বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ওয়ার্ডপ্রেস সিকিউরিটি নিয়ে ইবুক প্রকাশিত হল।(সম্পূর্ণ বাংলা ভাষায়)

কেমন আছেন সবাই?অন্যান্য বারের মত এবারও আমাদের WordPress group থেকে ইবুক প্রকাশিত হল।এবারের ইবুকটি লেখা হয়েছে ওয়ার্ডপ্রেস সিকিউরিটির উপর।লেখক:- WordPress group Bangladesh এর সম্মানিত সদস্য রিজোয়ান নিয়াজ রায়ান ভাই।

ইবুকটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
Password: wp-security

ওয়ার্ডপ্রেস কি সেটা কম বেশী সবাই জানে তবে সহজ কথায় এতটুকু বলা যেতে পারে যে,এটা একটা CMS(Content management system)যা মূলত php দিয়ে তৈরী এবং বেশীর ভাগ ক্ষেত্রে ব্লগ তৈরীতেই এটি ব্যাবহৃত হয়।তবে বর্তমানে ওয়ার্ডপ্রেস ইকর্মাস সাইট সহ বড় বড় ওয়েবসাইট তৈরীতেও ব্যাবহার করা হচ্ছে।বর্তমান বিশ্বে ওয়ার্ডপ্রেস ব্যাবহারকারী সংখ্যা প্রায় 25 মিলিয়ন।
ইন্টারনেট ব্যাবহার করেন অথচ ওয়েব সাইট নেই এমন লোকের সংখ্যা বর্তমানে খুবই কম।কারো আবার পাবলিক ব্লগ ও আছে।যাহোক কিভাবে নিজের প্রিয় সাইটকে হ্যাকারদের আক্রমণ থেকে রক্ষা করবেন সেটা ভাবছেন তো?ভাবনাকে Stop করুন আর এট Start করুন।
ইবুকটিতে যা যা পাবেন:-

  • ওয়ার্ডপ্রেস সিকিউরিটির প্রাথমিক ধারণা।
  • ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন সতর্কত।া
  • ওয়ার্ডপ্রেস ইউজার ম্যানেজমেন্ট।
  • ওয়ার্ডপ্রেস আপডেট সচেতনতা।
  • ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড সিকিউরিট।
  • থিম সিকিউরিট।
  • প্লাগ ইন সিকিউরিট।
  • ওয়ার্ডপ্রেস ডাটা ব্যাকআপ সচেতনতা।

উপর উল্লেখিত বিষয় ছাড়াও ইবুকটিতে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি নিয়ে বিশদ করা আলোচনা হয়েছে।

বিঃদ্রঃ লেখক কে ইমেইল এর মাধ্যমে আপনার ভাল লাগার কথা জানান।যাতে পরবর্তীতে আমরা আরো কাজের এবং সুন্দর কিছু পেতে পারি।যা আমাদের তরুণ সমাজকে তথা পুরো দেশ এগিয়ে নিয়ে যাবে।

আজ এ পর্যন্ত।সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।বিজ্ঞান ও পযুক্তির সাথে থাকুন।

Level 2

আমি এস কে জয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 494 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সেরকম দামী কেউ না। খুব সাধারণ একজন মানুষ।প্রোগ্রামিং আর ইলেকট্রনিক্স সব থেকে বেশী ভাল লাগে। তাই এই দুইটাকেই জীবনের কাজ আর শখ হিসাবে যুক্ত করে নিয়েছি।ভাল লাগে শিখতে আর শেখাতে।ব্যাস এতটুকুই!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

Eitar jonno wait kortesilam. Onek………………Donnobad share korar jonno. 🙂 🙂 🙂

Level 2

2 weaks dore amra friendra sobie etar jonno wait kortesilam. Ekhon download korlam. Open kore jeta dekhal. OShthir likhsen. Eto sundor kore gusie book ta tairi korsen chorom lagse. Ami already print kore felesi. Ektu por thekei nobo uddome study suru korbo. Onek donnobad. Amar onek…Khushi lagtese. 🙂 🙂 🙂

Level 2

@শ্যামল কুমার (জয়) : রিজোয়ান নিয়াজ রায়ান ভাইকে amar prochondo valo lagata janie dilam. 🙂

ধন্যবাদ। অাপনাদের এবং লেখককে। অনেক কষ্ট করে আমাদের এই বইটি ফ্রিতে উপহার দেওয়ার জন্য। আশা করি এর ফলে ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীরা অনেক উপকৃত হবেন।

Level 0

thanks