ডাউনলোড করুন Du Meter প্রি-এক্টিভেটেড ভার্সন আর ব্যাবহার করুন আজীবন কোনও ঝামেলা ছাড়া

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো. সবাইকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা........

আজ অনেক  দিন পর  টেকটিউন্সে লিখতে বসলাম, তবে কোনও  নতুন বিষয় নিয়ে নয়।

আজ আমি আপনাদের  জন্য নিয়ে এসেছি ইন্টারনেট স্পিড মনিটর করার সফটওয়্যার  "Du Meter" এর প্রি-এক্টিভেটেড ভার্সন।

tutozen

Du Meter এর সাথে আপনারা নিশ্চয়ই পরিচিত। কারন পুর্বে টিটিতে  এই সফটওয়্যারটি নিয়ে আরো অনেক  টিউন হয়েছে। তাই এটা নতুন কোনও বিষয় নয়, তাই আর নতুন করে এই সফটওয়্যারটি সম্পর্কে কিছু বলার প্রয়োজনীয়তা মনে করছি না।

কিন্তু পুর্বে যারা এই সফটওয়্যারটি নিয়ে টিউন করেছেন তারা সবাই  এই সফটওয়্যারটির Crack অথবা Patch ভার্সন শেয়ার করেছেন। যার ফলে ডাউনলোডের পর  সফটটিকে  কষ্ট করে Crack বা Patch করতে হতো। যা বরাবরই অনেকের কাছে ঝামেলা পুর্ন একটি ব্যাপার। আর সবাই এই প্রক্রিয়াটি সম্পন্নও  করতে সফল হয় না। তাদের আর কিছুই করার থাকে না।

তাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি Du Meter এর প্রি-এক্টিভেটেড ভার্সন। এই  ভার্সনটি অলরেডি এক্টিভেট করাই আছে আছে, তাই আপনাদের আর এক্টিভেট করার ঝামেলা পোহাতে হবে না। তবে ভার্সনটি একটু পুরোনো। কিন্তু নতুন  ভার্সনটির সাথে এই ভার্সনটির তেমন কোনও পার্থক্যই নেই।

তাই দেরি না করে জলদি ডাউনলোড করে নিন। আপনাদের জন্য মিডিয়াফায়ারে আপলোড করে দিয়েছি।

tutozen

                                                                                             Mediafire Password:   tutozen

ডাউনলোডের পর স্বাভাবিক নিয়মেই ইন্সটল করুন। ইন্সটলেশন প্রক্রিয়া খুবই সহজ তাই দেখানোর প্রয়োজনীয়তা মনে করছি না।

একটি নতুন ব্লগ খুলেছি যার কাস্টমাইজেশনের কাজ এখনো চলছে ইচ্ছে হলে ঘুরে দেখতে পারেন।  আমার ব্লগ 

Level 0

আমি নেটিজেন।। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডাউনলোড লিঙ্ক কই…!!!! ওই বাটন এ ক্লিক করলে আরেকটা টিউন আসে। সেখানেও কোন লিঙ্ক নাই। ফাইযলামি টিউন ইদানিং এক্তু বেশী হচ্ছে। :@ :@ :@

    @মুশফিক: ভাই আমি লিঙ্ক আপডেট করার আগেই আপনি হয়তো পোষ্টটা দেখেছিলেন। তাই ভাই মন্তব্য করার আগে একটু সময় নিয়ে মন্তব্য করুন প্লিয মুশফিক ভাই

ভাই password চাচ্ছে…।password ta dan plz…….

