফেস আপনাদের ভাল লাগবে না। কেউ যদি সফটওয়্যারটির উপযুক্ত করে একটি সুন্দর ইন্টারফেস তৈরী করে দেন, তাহলে আমি কৃতজ্ঞ থাকব এবং ইন্টারফেসটি আমি সফটওয়্যার এ যুক্ত করবো। আর যিনি এটি করে দেবেন তার নামও সফটওয়্যারে যুক্ত করা হবে।

শেষকথা:

আমি জানি না, এটি আদৌ একটি প্রয়োজনীয় সফটওয়্যার হিসাবে আপনাদের কাছে গণ্য হবে কিনা? আপনারা যদি মনে করেন, এটি একটি কাজে লাগার মত সফটওয়্যার তাহলে আমি এর উৎকর্ষ সাধনে আরও কাজ করবো এবং আপনাদের মূল্যবান পরামর্শের ভিত্তিতেই তা করার চেষ্টা করবো।

সবাই ভাল থাকুন, এই কামনা।

Level 2

আমি ইসমাইল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 279 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তির জ্ঞান সমূদ্রের বিশালতার তুলনায় আমি কিছুই জানি না এবং বাকী জীবনে কতটুকু জানতে পারবো তাও জানি না। কিছু জানার একটা নেশা আমায় ছাড়ে না। সেজন্যে সময় পেলেই বিচরণ করি প্রযুক্তি বিষয়ক সাইটগুলোতে, যদি নিজের অজ্ঞতা কিছুটা হলেও লাঘব করতে পারি। আর এত এত প্রযুক্তি প্রেমী ও টেকীদের সাথে থাকতে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ইসমাইল ভাই শেয়ার করার জন্য চালিয়ে যান ভাল জিনিস।

    Level 2

    @ wahidur rahman:
    আপনাকেও ধন্যবাদ।
    ব্যবহার করে দেখেছেন?
    আপনার পরামর্শের অপেক্ষায় থাকলাম।
    ভাল থাকুন।

ভাল জিনিস তবে কাজের সফটওয়ারের ভাল ইন্টারফেস লাগে না কাজ করলেই হল। নিজের মেধা খাটিয়ে ভাল সফট উপহার দেয়ার জন্য ধন্যবাদ।

    Level 2

    @ মিমন:
    অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
    আমিও কাজটাকেই প্রাধান্য দেই।
    তবে সুন্দর একটা ইন্টারফেস থাকলে আরও ভাল।

ধন্যবাদ ইসমাইল ভাই

    Level 2

    @ Md. Ariful Islam:
    আপনাকেও ধন্যবাদ।
    কোন পরামর্শ থাকলে জানাবেন।

Thanks brother.

    Level 2

    @ [রুহুল আমীন]:
    Thanks you too.
    Haven’t you any advice?

ঈসমাইল ভাই আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব। আসলে রুপসী মেয়ের কসমেটিকসের প্রয়োজন হয়না।

    Level 2

    @ অরনিক আবীর:
    খুব ভাল লাগল আপনার মন্তব্য পড়ে।
    আপনাদের উৎসাহই আমার কাজের প্রেরণা।

    Level 2

    @ এক্সপ্রেসজামান:
    Thanks a lot you too.

Level 0

ভাই আপনাকে ধন্যবাদ.

কিন্তু কোনো site এ প্রবেশ করা আর না করা কিন্তু কোনো ভাবে আটকানো যাবে না.

    Level 2

    @ webrules:
    আপনাকেও ধন্যবাদ।
    আপনি বলেছেন, “কিন্তু কোনো site এ প্রবেশ করা আর না করা কিন্তু কোনো ভাবে আটকানো যাবে না”।
    যদি একটু বুঝিয়ে বলতেন, তাহলে ভাল হতো।

Ismail Vai,
উপরের সবার সাথে গলা মিলিয়ে আমিও বলবো যে ভাল জিনিষের ইন্টারফেস লাগেনা। আপনি যে কাজটি করেছেন তা সত্যিই একটি ভাল কাজ এবং আশা করি সকলের উপকারে আসবে।
তবে আমি সফটওয়্যার তৈরির ক্ষেত্রে একটি ব্যাপার মাথায় রাখি, সেটি হল সুন্দর এবং ইউজার ফ্রেন্ডলি একটি ইন্টারফেস। যদিও আপনার সফট্টওয়্যারটি কোন অংশেই খারাপ হয়নি, তবে আপনি চাইলে আমি আপনার এই সফটওয়্যারের জন্যে একটি ইন্টারফেস তৈরি করে দিতে পারি। আপনার উত্তরের অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ।

    Level 2

    @ হিরন:
    অনেক অনেক ধন্যবাদ আপনার গঠনমুলক এবং আন্তরিক মন্তব্যের জন্য।
    আপনি যদি একটা ইন্টাফেস তৈরী করে দেন, তাহলে অনেক কৃতজ্ঞ থাকবো।
    আপনি আমাকে মেইল করে পাঠাতে পারেন
    অথবা ইন্টারনেটে আপলোড করে এখানে লিংকটি দিতে পারেন।
    আর হ্যাঁ, অবশ্যই আপনার পরিচিতি জানাবেন এবং কোন পরামর্শ থাকলে তা’ও জানাবেন।
    ভাল থাকুন।

