আসসালামু আলাইকুম টেকটিউনসের ভাই ও বোনেরা! আপনাদের জন্য ছোট একটি টিউন এই অধমের পক্ষ থেকে।
অনেক সময়ই আমাদের পিসি ও উইন্ডোজ সংক্রান্ত নানা সমস্যার কারণে নতুন করে উইন্ডোজ ইন্সটল বা রি-ইন্সটল দেয়ার প্রয়োজন হয়। তখন হাতের কাছে ড্রাইভারের সফটওয়্যারগুলো না থাকলে পড়তে হয় মারাত্মক বিপত্তিতে। এদিক সেদিক দৌঁড়াদৌড়ি আর সাথে আনলিমিটেড টেনশন তো আছেই! হাতে অনেক কাজ জমে আছে অথচ নির্দিষ্ট ড্রাইভারগুলো ছাড়া কাজ করা অসম্ভব। এর একটি সহজ সমাধান দিচ্ছি আজ। আপনাদের দেব একটি দারুণ ড্রাইভার ব্যাক আপ সফটওয়্যার Driver Magician Pro 3.5 ভাইরাসমুক্ত Crack ফাইলসহ। এখনই আপনার সমস্ত ড্রাইভারের ব্যাক-আপ নিয়ে নিন আর দুশ্চিন্তামুক্ত হোন ইমার্জেন্সী মুহুর্তে ড্রাইভারের সফটওয়্যার গরুখোঁজা থেকে।এই ব্যাক আপ থেকে আপনি একই কনফিগারেশনের অন্য পিসিতেও ড্রাইভার সাপ্লাই দিতে পারবেন। প্রথমেই Driver Magician Pro 3.5 সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে।
ডাউনলোড শেষ হলে ফাইলগুলো এক্সট্রাক্ট করে সেট আপ ফাইল রান করুন এবং পিসিতে ইন্সটল করে নিন।
ইন্সটলের শেষ মুহুর্তে Finish বাটনে ক্লিক করার পূর্বে Lunch Driver Magician বক্সটি আনচেক করুন। এতে সফটওয়্যারটি সাথে সাথেই চালু হবে না।
এরপর Crack Folder এ প্রবেশ করে CRD ফাইলটি ডাবল ক্লিক করে রেজিস্ট্রি এন্ট্রি করে নিন। তারপর Driver Magician নামক .exe ফাইলটি কপি করে সি ড্রাইভের Program Files এ গিয়ে Driver Magician ফোল্ডারে প্রবেশ করে উক্ত কপি করা ফাইলটি পেস্ট/ রিপ্লেস করুন। ব্যাস, Driver Magician ফুল ভার্সন হয়ে গেল আনলিমিটেড সময়ের জন্য। এবার ডেস্কটপ থেকে Driver Magician এর আইকনে ক্লিক করে সফটওয়্যারটি চালু করুন। আপডেট চাইলে আপনি ইচ্ছে করলে আপডেট করাতে পারেন বা নাও পারেন। আপনার ইচ্ছে।এবার উপরের ডান কর্ণারের Driver Backup এ ক্লিক করে Search All Drivers এ ক্লিক করে নিচের Select All এ ক্লিক করুন।
এবার Start Backup বাটনে ক্লিক করে কোথায় সেভ করবেন সেই স্থানটি দেখিয়ে দিন। তাহলেই শুরু হয়ে যাবে ব্যাক আপ প্রসেস।
ব্যাক আপ নেয়া শেষ হলে পাবেন নিচের মতো একটি কনফার্মেশন মেসেজ।
ব্যাক আপ নেয়া ফোল্ডারটি নিরাপদ স্থানে ও সযত্নে সংরক্ষণ করুন। একই কনফিগারেশনের পিসিতে ইচ্ছে করলে এখান থেকেই আপনি ড্রাইভার ইন্সটল করতে পারবেন। আশা করি সফটওয়্যারটি আপনাদের কাজে লাগবে। ভালো লাগলে কমেন্ট করবেন।
আমি তানভীর আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai check koren download hoy na “File Blocked for Violation.”