    @sajal007007: সরি ভাই আসলে ব্যাডমিন্টন খেলতে যাওয়ার তারাহুড়ায় লিঙ্কটাই দিতে ভুলে গেছিলাম তাই কিছু মনে করবেন না।
    পাসওয়ার্ড আপডেট করা হয়েছে।
    Mediafire password: tutozen

Level 0

password দেন না পোস্ট ডিলিট করুন।

    @maruf4u: সরি ভাই আসলে ব্যাডমিন্টন খেলতে যাওয়ার তারাহুড়ায় লিঙ্কটাই দিতে ভুলে গেছিলাম তাই কিছু মনে করবেন না।
    পাসওয়ার্ড আপডেট করা হয়েছে।
    Mediafire password: tutozen

Level 0

Password: tutozen

    @Shahriar: আপনি আমার হয়ে পাসওয়ার্ডটা শেয়ার করে আমার অনেক উপকার করলেন। আপনাকে অনেক ধন্যবাদ Shahriar ভাই

অনেক অনেক ধন্যবাদ ভাই। ভাল কাজের জিনিস…। উপকৃত হলাম।

    @sajal007007: আপনাকেও ধন্যবাদ, আপানারা উপকৃত হলেই টিউন সার্থক হয়।

Level 0

ধন্যবাদ। Password দেয়ার জন্য।

Level 0

ভাই, ডাউনলোড করলাম 2.3 MB……তবে কোন ফাইল পেলাম না । বুঝলাম না।

    @rashed2you: কি বলেন ভাই… আপনার কথা শুনে অবাক হলাম, আমি এই মাত্র ফাইলটা ডাউনলোড করে চেক করলাম সবই তো ঠিক আছে। আপনি ভালো করে চেক করে দেখুন ফাইলটা হয়তো অন্য কথাও unrar করেছেন।
    আর লজিকের বিষয় হলো যদি ভেতরে কিছু না ই থাকতো তবে ফাইল সাইজ ২.৩ মেগা হলো কিভাবে। তাই ভালো করে ছেক করে দেখুন অথবা ফাইলটা আবার ডাউনলোড করে দেখতে পারেন। ধন্যবাদ

Level 0

vai asole ami ay jinishta khujecilam age DU 5.2 use korta 1 month por ar kaj korto na mane trial se jonno abar XP dia lagto abar 1 month ay vabe ar apnar ta mone hoi ajibon use kora jabe no trial jod i hoi tahole many many thanks for share this good post. thanks again Shahriar bro…………

    @mohammadp: ্ভাই আপনি নিশ্চিন্তে ব্যাবহার করতে পারেন আর এটা xp তে ও চলে।

সবার সাময়িক অসুবিধার জন্য আমি অত্যন্ত দুঃখিত।
আসলে ব্যাডমিন্টন খেলতে যাওয়ার তারাহুড়ায় password টাই দিতে ভুলে গেছিলাম তাই কিছু মনে করবেন না।
পাসওয়ার্ড আপডেট করা হয়েছে।
Mediafire password: tutozen

আগের ক্র্যাক ভার্সনে পিসি অফ করার সময় বিরক্তকর ডিউ মিটার এরর মেসেজ দিতো । এটাতেও সেরকম হবে না তো ?

Level 2

ভাই প্রি কটিভশন বলতে কী পোরটেবল ভাশন বুঝায়। ভাই প্রি কটিভশন সম্পকে যদি একটু বুঝিয়ে বলতেন। ভাই আপনি নতুন হলেও আপনার টিউনটি অনেক সুন্দর হয়েছে। আপনার মন্তব্যগুলোও গঠন মুলক। আশাকরি আপনার কাছ থেকে সামনে আরও সুন্দর সুন্দর টিউন পাব।

    Level 0

    @mahmudkoli: U do not need any serial key or any other type of activation for the pre-activated soft.

    @mahmudkoli: ধন্যবাদ ভাই কষ্ট করে কমেন্ট করার জন্য, আপনাদের কমেন্ট থেকেই এগিয়ে যাওয়ার অনুপ্রেরনা পাওয়া যায়।
    আপনি প্রি-এক্টিভেসন সম্পর্কে জানতে চেয়েছেন!
    আসলে প্রি-এক্টিভেট ভার্সন মানে হলো পূর্বে থেকেই এক্টিভেট করা ভার্সন। অর্থাৎ এই সফটওয়্যারেটি আগে থেকে এক্টিভেট করাই আছে তাই আপনার আর কষ্ট করে এক্টিভেট করতে হবে না। নরমালি ইন্সটল করেই ব্যাবহার শুরু করে দিতে পারবেন। এই আর কি
    আশা করি উত্তরটা পেয়েছে। ধন্যবাদ mahmudkoli

Level 0

Thanks to the tuner to share a useful software.

