আসসালামু আলাইকুম!
উইন্ডোজ ৮ এ উইন্ডোজ ৭ মত সুন্দর ডেক্সটপ গ্যাজেট না পেয়ে অনেকেই হা হুতাশ করেছেন। মূলত ডেক্সটপ গ্যাজেট নামের এই সুন্দর ফিচার টি মাইক্রোসফট প্রথম উইন্ডোজ ভিস্তায় পরিচয় করিয়ে দেয়। সেখান থেকে অনেকেই এটার প্রেমে পরে গেছেন :mrgreen:। অনেকে আবার এই পুরাতন প্রেমিকাকে উইন্ডোজ ৮ এ খুব মিস করছেন। তাদের জন্য আজ নিয়ে এলাম Windows 8 এর জন্য ডেক্সটপ Gadget!!!
যদিও আমার আগেই একজন এটি নিয়ে আজ একজন টিউন করেছেন তবুও আমি অ্যাড ফ্লাই মুক্ত softpedia থেকে ডাউনলোড লিঙ্ক শেয়ার করার লোভ সামলাতে পারলাম না, (ভাল না লাগলে বলবেন পোস্ট ডিলিট করে দিব) সেজন্য নতুন টিউনার ভাই সহ টিটি এর সবার নিকট ক্ষমা প্রার্থনা করছি।
আসা করি আপনারা সবাই আবারও নতুন করে Windows 8 এ ডেক্সটপ Gadget উপভোগ করবেন। কারও যদি রিবনের ভিতরে গ্যাজেট গুল শো করে তবে তার উপরে রাইট ক্লিক করে Hide Sidebar ক্লিক করুন। আজ তাহলে এই পর্যন্তই।
আল্লাহ হাফেজ।
আমি iamnayem। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 192 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
lots of thanks bro, really i love windows 7 gadjet….. and also thanks for sharing