আসসালামুয়ালাইকুম । সবাই আমার অন্তরের অন্তস্থল থেকে সালাম নিবেন । আসা করি সবাই ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আজকে অনেক সাহস করে টেকটিউনস এর মত এত বড় একটা প্লাটফর্ম এ আমি প্রথম পোস্ট করতে যাচ্ছি। অনেক ভয়ও লাগতেছে। না জানি কি ভুল হই যায় বড় দের সাথে । কোন ভুল হইলে বড় ভাইরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ।
আমি একজন সফটওয়্যার প্রেমিক মানুষ। নতুন কোন ভাল সফটওয়্যার পেলেই তা ডাউনলোড করতে মন চায়। আজ আমি আপনাদের সাথে এমন একটা সফটওয়্যার শেয়ার করবো যেটা দেখলে আপনাদেরও ডাউনলোড করতে মন চাইবে 😛
ইউটিউব থেকে সাধারণত কোন ভিডিও সরাসরি ডাউনলোড করা যায় না। যার কারনে আমাদেরকে অনেক ডাউনলোডার সফটওয়্যার ব্যাবহার করতে হয় । আজ আমি আপনাদের সাথে তেমনি একটি ডাউনলোডার সফটওয়্যার শেয়ার করবো যেটা হচ্ছে MP3 Rocket ডাউনলোডার সফটওয়্যার। এই সফটওয়্যারটি দিয়ে আপনি শুধু ডাউনলোডই করতে পারবেন তা কিন্তু না। এর মাধ্যমে আপনি ডাউনলোডকৃত ফাইল অনায়াসে কনভার্ট করতে পারবেন আপনার ইচ্ছা মত ফরম্যাটে। MP3 Rocket এর সাহায্যে আপনি ইউটিউব থেকে সার্চ, ফাইন্ড, ডাউনলোড, কনভার্ট, ভিডিও এবং মিউজিক সেভ করতে পারবেন। এই কনভার্টার এর সাহায্যে আপনি ভিডিও ফাইল থেকে MP3, MP4, MPG, MOV, AVI, ও FLV ফাইল এ কনভার্টও করতে পারবেন খুব সহজে। HD ভিডিও যোগ করা এবং অডিও ফরম্যাট করতে পারবেন।
এই সফটওয়্যারটার মেইনভিউটা মিউজিক, ভিডিও, মাই ফাইল, ওয়াচ টিভি, রেডিও এবং গেম ট্যাব দ্বারা সাজানো। এই সফটওয়্যার এ একটা সার্চ ফিল্ড আছে যার মধ্যে ইউটিউব এর লিঙ্ক টা সরাসরি কপি পেস্ট করে আপনি সহজেই ডাউনলোড করতে পারবেন।
কিছু নতুন ফিচার :
আমি software-free24। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি লক তা তহ আজব!!!!বল্লেন যে রকেট এর মত ডাউনলোড করুন?কিন্তু এখানে তহ দেখি অন্ন!!আসলে আপনার মাথাই সমস্যা আছে মনে হয়।তারপর পোস্ট করার জন্য ধন্যবাদ।