আসসালামু আলাইকুম!
আজ আমি আপানদেরকে পরিচয় করিয়ে দিব একটি Shut down Manager এর সাথে।
আমরা যারা ইন্টারনেট থেকে ডাউনলোড করতে ভালবাসি তারা প্রায় সময় সারা রাত ডাউনলোড এর জন্য পিসি অন করে রাখি। অনেক সময় দেখা গেল আমাদের ডাউনলোড করতে ৪ ঘণ্টা লাগবে সেখানে সারারাত প্রায় ৬ ঘণ্টা পিসি অন হয়ে থাকল। যদিও একদিন কয়েক ঘণ্টা পিসি বেশি চলা ব্যাপার না, কিন্তু এ রকম কয়েক ঘণ্টা অযথা পিসি বেশি চলতে চলতে মাস শেষে দেখা যাবে বিশাল একটা ইলেকট্রিক বিল আপনার বাসার সামনে ঝুলে আছে 😛
এটা শুধু রাতের ক্ষেত্রে না দিনের বেলাতেও আপনি ইচ্ছা করলে ৩ ঘণ্টার ডাউনলোড রেখে এই সফটয়্যার দিয়ে পিসি Shut down দিয়ে নিশ্চিন্তে ভার্সিটি চলে যেতে পারেন। ডাউনলোড শেষে পিসি একাই বন্ধ হয়ে যাবে। আপনি ইচ্ছা করলে এটি দিয়ে পিসি Shut down, Restart, Log off, Hibernate, Power off, Sleep শিডিউল ঠিক করে দিতে পারবেন এবং সময় হলে এটি অটোমেটিক আপনার নির্ধারিত কাজ সম্পন্ন করবে। আর এই সব ধরনের কাজের কাজী সফটয়্যারটির নাম হল Wise Auto Shutdown. (Freeware)
টাইটেলে Windows 8 পিসি এর কথা বললেও এটি উইন্ডোজ এর সকল ভার্সন সাপোর্ট করে। Windows 8 পিসি এর কথা স্পেশাল ভাবে বলার কারণ আমার আগে ইউজ করা অনেক গুল Shut down Manager উইন্ডোজ ৮ এ কাজ করছে না এবং এটার উইন্ডোজ ৮ সাপোর্ট আছে । এবং আমি আজ পর্যন্ত যত গুল Shut down Manager ব্যাবহার করেছি তার ভিতর এটিকেই বেস্ট মনে হয়েছে কারণ, এটির ইউজার ইন্টারফেস অনেক সুন্দর তার উপর এটি একটি ফ্রিওয়্যার সফটওয়্যার তাই লাইসেন্স নিয়ে চিন্তা নেই
আপনাদের দোয়ায় আমি সফটওয়্যারটির বাংলা ভার্সন এর কাজ হাতে নিয়েছি। ইনশাল্লাহ সফল হলে এটির অফিসিয়াল বাংলা ভার্সনটিও আবার আপনাদের সাথে শেয়ার করব। এ ব্যাপারে আপনাদের কোন মতামত থাকলে Comment এ জানাতে পারেন । আজ তাহলে এই পর্যন্তই।
আল্লাহ হাফেজ।
আমি iamnayem। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 192 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুন্দর হয়েছে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। জাযাকুমুল্লাহ।