নিয়ে নিন Foxit PDF Creator এর Full Version

আজ আপনাদের সামনে ছোট একটি সফটওয়্যার নিয়ে হাজির হয়েছি। আর এই সফটওয়্যারটির নাম Foxit PDF Creator । হয়তো এই সফটওয়্যারটি অনেকেই ব্যাবহার করেছেন বা এই সফটওয়্যারটির সম্বন্ধে অনেকেই জানেন ।

তবু একবার বলে দিচ্ছি এই সফটওয়্যারটির কি কাজ , সবাই সফটওয়্যারটির নাম শুনেই বুজতে পেরেছেন এই টির কাজ হল Microsoft Office এর Microsoft Office Word এর যেকোন Data কে পিডিএফ ফাইলে Convert করতে পারবেন ।

এছাড়াও এই সফটওয়্যারটির সাহায্যে আপনার কম্পিউটার এর Default Printer হিসাবেও ব্যাবহার করতে পারবেন এবং PDF Format এ Data Save করতে পারবেন । তাহলে যদি কারুর প্রয়োজন হয়ে থাকে তাহলে তারা ডাউনলোড করতে পারেন ।

ডাউনলোড লিঙ্কে যদি Password চাই তাহলে Password টি হল : banglar hridoy

আর এই সফটওয়্যারটি উইন্ডোজ অপারেটিং সিস্টমের ৩২ বিট এবং ৬৪ বিট দুইটি ভার্সনেই দেওয়া আছে । যারা যারা Foxit PDF Creator ডাউনলোড করেছেন তারা কীভাবে ইনস্টল করবেন এবং কীভাবে অ্যাকক্টিভ করতে হবে তা নীচের চিত্রের সাহায্যে বর্ণনা করা হলো।

প্রথমে ডাউনলোড করা ফাইলটিকে WinRAR দিয়ে ওপেন করুন অথবা ফাইলটিকে UnZip করুন । তারপর তিনটি ফাইল পাবেন , এর মধ্য থেকে যার ৩২ বিট অপারেটিং সিস্টম সে ৩২ বিট ফাইলটিকে ওপেন করবেন এবং যার ৬৪ বিট অপারেটিং সিস্টম সে ৩২ বিট ফাইলটিকে ওপেন করবেন ।

ওপেন করার পর নিচের মত উইন্ডোটি আসবে এবং Next তে ক্লিক করতে হবে ।

Next তে ক্লিক করার পর এই উইন্ডোটি আসবে এবং I agree তে ক্লিক করতে হবে ।

I agree তে ক্লিক করার পর এই উইন্ডোটি আসবে এবং  Default তে ক্লিক করতে হবে ।

Default তে ক্লিক করার পর এই উইন্ডোটি আসবে এবং Install তে ক্লিক করতে হবে ।

Install তে ক্লিক করার পর এই উইন্ডোটি আসবে এবং এখানে কিছু করতে হবে না ।

এরপর এই উইন্ডোটি আসবে এবং Finish তে ক্লিক করতে হবে ।

Finish তে ক্লিক করার পর এই উইন্ডোটি আসবে এবং যেখানে সাদা পারা ফাঁকা যাইগাটি আছে সেখানে  Register Key টি Paste করতে হবে এবং Register the Key তে ক্লিক করতে হবে । এবং Foxit PDF Creator সফটওয়্যারটি Full Version হয়ে যাবে ।

Foxit PDF Creator সফটওয়্যারটি Register করার জন্য ডাউনলোড করা ফাইলটির মধ্য Key যে ফাইলটি আছে সেই ফাইলটিকে Notepad দিয়ে ওপেন করালে নীচের পারা উইন্ডোটি আসবে এবং এখানে যা কিছু আছে Copy করতে হবে ।

Copy পর আবার Registration of  Foxit PDF Creator এর উইন্ডোটিতে যেতে হবে , যাওয়ার পর Notepad এ Copy করা গুলি যেখানে সাদা পারা ফাঁকা যাইগাটি আছে সেখানে  Register Key টি Paste করতে হবে এবং Register the Key তে ক্লিক করতে হবে ।

Register the Key তে ক্লিক করার পর এই উইন্ডোটি আসবে এবং OK তে ক্লিক করতে হবে । এবং Foxit PDF Creator সফটওয়্যারটি Full Version হয়ে যাবে ।

Foxit PDF Creator কীভাবে ব্যাবহার করতে হবে Microsoft Office Word তা নিচের একটি ছবি দেখিয়ে দিলেই বুঝতে পারবেন ।

এই টিউনে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং নিজ গুনে ক্ষমা করে দিবেন ।

Level 0

আমি বাংলার হৃদয় বাংলার হৃদয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks

ধন্যবাদ

vai password kaj korche na.. ektu dekhen pls

vai kaj hoyeche. Kajer soft share korar jonno Thanx

Level 0

vi pdf editor thakle den.

Same software নিয়ে আমি কিছুদিন আগে একটা post করেছিলাম। তবে আপনি এখানে setup & registration system পোষ্টে দিয়েছেন এর জন্য আপনাকে ধন্যবাদ। আমি একটি PDF file দিইয়েছিলাম। আর আমি 64 BIT software টি সম্ভবত দেইনি আপনি এটা দিইয়েছেন। নতুন দের জন্য আপনার Post টি বেশি কার্যকরী হবে।
আমার Post টি চাইলে দেখতে পারেন :- https://www.techtunes.io/computing/tune-id/183520

    Shihab Khan @ আগে আপনার পোস্টটি আমি দেখি নাই , আর কমেন্ট করার জন্য ধন্যবাদ ।

Level 0

ভাই ভাল একটা টিউন উপহার ‍দিলেন আমাদেরকে। আমি এই সফটওয়ারটা ব্যাবহার করি ।

ভাই খুব সুন্দর একটি টিউন হয়েছে। নতুনরা সহজে বুঝতে পারবে।

    ভাই Instrol দেওয়ার পর এই লেখা আসে—
    Error happened to Foxit PDF Creator. Installation might not be complete.
    Error tag = AddPrinterDriver(2): The system cannot find the file Specified. Please reboot your computer and try again, or report this error to Foxit ([email protected]).
    Thanks!
    —– আর সেটাপ নিচ্ছে না। এখন কি করতে পারি।

      @ Mehedi Hasan : আপনি সফটওয়্যারটি আবার ডাউনলোড করুন আর প্রথমে যেটি ইনস্টল করা আছে , সেটিকে আনইনস্টল করে কম্পিউটার রিস্টার্ট করে ইনস্টল করুন ।

Level 0

ভাই password প্রব্লেম দেখাই । সমাধান দেন ?

Level 0

ধন্যবাদ ভাই কাজ হয়েছে ।

Level 2

Apnar tune er man onek sundor. Ami ei ta khujte silam. share korar jonno onek donnobad.

Level 0

bro mediafire e password dileo download hosse na
plz hlp me

Level 0

ekhane apnader moddhe keu achen jini amake ektu help korte paren. bangla word document jokhon adobe acrobat er madhome pdf e convert kori kichutei puropuri bangla word ase na , pic ase na. ultapalta bangla lekha ase . Pls Pls help me

Level 0

nice

Level 0

download file deka jacche na…..