হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো. সবাইকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা........
আজ অনেক দিন পর টেকটিউন্সে লিখতে বসলাম, তবে কোনও নতুন বিষয় নিয়ে নয়।
আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইন্টারনেট স্পিড মনিটর করার সফটওয়্যার "Du Meter" এর প্রি-এক্টিভেটেড ভার্সন।
Du Meter এর সাথে আপনারা নিশ্চয়ই পরিচিত। কারন পুর্বে টিটিতে এই সফটওয়্যারটি নিয়ে আরো অনেক টিউন হয়েছে। তাই এটা নতুন কোনও বিষয় নয়, তাই আর নতুন করে এই সফটওয়্যারটি সম্পর্কে কিছু বলার প্রয়োজনীয়তা মনে করছি না।
কিন্তু পুর্বে যারা এই সফটওয়্যারটি নিয়ে টিউন করেছেন তারা সবাই এই সফটওয়্যারটির Crack অথবা Patch ভার্সন শেয়ার করেছেন। যার ফলে ডাউনলোডের পর সফটটিকে কষ্ট করে Crack বা Patch করতে হতো। যা বরাবরই অনেকের কাছে ঝামেলা পুর্ন একটি ব্যাপার। আর সবাই এই প্রক্রিয়াটি সম্পন্নও করতে সফল হয় না। তাদের আর কিছুই করার থাকে না।
তাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি Du Meter এর প্রি-এক্টিভেটেড ভার্সন। এই ভার্সনটি অলরেডি এক্টিভেট করাই আছে আছে, তাই আপনাদের আর এক্টিভেট করার ঝামেলা পোহাতে হবে না। তবে ভার্সনটি একটু পুরোনো। কিন্তু নতুন ভার্সনটির সাথে এই ভার্সনটির তেমন কোনও পার্থক্যই নেই।
তাই দেরি না করে জলদি ডাউনলোড করে নিন। আপনাদের জন্য মিডিয়াফায়ারে আপলোড করে দিয়েছি।
Mediafire Password: tutozen
ডাউনলোডের পর স্বাভাবিক নিয়মেই ইন্সটল করুন। ইন্সটলেশন প্রক্রিয়া খুবই সহজ তাই দেখানোর প্রয়োজনীয়তা মনে করছি না।
একটি নতুন ব্লগ খুলেছি যার কাস্টমাইজেশনের কাজ এখনো চলছে ইচ্ছে হলে ঘুরে দেখতে পারেন। আমার ব্লগ
আমি নেটিজেন।। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগের ক্র্যাক ভার্সনে পিসি অফ করার সময় বিরক্তকর ডিউ মিটার এরর মেসেজ দিতো । এটাতেও সেরকম হবে না তো ?
ডাউনলোড লিঙ্ক কই…!!!! ওই বাটন এ ক্লিক করলে আরেকটা টিউন আসে। সেখানেও কোন লিঙ্ক নাই। ফাইযলামি টিউন ইদানিং এক্তু বেশী হচ্ছে। :@ :@ :@