    @newboy: আপনাকেও ধন্যবাদ কষ্ট করে কমেন্ট করার জন্য। 🙂

Level New

Fine. Thank u!

    @JOYANTA: ধন্যবাদ কষ্ট করে কমেন্ট করার জন্য।

      Level 2

      @নেটিজেন।: @নেটিজেন।: ধন্যবাদ কষ্ট করে কমেন্ট করার জন্য। ভাই আপনি মনে হয় আমার প্রশ্নটি বুঝতে পারেননি। প্রি একটিভেশন ….? আমি আসলে জানতে চাইছি সফটওয়্যারটির একটিভেশন প্রকিৃয়া কী আপনি সম্পন্ন করেছেন, নাকি এটি কোন সফটওয়্যার কোম্পানি থেকে ডাওনলোড করেছেন। যেমন আমরা বিভিন্ন সময় একটি সফটওয়ার এর দুটি রুপ দেখতে পাই । ধরুন idm এই সফটওয়ারটি নেট থেকে ডাওনলোড করে তাতে কী বা প্যাচ ফাইলের মাধ্যমে ব্যবহার করতে হয়, আবার নেটে খুজলে হয়ত এর পোরটেবল ভাসন ও পাওয়া যাবে , আবার আমরা নিজেরাও পোটেবল সফটওয়্যার হিসেবে তৈরীকরে ব্যবহার করতে পারি। তবে এই পোরটেবল সফটওয়্যারও কিন্তু প্রি-একটিভেশন সফটওয়্যার এর মত কাজ করবে। তাই প্রি-একটিভেশন সম্পকে আমার প্রশ্নটি আপনি বুঝতে পেরেছেন।

      আর মিডিয়া ফায়ারে বা অনান্য ফাইল শেয়ারি সাইটে কিভাবে সফটওয়্যার বা ফাইল আপলোড করব এই বিষয়ে কোন টিউন করা হইলে তার লিংকটি দিন বা এই সম্পকে কিভাবে বিস্তারিত জানব তা বলুন।

        @mahmudkoli: Vai Pre-activate version software kivabe banate hoy ta ami puro puri jani na, tobe software er portable version er sathe pre-activated version er onek parthokko ache. parthokko ta holo prortable soft install korte hoy na, direct use kora jay ar pre activated version software intall kora lage kintu kono serial key diye activated kore nite hoy na. karon eta age thekei activated thake.
        apni ei link e gele preactivate version kivabe banate hoy ta niye kichuta dharona paben http://serverfault.com/questions/367846/can-i-create-a-pre-activated-windows-7-image

        ar mediafire e file upload kora ekebarei soja. apni mediafire e signup korei file upload korte parben. apni free account e 50 GB storage paben. tai try korei dekhun.

        ar banglish e likhlam bole kichu mone korben na…. amar basay net connection nei ti cyber cafe e ase comment korlam. ar ei pc tate bangla likhar kono tool nei tai bangla likhte parchi na bole dukkhito.

Level 2

ভাই আপনাকে ধন্যবাদ দেয়ার ভাষা আমার কাছে নেই, আমার জন্য কস্ট করে সাইবার ক্যফেতে গিয়েছেন তাই আর ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করবনা। তবে এত কস্ট না করে বিদুৎ আসা পযন্ত অপেক্ষা করতেন। কারণ আপনি একদিন পর আমার কমেন্টের উত্তর দিলেও আমি সেটি চেক করে দেখতাম। তবে আমি আপনার নিয়মিত একজন ভিজিটর হয়ে গেলাম। ভাই মিডিয়াফায়ারে কোন সফটওয়্যার আপলোড করতে পারিনা তাই টেকিতে কোন টিউন করতে পারছিনা। যদি কিছু মনে না করেন তাহলে আমার নম্বরে একটা মিস দিয়েন ০১৮২২-৯৪৬৮১৭ তাহলে আপনার কাছথেকে বিস্তারিত জেনে মিডিয়া ফায়ারে একাউন্ট করতাম। এর আগে অনেক ট্রাই করেছি কিন্তু সাইনআপ করতে পারিনাই। আশাকরি আপনি আমাকে এই বিষয়ে হেল্প করবেন।

