নিয়ে নিন দুর্দান্ত একটি Utility সফটওয়্যার

আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আর আল্লাহর অশেষ কৃপায় ভাল আছি।অনেক দিন পরে আজ টিউন করা হচ্ছে।থাক আর কথা না বাড়িয়ে মূল টিউনে যাই।

আমাদের কম্পিউটারে সমস্যার আর অন্ত নেই।প্রতিদিনের নানা কাজকর্মের ফলে কম্পিউটার মাঝে মাঝে স্লো হয়ে যায় বা hang করে।ফলে আমাদের মহা মুশকিলে পরতে হয়।তাই আজ আপনাদের সাথে শেয়ার করছি একটি দুর্দান্ত utility সফটওয়্যার যা আপনার কম্পিউটারের স্পীড dramatically বৃদ্ধি করবে।সফটওয়্যারটির নাম হচ্ছে Advanced SystemCare এবং ভার্সন হচ্ছে ultimate।এটি মূলত প্রায় ২৬টি টুলের সংগ্রহ।নিচে টুলগুলোর সংক্ষিপ্ত বিবরন দিলাম।

Iobit Antivirus-এ অ্যান্টিভাইরাসটিতে Bitdefender Antivirus এর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা আপনার কম্পিউটারকে সব রকম ভাইরাস থেকে প্রটেক্ট করবে।

Iobit Uninstaller-এটি রেজিস্ট্রিসহ যে কোন প্রোগ্রাম uninstall করার জন্য ব্যবহার করা হয়।

Registry Cleaner-এটি কম্পিউটারে জমে থাকা অপ্রয়োজনীয় registry গুলো রিমুভ করতে সাহায্য করে।

Disk Cleaner-এটি আপনার কম্পিউটারের অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করে হার্ডড্রাইভ এর ফ্রী স্পেস বাড়াতে সহায়তা করবে।

File Shredder-এটি এমন একটি প্রোগ্রাম যার সাহায্যে কোন ফাইল ডিলিট করলে তা আর রিকভার করতে পারবেন না।

Smart Ram-এ অপশনটির মাধ্যমে আপনার কম্পিউটারের Ram ক্লিয়ার করে এর কার্যদক্ষতা বৃদ্ধি করতে পারবেন।

Internet Booster-কম্পিউটারের বিভিন্ন কনফিগারেশন সেটিং করে ইন্টারনেট স্পীড বৃদ্ধি করবে।

Startup Manager-অনেক সময় কম্পিউটার চালু হবার সঙ্গে সঙ্গেই কিছু প্রোগ্রাম চালু হয়ে যায়।এ সব প্রোগ্রাম থেকে নিস্তার পাবার অর্থাৎ এগুলো বন্ধ করবার টুল এটি।

Registry Defrag-কম্পিউটারের রেজিস্ট্রি Defrag করে স্পীড বৃদ্ধি করবে এটি।

Smart Defrag-এটি সবচেয়ে প্রয়োজনীয় টুল।এটি পুরো কম্পিউটার Defrag করে। Defrag করার পরে আপনার কম্পিউটারের স্পীড অভাবনীয়ভাবে বৃদ্ধি পাবে।

Game Booster-এই গেম বুস্টার টুলটি গেম খেলার সময় ওপেন করবেন।এটি আপনার কম্পিউটারের অনেক অপ্রয়োজনীয় প্রোগ্রাম বন্ধ করে দিবে।ফলে দারুন স্পীডে গেম খেলা যাবে।

