ইংরেজি মুভি দেখে না কিন্তু TT তে আসে এরকম লোক খুব কম পাওয়া যাবে। কিন্তু মুভির সব কথা মাঝে মাঝে বোঝা খুব কষ্টকর হয়ে ওঠে। আমি ওয়েস্টার্ন মুভির পোকা। ওদের ইংলিশ accent বোঝা খুব কঠিন। সাবটাইটেল ছাড়া তাই দেখে মজা পাওয়া যায় না। কিন্তু নেট থেকে সাবটাইটেল নামানোর পর যদি দেখেন কথা আর লেখা মেলে না কেমন লাগবে বলেন। মাথায় আগুন জ্বলে তখন।
আর আগুন নেভানোর উপায় নিয়ে আসছি।
১.ডাউনলোড করে ইন্সটল করেন।
২.subtitle workshop রান করেন।
৩.File>Load Subtitle এ যান আর যে সাবটাইটেল এডিট করবেন সেটা ওপেন করুন।
৪.Edit>Timing>set delay তে যান।
৫. কতটা সময় কম বা বেশি করতে চান সেটা ঠিক করে Apply দিন।
৬.সেভ করে বেরিয়ে আসুন।
কাজ শেষ। এঞ্জয় করুন মুভি সাথে perfect সাবটাইটেল। 🙂 প্রবলেম হলে জানিয়েন। ভাল লাগলে কমেন্ট দিয়েন আর আমার সাইটঃ Easy Tricks and Tips থেকে একটু ঘুরে আসবেন। এর বেপারেও কমেন্ট আশা করছি।
ধন্যবাদ।
আমি মুনীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চমৎকার কাজের জিনিস দিয়েছেন। অনেক ধন্যবাদ।