    @ ইসমাইল ভাই,
    আপনাকেও অনেক অনেক ধন্যবাদ উত্তর দেবার জন্য।
    আমি যত তারাতাড়ি সম্ভব আপনার সফটওয়্যারের জন্য একটি ইন্টারফেস তৈরি করে আপনাকে ইমেইল করবো (ইনশাল্লাহ)।
    আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তে “কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং” এ পড়ছি।
    মতামত থাকলে আপনাকে ইমেইল করে জানাবো।
    ধন্যবাদ।

    Level 2

    @ হিরন:
    আপনার পাঠানো ইন্টারফেসটি পেয়েছি।
    খুব শীগ্রই সফটওয়্যারটি আপডেট করা হবে।
    আপনার সহযোগিতার জন্য অনেক ধন্যবাদ।
    ভাল থাকুন।

    ধন্যবাদ ইসমাইল ভাই,
    সফটওয়্যারটি আপডেট করলে আমাকে একটি লিংক পাঠাবেন, প্লিজ।

Level 0

আমি একটু আলাদা কিছু বলব
তা হল PASSWORD টা যদি Manually দেওয়ার ব্যবস্থা থাকতো তাহলে আমি এটাকে Perfect বলতে পারতাম…
কিন্তু অবশ্যই এটি কাজের Software

    Level 2

    @ LuckyFM
    ধন্যবাদ।
    আমি জানতাম কেউ না কেউ এ কথাটি বলবেন।
    তাড়াহুড়া করে কাজ করতে গিয়ে এমনটি করা হয়েছিল।
    তাছাড়া আমি দেখতে চাচ্ছিলাম টিউনার/ভিজিটররা এটাকে কাজের মনে করেন কিনা।
    আমি খুব শীগ্রই Password এর সীমাবদ্ধতাটি দূর করে ডাউনলোড লিংকটি আপডেট করবো।
    ভাল থাকবেন।

Thanks.

    Level 2

    @ বিপাশা:
    আপনাকেও ধন্যবাদ।
    অনেক দিন পর আপনাকে দেখা গেল।
    কোথায় ছিলেন এতদিন!

Level 2

@ LuckyFM & all:
আপনার পরামর্শ অনুযায়ী ইতিমধ্যে প্রোগ্রামটির পাসওয়ার্ড সমস্যার সমাধান করা হয়েছে এবং ডাউনলোড লিংকও আপডেট করা হয়েছে। আশা করি ডাউনলোড করে পূণঃরায় মন্তব্য জানাবেন।

যারা ইতিমধ্যে সফটওয়্যারটি ডাউনলোড করেছেন, তাদেরকে নতুন করে আবারও ডাউনলোড করার অনুরোধ করছি।

ধন্যবাদ সবাইকে।

    Level 0

    আবার নতুন সমস্যা……
    পাশওয়ার্ড লাগেনা……
    কিন্তু ওপেন করলে

    RUN time ERROR 62
    input past end of File

    উপরোক্ত বানী দেখাচ্ছে…
    ব্যবহারের পথটা ও বন্ধ হয়ে গেল

    Level 2

    @ LuckyFM:
    অনেক ধন্যবাদ সমস্যাটি চিহ্নিত করে দেয়ার জন্যে।
    আর হ্যাঁ, এটি সমাধান করা হয়েছে এবং ডাউনলোড লিংকও আপডেট করা হয়েছে।
    আশা করি এবার ডাউনলোড করে সেটআপ করলে ব্যবহার করতে পারবেন।
    আপনার মঙ্গল কামনা করি।

    সবাইকে আবারও সফটওয়্যারটি ডাউনলোড করতে অনুরোধ করছি।

ভাই প্রজেক্টা কিভাবে করলেন তা যদি জানাতেন খুব উপকার হত । কোড দেয়া লাগবে না । এভাবে বললেই হবে “প্রথমে সি কিছু লিখলাম , তারপর এই এক্সটেনশনের ফাইল বানালাম , তারপর এভাবে ইন্টারফেস তৈরী করলাম । ….” আমার খুব দরকার , টিউন না করতে চাইলে আমাকে মেইলে জানান , আমার খুব দরকার । [email protected]

Level 2

মাথায় ঘিলু আছে বোঝা গেল, ডানলোড লিংক আপডেট করুন।

ভাই এই software টা ভীশন প্রয়োজন। একটু কষ্ট করে যদি আমার ইমেইল এ- [email protected] পাঠাতেন আমার উপকার হোতো।

ভাই আপনি তো শুধু সাইট ব্লক করার নিয়ম দিয়েছেন। কিন্তু যেকোন সাইট নিয়ন্ত্রনের পদ্ধতি তো উল্লোখ করেন নাই।