    @mahmudkoli: প্রথমে আপনি http://www.mediafire.com/ এ সাইন আপ করুন।
    তারপর সেই আইডি মেইল ভেরিফাই করে লগ ইন করুন।
    আপনি উপরের দিকে একটি “Upload” বাটন দেখতে পাবেন। সেটিতে ক্লিক করুন।
    এবার আপনাকে আপনি যে ফাইল আপলোড করতে চান তা choose করতে বলবে।
    আপনি যে সফট টা আপলোড করতে চান তা ছিলেক্ট করুন এবং নিচে ” begin upload” একটা লেখা দেখবেন সেটা ক্লিক করুন। আপনার ফাইল আপলোড হওয়া শুরু হবে।
    বিঃদ্রু/ ফাইল আপলোড এর আগে ফাইল গুলোকে winrar দিয়ে compress করে নিন। এতে করে ফাইলের সাইজ কিছুটা কমবে , তবে না করলেও কোনও সমস্যা নেই।

    বুঝতে অসুবিধা হলে এ ছবি গুলো দেখুন…… http://www.mediafire.com/?8g6l5t3ixhzs3z8
    আর কোনও সমস্যা হলে ফেইসবুকে আমার সাথে যোগাযোগ করুন 🙂 🙂

Level 0

আমি ইন্সেটল করেছি DU Meter 5.01 Build R3220,ধন্যবাদ আপনাকে,যদি সম্ভব হয় নতুন ভাসনটা DU Meter ৬.০৫ টা এক্টিভিট করে পোষ্ট দিবেন ।

Level 2

আমি ফেসবুকে Hasan mahmud আমাকে add দিয়েন। আমিতো মিডিয়াফায়ারে কিভাবে একাউন্ট করব এই বিষয়ে কিছু screen শট দিতেন। অপেক্ষায় রইরাম।

    @mahmudkoli: প্রথমে আপনি http://www.mediafire.com/ এ সাইন আপ করুন।
    তারপর সেই আইডি মেইল ভেরিফাই করে লগ ইন করুন।
    আপনি উপরের দিকে একটি “Upload” বাটন দেখতে পাবেন। সেটিতে ক্লিক করুন।
    এবার আপনাকে আপনি যে ফাইল আপলোড করতে চান তা choose করতে বলবে।
    আপনি যে সফট টা আপলোড করতে চান তা ছিলেক্ট করুন এবং নিচে ” begin upload” একটা লেখা দেখবেন সেটা ক্লিক করুন। আপনার ফাইল আপলোড হওয়া শুরু হবে।
    বিঃদ্রু/ ফাইল আপলোড এর আগে ফাইল গুলোকে winrar দিয়ে compress করে নিন। এতে করে ফাইলের সাইজ কিছুটা কমবে , তবে না করলেও কোনও সমস্যা নেই।

    বুঝতে অসুবিধা হলে এ ছবি গুলো দেখুন…… http://www.mediafire.com/?8g6l5t3ixhzs3z8

Level 2

অনেক ধন্যবাধ রাত জেগে কস্ট করে মন্তব্য করার জন্য। আর মিডিয়া ফায়ারে সাইনআপইতো করতে পারিনা। আমাকে facebook এ add দেন তাহলে আমার সমস্যা গুলো screen শট এর মাধ্যমে তুলো ধরতাম। বিশেষ করে মিডিয়া ফায়ার এ গিয়ে সাইনআপ করার অপশনটি পাইনা , আগেতো সাইনআপ তার পর লগইন অপলোডের বিষয়টা আসবে। ভাই কিছু মনে কইরেন না আমি নেট সম্পকে তেমন বুঝিনা। একমাত্র আপনাকেই পেলাম যে আমার সম্যসাগুলো সমাধানের জন্য পাশে আছেন, আশা করি fbতে আমাকে add দিবেন। তাহলে তাহলে আপনার কাছ থেকে কিছু শিখতে পারব। আর fbতে ডোমেইন নামটা কোখনখানে বসাব বুঝেতছিনা। অঅবশ্য একজায়গায় একটা নাম দিয়েছি তবে শিওর হতে পারছিনা। যে সেটি কাজ করবে কিনা। আমার একাধিক fb আইডি নেই জার জন্য এগুলো নিয়ে ঘাটাঘাটিও করতে পারিনা, আমার এলাকায় একমাত্র আমিই কম্পিউটার নিয়মিত ব্যবহার করি যার জন্য আমাকে পিসির বিভিন্ন সম্যসা সমাধানের জন্য বিভিন্ন ব্লগ এর উপর নিভর করতে হয়। দুএকজন আছে যারা কম্পিউটার সম্পকে বোঝে তারা আবার প্রফেশনাল টাকা ছাড়া কিছুই করতে চায়না। yahoo বা google এ নতুন একাউন্ট করতে পরিনা কেন বলবেন। অনেক চেস্টা করছি গত কালও । আগে ২ থেকে ৩ বার ট্রাই করেই yahoo তে একাউন্ট খোলা যেত এখন ৫-৭ বারেও হয়না। আপনি কি খুব শিগ্রই yahoo বা google এ নতুন একাউন্ট করেছেন। শুনেছি ইউটিউব বন্ধের জন্য google এ নতুন একাউন্ট খোলা যাচ্ছেনা। আমি fbতে আপনাকে Hasan mahmud নামে রিকোয়েস্ট পাঠিয়েছি add দিয়েন আর ডোমেইন নেম সংক্রান্ত সম্যসার জন্য আমার fbআইডিটা দিতে পারলামনা । বিশেষ করে fb বা নেট সম্পকে যতটুকু জেনেছি তা নিজে ঘাটাঘাটি করেই । আর আপনি যদি আমাকে ফ্রেন্ড হিসেবে add দেন তাহলে হয়ত আরো অনেক কিছু শিখতে পারব। ভাই লেখায় ভুল হতে পারে তাই কিছু মনে করবেন না, কারণ গত মাসে ভাইরাসে আক্রান্ত হয়ে আমার কী বোড নস্ট হয়ে গিয়েছে, আবার ল্যপটপের বডি কীবোড দিয়ে বাংলা টাইপ করা যায় না। তাই অভ্র মাউস কীবোড দিয়েই বতমানে কাজ করছি, নতুন কীবোডও কিনতে পারছিনা কারন আমাদের এলাকায় কোণ কম্পিউটার সামগ্রী বিক্রি হয়না, তাই আমার এখান থেকে খুলনা প্রায় ১০০ কিঃমিঃ দূরে গিয়ে অনেক কস্ট করে কম্পিউটারের বিভিন্ন জিনিস কিনতে হয়। তাহলে একবার ভেবে দেখুন কী ধরনের সম্যসার মধ্যে আছি। সবকিছুই অনেক পরিস্কার করে বললাম, আশাকরি বন্ধুতের হাত বাড়িয়ে দিবেন।

Level 2

ভাই গুগল ক্রোম থেকেও দ্রুত গতির একটি ব্রাউজার দেখুন,আমি ব্যবহার করেছি পরিক্ষিত https://www.techtunes.io/download/tune-id/174605 টিউনার মাজহারুল ইসলাম ২১ তাং এই টিউনটি করেছেন। নাদেখলে চরম মিস করবেন।

Level 2

আপনার কোন মেসেজ পাইনি। আপনি ফ্রি থাকেন কোন সময় অথাৎ কোন সময় ফোন দিলে আমাকে সময় দিতে পারবেন। আর ফেসবুকে ডোমেইন নামটা কোনখানে বসাব একটু বলুন, যে কেউ এক ক্লিকে আমার ফেসবুক পেজে যেতে পারে/ যে স্থানে আমার fb ঠিকানা বসবে। আশাকরি বুঝতে পেরেছেন।