আমরা অনেকেই ইউটিউব থেকে ভিডিও নামানোর জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যাবহার করে থাকি। কিন্তু সেই সফটওয়্যার আবার অন্য Website এর বেলায় কাজ করেনা। যেমন আমি আগে Facebook থেকে Video নামাতে পারতাম না। বিভিন্ন সাইটে গুতাগুতি করে শেষ পর্যন্ত পেলাম একটি Add-ons এর খোঁজ। যা দিয়ে শুধু Facebook ই নয় একই সাথে যেকোন Website এর ভিডিও নামাতে এব তাৎক্ষনিক Convert করতে সক্ষম। আপনারা এটি আগে ব্যাবহার করেছেন কিনা আমার জানা নেই। অথবা এটি নিয়ে কোন টিউন হয়ে থাকলে লিংক পোষ্ট করে বাধিত করবেন।
প্রথমে Add-ons টি আপনার ফায়ারফক্স থেকে নামিয়ে Install করতে হবে।
এরপর ফায়ারফক্স Restart করলেই দেখবেন ব্রাউজারের উপরে একটি বেলুন প্রদর্শিত হচ্ছে। আপনি যখন ইন্টারনেটে কোন ভিডিও দেখবেন তখন এই বেলুনটি এনিমেটেড হয়ে যাবে এবং নড়তে থাকবে। মাউসের কার্সরটি ঔ বেলুন এর উপর রাখলে ডাউনলোড অপশনটি প্রদর্শিত হবে।
এবার আপনি চাইলে ভিডিওটি অন্য কোন ফরমেটে নামিয়ে নিতে পারেন অথবা অরিজিনাল ফরমেটও নামাতে পারেন।
এই Add-ons এর মাধমে Facebook, YouTube, MySpace, Google videos, DailyMotion, Porkolt, iFilm, DreamHost থেকে খুব সহজেই ঢিডিও ফাইল নামাতে পারেন।
এ ব্যাপারে আর কোন সাপোর্ট লাগলে ক্লিক করতে পারেন এখানে।
পরিশেষে, Add-ons টি কেমন লাগলো তা আমাকে জানান। মন্তব্য করুন।
আমি ফেসবুক গুরু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 45 টি টিউন ও 547 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
In this farewell There's no blood There's no alibi 'Cause I've drawn regret From the truth Of a thousand lies 回 আমি সত্য বলতে পছন্দ করি, সেটা যতই কঠিন হোক না কেন। সত্য বলতে কখনো পিছপা হতে চাইনা। 回 বিশ্বাস করতে পছন্দ করি। আমি মনে করি যে কোন সম্পর্কের মূল...
এড অন দারুন জিনিস.