টেকটিউনে আমার প্রতিদিন আসা হয় আর প্রতিদিনই দেখি কোন না কোন এন্টিভাইরাস নিয়ে টিউন... আমার মনে হয় টেকটিউনে এন্টিভাইরাস নিয়েই বেশি টিউন হয়েছে। কিন্তু কেউ কি সম্পূর্ন ভাবে এন্টিভাইরাসের উপর আস্থা রাখতে পেরেছেন। আমরা যারা ইন্টারনেট ব্যাবহার করি তাদের সবারি এই ভাইরাস, স্পাইওয়ার, মেলওয়্যার ইত্যাদির সাথে যুদ্ধ করতে হয়। কারো আবার এসবের কাছে হার মেনে পুনরায় উন্ডোজ সেটআপ করতে হয়। আমি ভাইরাস নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। অনেক এন্টিভাইরাস ব্যাবহার করেছি.. এভিরা, ক্যাসপার স্ক্যাই, এভেস্ট... আরো কয়েকটা কিন্তু কোনটা নিয়েই পুরোপুরি এসব সমস্যা থেকে মুক্ত পাওয়া যায় না। দেখা যায় কোনটা আপনার নেটের স্পিড কমিয়ে দিচ্ছে। কোনটা ভাইরাস ধরতে পারছেনা এন্টিভাইরাসকে ফাকি দিয়ে ঠিকই আপনার কম্পিউটারে আসছে, আবার কোনটা ভাইরাস থাকা সত্বেও রিমুভ করতে পারবেনা।
আগে ইন্টারনেট থেকে ডাউনলোড ফ্রি এন্টিভাইরাস ব্যবহার করতাম কিন্তু ভাইরাস ঠেকানো যেতো না। তারপর এভিরার একটি অরজিনাল এন্টিভাইরাস কিনলাম। কিন্তু তা থেকেউ রক্ষা নেই। কম্পিউটারে অনেক প্রোগাম ব্লগ করে দেয় আমার নেট স্লো করে দেয়... আবার দেখা যায় পিসি তে ভাইরাস দেখাচ্ছে রিমুভ করেছি কিন্তু একটু পর আবার আসছে সেই ভাইরাস।
তারপর পেলাম মাইক্রোসফর্টের " Microsoft Security Essentials " এটা অন্য অন্টিভাইরাস থেকে ভিন্ন।কম্পিউটারে ভাইরাস থাকলে সহজেই রিমুভ করা যায়। সহজেই আপডেট করা যায়।Microsoft Security Essentials ব্যবহার করলে আপনার নেটের গতির উপর কোন প্রভাব ফেলবে না আর এটা ভাইরাস, স্পাইওয়ার, মেলওয়্যার প্রটেকশন। আমি নিজে এটা ব্যবহার করছি এবং অন্য এন্টিভাইরাস গুলো থেকে ভালোই ফল পাচ্ছি। আপনি নিজেও Microsoft Security Essentials ব্যবহার করতে পারেন... এতে কোন সিরিয়াল কী-র প্রয়োজন নেই...
এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন :- http://www.microsoft.com/Security_Essentials/
নিচে দেখানো হলো কি ভাবে এটা ব্যবহার করবেন:-
# প্রথমে উপরের ডাউলোড লিঙ্ক থেকে সফটয়্যারটি ডাউনলোড করে নিন। কয়েকটি অপশন দেখতে পাবেন, আপনার যদি এক্সপি হয় তবে সেটি ডাউনলোড করুন আর ভিস্তার জন্য আলাদা ।তারপর সফটয়্যারটি সেটআপের জন্য রান করন।
# নিচের ধাপটির জন্য আপনার অপারেটিং সিস্টেমটি জেনুইন/অরজিনাল হতে হবে। জেনুইন না থাকলে এখনই জেনুইন/অরজিনাল করে নিন। এটা হয়তো অনেকই জানেন যদি আপনার না জানা থাকে টেকটিউনস্ এ একটু খোজাখুজি করুন পেয়ে যাবেন।
# আপনার অপারেটিং সিস্টেমটি যদি অরজিনাল হয় তবে আর কিছু করতে হবে না। আর যদি অরজিনাল না হয় তবে এখানে দেখাবে
# সফটয়্যারটি সেটআপ করা সম্পূনর হয়ে গেলে আপনার আপডেট করে নিতে হবে।
# সম্পূর্ন হয়ে গেলে সবুজ রং ধারন করবে স্ক্রিনটি
# তারপর আপনার কম্পিউটারটি স্কেন করতে দিন।
# যদি আপনার কম্পিউটারে কোন প্রকার ভাইরাস থাকে তবে তা দেখাবে..........
# পরবর্তীতে যদি আপনার কম্পিউটারে ভাইরাস থাকে তবে Clean computer এ ক্লিক করে ভাইরাস গুলো রিমুভ করুন।
# ডিলিট হওয়ার পর নটিফিকেশন আসবে...
আশা করি সবার কাছে পরিস্কার ব্যাপারটি।
সবাই ভালো থাকবেন 🙂
সেই কামনায়-
না বি ল
আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনাকে অনেক ধন্যবাদ…………………