Undelete-ফাইল রিকভার করার টুল এটি।ডিলিট করা অনেক ফাইল ফিরিয়ে আনতে পারবেন।

Shortcut Fixer-ব্রোকেন শর্টকাট ফিক্স করে এটি।

Disk doctor-হার্ডড্রাইভ এর এরর চেক করে এবং পেলে তা সলভ করে।

Win Fx-এটি অপারেটিং সিস্টেম এর প্রবলেম গুলো সলভ করে।

IE helper-এটির মাধ্যমে Internet Explorer এর বিভিন্ন কনফিগারেশন ঠিক করতে পারবেন।

SysExplorer-আপনার কম্পিউটারকে স্লো করছে কি কি জিনিস তা জানার জন্য পুরো কম্পিউটারের সিস্টেম analysis করে।পরে তা রিপোর্ট আকারে প্রদান করে।

Process Manager-আপনার সিস্টেম এ কোনসব প্রোগ্রাম চলছে এবং কোনটার priority কেমন তা জানার টুল এটি।

Driver Manager-এটি কম্পিউটার ড্রাইভার আপডেট ও ব্যাকআপ করতে ব্যবহার করা হয়।

Iobit Unlocker-আমাদের কম্পিউটারে এমন কিছু ফাইল আছে যা আমরা ডিলিট করতে পারি না।কারন ওইসব ফাইলগুলি অন্য রানিং প্রোগ্রাম use করে।ওই ফাইলগুলি আনলক করে ডিলিট করে এ টুলটি।

Auto Shutdown-শিডিউল ঠিক করে দিলে ঠিক সেই সময়ে আপনার কম্পিউটার বন্ধ করে এ টুলটি।

System Information- আপনার সিস্টেমের detail ইনফর্মেশন দেখায় এ টুলটি।

System Control- আপনার সিস্টেমের বিভিন্ন সেটিং কন্ট্রোল করতে পারবেন এ টুলটির মাধ্যমে।

Disk Explorer-কোন প্রোগ্রামটি আপনার হার্ডড্রাইভ এ কত স্পেস খাচ্ছে তা জানতে পারবেন।

Cloned Files Scanner-আপনার হার্ডড্রাইভের স্পেস নষ্ট করে এরকম কতগুলো duplicate ফাইল আছে তা খুজে বের করে এবং ডিলিট করে।

Empty Folder Scanner- আপনার হার্ডড্রাইভ এর খালি ফোল্ডারগুলো খুজে বের করে এবং ডিলিট করে।

যেভাবে অ্যাক্টিভ করবেন

১।প্রথমে ভেতরে দেয়া সব ফাইলগুলো ইন্সটল করুন।তারপরে ভেতরের প্যাচ ফাইলটি ওপেন করে প্যাচ বাটনটি ক্লিক করবেন।

২।এরপর নেট কানেকশন disable করে দিন।সফটওয়্যারটি ওপেন করে Manage License নামের অপশনটিতে ক্লিক করতে হবে।এরপর রিফ্রেশ বাটনে ক্লিক করে ভেতরে দেয়া সিরিয়াল নাম্বার বসাতে হবে।দেখবেন যে সফটওয়্যারটি ৩৬৫ দিনের জন্য অ্যাক্টিভ হয়ে গেছে।

ডাউনলোড লিঙ্কঃhttp://www.sharebeast.com/k3ciysc6dx6f(৬৯.৪ মেগাবাইট)

আজকের মত সবাইকে বিদায় জানিয়ে টিউনটি শেষ করছি।কোন প্রবলেম হলে কমেন্ট করবেন।যদি সম্ভবপর হয় তাহলে সমাধান দেবার চেষ্টা করব।

Level New

আমি Munna11। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটাই খুচ্ছিলাম।ধন্যবাদ।………:)

কিছু দিন আগে ডাউনলোড করেছি।
ধন্যবাদ শেয়ার করার জন্য।

ধন্যবাদ শেয়ার করার জন্য………….

Advanced SystemCare PROFESSIONAL lisence for 6 month=CC52B-28CB1-DAF12-A96D6.kaj na korla prothoma internet sonzok bondho korun tarpor lisence bosia pro kore nin !!!

Level 0

amar to antivirus install kora acha.ai softowere ta install korla kono problam hoba..?