সবাইকে আমার শুভেচ্ছা ও সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। তবে আমার মনটা খারাপ। কারণ, পরীক্ষার কারণে এতদিন টেকটিউনে যোগ দিতে পারি নি। তাই এই কয়দিনে মনে হয় অনেক মূল্যবান টিউন হারিয়েছি। যাই হোক, আফসোস করে লাভ নেই। আশা করি সামনে আরো ভাল টিউন পাবো এবং নিজেও আপনাদের ভাল টিউন দিতে পারব।
এখন কাজের কথায় আসা যাক, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটি মজার জাভা সফ্টওয়্যার। সফট্ওয়্যারটির নাম হচ্ছে Sideralis. এটি জৌতির্বিদ্যা বিভাগের ছাত্রদের জন্য খুব গুরুত্বপূর্ণ সফ্টওয়্যার। আমরা কমবেশী সবাই আকাশ দেখতে ভালবাসি। আকাশ দেখা মানে আকাশের তারা দেখা, গ্রহ দেখা বা অন্যান্য নক্ষত্র মন্ডলির দিকে এক চোখে তাকিয়ে থাকা। এখন আপনি যদি আপনার সামনে দৃশ্যমান তারাটির নামসহ প্রয়োজনীয় তথ্য মুহূর্তের মধ্যে পেয়ে যান, তবে কেমন হবে বলুনতো?
জ্বী হ্যাঁ, এটা সম্ভব এই সফ্টওয়্যারটির মাধ্যমে। তাই আর দেরী না করে সফ্টওয়্যারটি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন-
http://www.mobyware.net/java-os/astronomy-tag/sideralis-download-free-33978.html
আমি Showmik। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks